থাইরয়েড এর লক্ষণ

- আপডেট সময় : ১০:৫২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪ ৫৩ বার পড়া হয়েছে
বাংলাদেশের প্রায় শতকরা ২০ ভাগ মানুষ থাইরয়েড সমস্যায় ভুগছেন। কিন্তু অনেকেই আবার থাইরয়েডের লক্ষণ গুলো জানেন না। তাই অনেকেই বুঝতে পারেন না নিজে এই জটিল রোগে তিনি আক্রান্ত হয়েছেন কিনা। নানাবিধ কারনে থাইরয়েড হতে পারে। বিভিন্ন ওষুধের প্রতিক্রিয়া, জন্মগত ত্রুটি, সন্তান ধারণ, ভাইরাসেে আক্রমণ ইত্যাদির কারণে আমরা বিভিন্ন রকম থাইরয়েড সমস্যায় ভুগে থাকি। থাইরয়েড বেশ কয়েক প্রকারের হয়ে থাকে। থাইরয়েড সমস্যার ধরনের উপর ভিত্তি করে থাইরয়েডের এর লক্ষণ গুলো প্রকাশিত হয়। চলুন এর সম্পর্কে বিস্তারিত জানা নেই।
হাইপো থাইরয়েডিজম
হরমোনের ঘাটতির কারণে এই প্রকারের থাইরয়েড রোগটি হয়ে থাকে। হাইপঁ থাইরয়েডিজমের সবচাইতে বেশি আক্রান্ত হয়ে থাকে নারীরা। এ রোগের লক্ষণ গুলোর মধ্যে অন্যতম হচ্ছে:
• কোন কাজ না করে ক্লান্ত অনুভব করা।
• সবসময় ঘুম ঘুম ভাব পাওয়া।
• স্বাভাবিক তাপমাত্রায় অতিরিক্ত শীত অনুভব করা
• অনিয়মিত মাসিক
• চুল পড়ে যাওয়া।
• স্মৃতিশক্তি লোপ পাওয়া
• কোন কারণ ছাড়াই বিষন্নতা অনুভব করা ইত্যাদি
এই ধরনের থাইরয়েডের কারণে নারীদের সৌন্দর্য এবং ত্বক নষ্ট হয়ে যেতে পারে। সেই সাথে অনিয়মিত মাসিক সহ ভবিষ্যতে সন্তান ধরনের বাধা সৃষ্টি হয়।
হাইপার থাইরয়ডিজম
শরীরে হরমোনের নিঃসরণ বেড়ে দিয়ে গেলে এই থাইরয়েডটি হয়ে থাকে। এর লক্ষণ গুলি হল:
• হাতে মাঝে মাঝে কাঁপুনি দেওয়া
• চোখ কোটর থেকে বেরিয়ে আসা
• ঘন ঘন পায়খানা হওয়া
• গরম সহ্য করতে না পারা
• শরীর হতে অতিরিক্ত ঘাম বের হওয়া ইত্যাদি
থাইরয়েড এর লক্ষণ
হাইপার থাইরয়েডিজমের লক্ষণ গুলি দেখা গেলে অতি দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। কারণ এতে করে ভবিষ্যতে মারাত্মক জটিলতা দেখাতে পারে এমনকি হৃদপিণ্ড পর্যন্ত বিকল হয়ে যেতে পারে।
থাইরয়েডাইটিস
আমাদের দেহের থাইরয়েড গ্রন্থির প্রদাহের কারণে গলা ফুলে যেতে পারে। এমনকি গলা ফুলের চোয়াল পর্যন্ত হয়ে যেতে পারে। এই ধরনের থাইরয়েডের লক্ষণ গুলোর মধ্যে রয়েছে জ্বর। এটি খুব একটি জটিল ধরনের থাইরয়েড না হলেও চিকিৎসা সেবা গ্রহণ করা উচিত। তা না হলে ভবিষ্যতে হরমোনের ঘাটতে দেখাতে পারে।
সঠিক সময়ে থাইরয়েডের চিকিৎসা সেবা গ্রহণ করলে এটি নিরাময় করা সম্ভব। কিন্তু সাধারণ রোগ ভাবে এটিকে অবহেলা করলে ভবিষ্যতে ক্যান্সার পর্যন্ত হয়ে যেতে পারে।
উপরে তিন ধরনের থাইরয়েড এর লক্ষণ গুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে। অনেক সময় এই রোগ শুরুর প্রথম দিকে কোন লক্ষণ প্রকাশিত হয় না। আর যদি আপনার শরীরে এই ধরনের থাইরয়েডের লক্ষণগুলো অনুভব করেন তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।