তুফানে উড়তে উড়তে আসছে শাকিব খানের দরদ সিনেমা
- আপডেট সময় : ০৯:২৩:২৩ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪ ২৯ বার পড়া হয়েছে
তুফান সিনেমায় উড়তে না উড়তেই আসছে মেগাস্টার শাকিব খানের দরুদ সিনেমা। ইতিমধ্যে দরদ সিনেমা মুক্তির দিন তারিখ নির্ধারণ হয়ে গিয়েছে। ছবিটির পরিচালক অনন্য মামুনের মতে আগামী সেপ্টেম্বর মাসে মুক্তি পাচ্ছে দরদ সিনেমা।
অনন্য মামুন তার ভেরিফাইড ফেসবুক পেইজে শাকিব খানের সাথে একটি ছবি পোস্ট করে লিখেন, আগামী ১৫ জুলাই থেকে তিনি দরদ সিনেমার প্রমোশনাল শুরু করবেন। শুধুমাত্র দেশের বাজারেই নয় বিশ্ববাজারেও দরদ সিনেমার প্রচারণা করাই তাদের লক্ষ।
পরিচালক অনন্য মামুন এ ব্যাপারে আরও বলেন, ২ মাস ধরে দরদের প্রমোশনে নতুন নতুন চমক থাকবে। সেই সাথে শাকিব খানের ভক্তদের নিয়ে বিশাল আয়োজন করা হবে। সেই আয়োজনে জানানো হবে সেপ্টেম্বর মাসের ঠিক কোন তারিখে “দরদ” প্যান ইন্ডিয়ান ছবিটি বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
চলতি কোরবানির ঈদে প্রকাশ পেয়েছিল দরদ সিনেমার প্রায় দেড় মিনিটের একটি টিজার। সেখানে শাকিব খানকে বেশ কয়েকটি চরিত্রে দেখা গিয়েছে। কখনো তিনি একদম সহজ-সরল মানুষ, আবার কখনো এক ভয়ঙ্কর রহস্যময় পুরুষ। শাকিব খানের সিনেমার টিজার দেখে এটি অনুমান করা যাচ্ছে যে এটি একটি সাইকো থ্রিলার ধাঁচের ছবি হতে পারে।
তুফানে উড়তে উড়তে আসছে শাকিব খানের দরদ সিনেমা
সেইসাথে দরূদ সিনেমায় প্রথমবারের মতো শাকিব খানের সাথে অভিনয় করছে বলিউডের বিখ্যাত নায়িকা সোনাল চৌহান। ভরপুর রোমান্স এবং দুর্দান্ত অ্যাকশন ধাঁচের টিজারটি দেখে দর্শকরা বেশ আনন্দিত। ইউটিউবে টিজারের কমেন্টে অনেকে লিখেছেন কমার্শিয়াল ভাবে হিট করতে দরদ একটি ফুল প্যাকেজের সিনেমা হতে যাচ্ছে।
টিজার প্রকাশের আগে শাকিব খানের দরুদ সিনেমার একটি লুক প্রকাশিত হয়েছিল। সেই লুকটিও শাকিব খানের ভক্ত এবং সিনেমাপ্রেমীদের বেশ নজর কেড়েছিলো। দরুদ সিনেমায় শাকিব খান ছাড়া আরো আছেন পায়েল সরকার, রাজেশ শর্মা, রাহুল দেব সহ আরো অনেক জনপ্রিয় অভিনেতা এবং অভিনেত্রীরা। শুধুমাত্র বাংলা ভাষায় নয় দরুদ সিনেমাটি মুক্তি পাবে হিন্দি, তামিল, তেলুগু, মালায়ালাম এবং কন্নড় ভাষায়ও।
বিগত বেশ কিছু ঈদ ধরেই শাকিব খানের সিনেমা গুলি হিট হচ্ছে। তুফান সিনেমার আগে প্রিয়তমা, রাজকুমার সহ বেশ কয়েকটি সিনেমা দর্শকদের মনে অনেকটাই জায়গা করে নিয়েছে। সেই সাথে শাকিব খানও নিজের ফর্মে ফিরে এসেছেন।
বেশ কিছুদিন আগে প্রকাশিত হয়েছে শাকিব খানের তুফান সিনেমা। দুই বাংলার সহ সারা বিশ্বজুড়ে যেটি বেশ আলোচিত এবং জনপ্রিয়তা অর্জন করেছে। সেই সাথে ভেঙে দিয়েছে বাংলা সিনেমার অতীত ইতিহাসের সকল রেকর্ড। শাকিব খানের দরদ সিনেমা ঘিরেও দর্শকদের মনে তেমনটাই আশা রয়েছে।