আজ থেকে দেশের সকল কোচিং সেন্টার বন্ধ
- আপডেট সময় : ০১:৪২:৪২ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪ ৩২ বার পড়া হয়েছে
আগামী ৩০ জুন থেকে শুরু হবে এইচএসসি এবং সমমানের পরীক্ষা। সেই উপলক্ষে প্রশ্নপত্র ফাঁস এবং নকলমুক্ত পরিবেশের সুন্দরভাবে এইচএসসি এবং সমমানের পরীক্ষা সম্পন্ন করার জন্য আজ ২৯ জুন শনিবার থেকে বাংলাদেশের সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে।
উক্ত কোচিং সেন্টার গুলো আবার ১১ই আগস্ট থেকে পুনরায় খোলা হবে।
আসন্ন সকল বোর্ডের এইচএসসি পরীক্ষা উপলক্ষে এই নির্দেশনাটি দেন বাংলাদেশের মাননীয় শিক্ষা মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এই বিষয়ে একটি চিঠি গত ৫ জুন শিক্ষা মন্ত্রণালয়ে দেওয়া হয়েছিল।
মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের কোচিং সেন্টার বন্ধ থাকলেও আইইএলটিস, জিআরই কিংবা বিসিএস পরীক্ষার মতো অন্যান্য কোচিং গুলো খোলা রাখাতে কোন সমস্যা নেই।
আজ থেকে দেশের সকল কোচিং সেন্টার বন্ধ
আগামীকাল ৩০ জুন রবিবার ২০২৪ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে এইচএসসি এবং সমমানের পরীক্ষা। প্রতিবছরে এইচএসসি পরীক্ষা উপলক্ষে প্রশ্নপত্র ফাঁস এবং নকলমুক্ত পরিবেশ এর জন্য কোচিং সেন্টার বন্ধ রাখা সহ বেশ কিছু দিক নির্দেশনা দেওয়া হয়ে থাকে শিক্ষামন্ত্রণালয়ের পক্ষ হতে।
এইচএসসি পরীক্ষার্থীদের জন্য এমন কিছু দিক নির্দেশনা হল:
• অবশ্যই পরীক্ষা শুরু কমপক্ষে ৩০ মিনিট আগে হলে প্রবেশ করতে হবে। যদি কোন পরীক্ষার্থী অনিবার্য কারণে দেরি করে তাহলে প্রবেশ করার সময় তার নাম, রোল নম্বর, প্রবেশের সময় এবং দেরি হওয়ার কারণ ইত্যাদি একটি রেজিস্টারে লিখিত আকারে সংরক্ষণ করতে হবে। তারপর ওই তথ্যগুলো শিক্ষা বোর্ডে প্রতিবেদন আকারে পাঠাতে হবে।
• এইচএসসি পরীক্ষা শুরুর ঠিক ২৫ মিনিট পূর্বে পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে প্রশ্নপত্রের সেট কোড পাঠিয়ে দেওয়া হবে।
• পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্রে ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ কোন মোবাইল কিংবা কোন ধরনের ইলেকট্রনিক ডিভাইস সাথে বহন করতে পারবেন না। শুধুমাত্র ভারপ্রাপ্ত কর্মকর্তা ফোন ব্যবহার করতে পারবেন তাও ছবি তোলা যায় না এরকম ফোন।
• পরীক্ষার কেন্দ্রে সংশ্লিষ্ট ব্যক্তি যেমন মন্ত্রণালয় থেকে পরিদর্শন টিম, বোর্ড কেন্দ্র পরিদর্শন টিম এবং নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছাড়া অন্য কেউ কেন্দ্রে প্রবেশ করতে পারবে না।
• এছাড়াও শিক্ষার্থী অর্থাৎ যারা প্রতিবন্ধী তাদের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে। সেই সাথে যাদের হাত নেই কিংবা দৃষ্টি প্রতিবন্ধী তাদের জন্য শ্রুতি লেখক সঙ্গে নেওয়ার অনুমতি রয়েছে। এই ধরনের পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ২০ মিনিট সময় দেওয়া হবে।