পৃথিবীর চাঁদ একটি কেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫০:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪ ৪৬ বার পড়া হয়েছে

পৃথিবীর চাঁদ একটি কেন

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আমাদের বসবাসের জায়গা পৃথিবী সম্পর্কে এমন কিছু ঘটনা আছে যেগুলোর জন্য আপনি অবাক হবেন। সৌরজগতে পৃথিবী ছাড়ক প্রায় সব গ্রহেরই একের অধিক চাঁদ আছে। কিন্তু পৃথিবীর চাঁদ আছে মাত্র একটি। চলুন জেনে নেই সৌরজগতের অন্যান্য গ্রহের চাঁদ সম্পর্কে কি কি অদ্ভুত বিষয় আছে।

চাঁদ প্রকৃতির সৌন্দর্যের একটি অন্যতম উপাদান। সেই সাথে রোমান্টিসিজমের একটি বড় উৎস হচ্ছে চাঁদ। পৃথিবীর বড় বড় সাহিত্যে, চিত্রশিল্পী কিংবা কবিদের সৃষ্টির মাঝে রয়েছে চাঁদের উপস্থিতি। বাংলা সাহিত্যের শুধুমাত্র চাঁদের আলো নিয়েই রয়েছে অনেক লেখা এবং কবিতা।

আমাদের মাঝে সবচাইতে গম্ভীর মানুষটিও হয়তো কোন না কোন সময় চাঁদ নিয়ে চিন্তা করেছে। কিন্তু আপনার মনে কি কখনো প্রশ্ন জাগেনি পৃথিবীতে চাঁদ একটি কেন? অথবা অন্যান্য গ্রহের চাঁদের সংখ্যা এত বেশি বা কেন।

আমরা সৌরজগতে বাস করি। সৌরজগতের সবচাইতে বেশি চাঁদ রয়েছে বৃহস্পতি গ্রহে। বৃহস্পতি গ্রহের ইংরেজি নাম হচ্ছে জুপিটার। সর্বশেষ তথ্য অনুযায়ী বৃহস্পতি গ্রহের চাঁদের সংখ্যা ৬৩ টি টি। এরমধ্যে ৮ টি নিয়মিত উপগ্রহ, যেগুলোর মধ্যেও ৪ টির আকৃতি খুবই বৃহৎ এবং গোলাকার।

পৃথিবীর চাঁদ একটি কেন

অন্য ৪ টি চাঁদ খুবই ছোট এবং বৃহস্পতি গ্রহের কাছাকাছি ঘুরতে থাকে। এই ৮ টি চাঁদ ছাড়াও বৃহস্পতি গ্রহে রয়েছে আরও ৫৫ টি চাঁদ। যে চাঁদ গুলোকে মূলত অনিয়মিত উপগ্রহ বলে আখ্যা দেওয়া হয়েছে। সেখানে পৃথিবীর প্রাকৃতিক উপগ্রহ চাঁদ হচ্ছে ১ টি।

বৃহস্পতির পরেই চাঁদের সংখ্যার দিক থেকে রয়েছে শনি গ্রহের অবস্থান। যার অন্য একটি নাম হচ্ছে স্যাটার্ন। শনি গ্রহের চাঁদের সংখ্যা ৬১টি।

শনি গ্রহের পরে ইউরেনাস গ্রহের চাঁদ রয়েছে ২৭ টি। বাকি অন্যান্য গ্রহ গুলোর মধ্যে নেপচুনের চাঁদের সংখ্যা ১৩ টি এবং মঙ্গল গ্রহে চাঁদ আছে ২ টি। সবচাইতে মজার ব্যাপার হচ্ছে বুধ এবং শুক্র গ্রহে কোন চাঁদ নেই।

যদিও প্লুটোকে এখন আর গ্রহের তালিকা রাখা হয় না তবুও এর চাঁদ সংখ্যা ৩ টি।

অবশ্য ২০২০ সালে প্রকাশিত একটি খবর অনুযায়ী পৃথিবীকে ধীরে রয়েছে আরেকটি নতুন চাঁদ। এ প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বিজ্ঞানীরা সন্ধান পান একটি গ্রহাণু। ওই গ্রহাণুটিকে ২০২০ সালেই পৃথিবীর একটি উপগ্রহ হিসেবে ঘোষণা করে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন মাইনর প্লানেট সেন্টার। তবে ওই উপগ্রহ কে নিয়ে এখনো অনেক রহস্য উদঘাটন করার বাকি আছে।

পৃথিবীতে একটি মাত্র চাঁদ থাকার পেছনে রয়েছে একটি জটিল এবং বিরল কারণ। প্রায় সাড়ে চার বিলিয়ন বছর আগে থিয়া নামক এক মঙ্গল গ্রহের আকারের সমান গ্রহের সাথে সংঘর্ষ হয়েছিল। পৃথিবীর চাঁদ ওই সংঘর্ষের ফলে সৃষ্টি হয়।

ধরুন আগামীতে পৃথিবীতে আরো একটি চাঁদ যুক্ত হল। তাহলে বারান্দা কিংবা ছাদে বসে একই আকাশে দুটি চাঁদ দেখতে কেমন লাগবে?

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পৃথিবীর চাঁদ একটি কেন

আপডেট সময় : ০৫:৫০:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪

আমাদের বসবাসের জায়গা পৃথিবী সম্পর্কে এমন কিছু ঘটনা আছে যেগুলোর জন্য আপনি অবাক হবেন। সৌরজগতে পৃথিবী ছাড়ক প্রায় সব গ্রহেরই একের অধিক চাঁদ আছে। কিন্তু পৃথিবীর চাঁদ আছে মাত্র একটি। চলুন জেনে নেই সৌরজগতের অন্যান্য গ্রহের চাঁদ সম্পর্কে কি কি অদ্ভুত বিষয় আছে।

চাঁদ প্রকৃতির সৌন্দর্যের একটি অন্যতম উপাদান। সেই সাথে রোমান্টিসিজমের একটি বড় উৎস হচ্ছে চাঁদ। পৃথিবীর বড় বড় সাহিত্যে, চিত্রশিল্পী কিংবা কবিদের সৃষ্টির মাঝে রয়েছে চাঁদের উপস্থিতি। বাংলা সাহিত্যের শুধুমাত্র চাঁদের আলো নিয়েই রয়েছে অনেক লেখা এবং কবিতা।

আমাদের মাঝে সবচাইতে গম্ভীর মানুষটিও হয়তো কোন না কোন সময় চাঁদ নিয়ে চিন্তা করেছে। কিন্তু আপনার মনে কি কখনো প্রশ্ন জাগেনি পৃথিবীতে চাঁদ একটি কেন? অথবা অন্যান্য গ্রহের চাঁদের সংখ্যা এত বেশি বা কেন।

আমরা সৌরজগতে বাস করি। সৌরজগতের সবচাইতে বেশি চাঁদ রয়েছে বৃহস্পতি গ্রহে। বৃহস্পতি গ্রহের ইংরেজি নাম হচ্ছে জুপিটার। সর্বশেষ তথ্য অনুযায়ী বৃহস্পতি গ্রহের চাঁদের সংখ্যা ৬৩ টি টি। এরমধ্যে ৮ টি নিয়মিত উপগ্রহ, যেগুলোর মধ্যেও ৪ টির আকৃতি খুবই বৃহৎ এবং গোলাকার।

পৃথিবীর চাঁদ একটি কেন

অন্য ৪ টি চাঁদ খুবই ছোট এবং বৃহস্পতি গ্রহের কাছাকাছি ঘুরতে থাকে। এই ৮ টি চাঁদ ছাড়াও বৃহস্পতি গ্রহে রয়েছে আরও ৫৫ টি চাঁদ। যে চাঁদ গুলোকে মূলত অনিয়মিত উপগ্রহ বলে আখ্যা দেওয়া হয়েছে। সেখানে পৃথিবীর প্রাকৃতিক উপগ্রহ চাঁদ হচ্ছে ১ টি।

বৃহস্পতির পরেই চাঁদের সংখ্যার দিক থেকে রয়েছে শনি গ্রহের অবস্থান। যার অন্য একটি নাম হচ্ছে স্যাটার্ন। শনি গ্রহের চাঁদের সংখ্যা ৬১টি।

শনি গ্রহের পরে ইউরেনাস গ্রহের চাঁদ রয়েছে ২৭ টি। বাকি অন্যান্য গ্রহ গুলোর মধ্যে নেপচুনের চাঁদের সংখ্যা ১৩ টি এবং মঙ্গল গ্রহে চাঁদ আছে ২ টি। সবচাইতে মজার ব্যাপার হচ্ছে বুধ এবং শুক্র গ্রহে কোন চাঁদ নেই।

যদিও প্লুটোকে এখন আর গ্রহের তালিকা রাখা হয় না তবুও এর চাঁদ সংখ্যা ৩ টি।

অবশ্য ২০২০ সালে প্রকাশিত একটি খবর অনুযায়ী পৃথিবীকে ধীরে রয়েছে আরেকটি নতুন চাঁদ। এ প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বিজ্ঞানীরা সন্ধান পান একটি গ্রহাণু। ওই গ্রহাণুটিকে ২০২০ সালেই পৃথিবীর একটি উপগ্রহ হিসেবে ঘোষণা করে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন মাইনর প্লানেট সেন্টার। তবে ওই উপগ্রহ কে নিয়ে এখনো অনেক রহস্য উদঘাটন করার বাকি আছে।

পৃথিবীতে একটি মাত্র চাঁদ থাকার পেছনে রয়েছে একটি জটিল এবং বিরল কারণ। প্রায় সাড়ে চার বিলিয়ন বছর আগে থিয়া নামক এক মঙ্গল গ্রহের আকারের সমান গ্রহের সাথে সংঘর্ষ হয়েছিল। পৃথিবীর চাঁদ ওই সংঘর্ষের ফলে সৃষ্টি হয়।

ধরুন আগামীতে পৃথিবীতে আরো একটি চাঁদ যুক্ত হল। তাহলে বারান্দা কিংবা ছাদে বসে একই আকাশে দুটি চাঁদ দেখতে কেমন লাগবে?