পুরাতন ফোন কেনার আগে যে বিষয় গুলো খেয়াল রাখবেন
- আপডেট সময় : ০৯:৪০:১০ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪ ৪০ বার পড়া হয়েছে
দ্রব্যমূলের ঊর্ধ্ব গতিতে থেমে নেই মোবাইল কিংবা ল্যাপটপের দাম। তাইতো অনেকেই পুরাতন ফোন কেনার ব্যাপারে বেশি আগ্রহী। অবশ্য নতুনের তুলনায় এগুলো অনেক বেশি ভ্যালু ফর মানি হয়। তবে পুরাতন ফোন কেনার আগে কিছু কিছু ব্যাপার অবশ্যই খেয়াল রাখা প্রয়োজন। তা না হলে আপনার পুরো টাকা জলে যেতে পারে এবং সেই সাথে পড়তে পারেন আইনি ঝামেলায়।
অরিজিনাল বক্স এবং চার্জার
পুরাতন ফোন কেনার আগে অবশ্যই এর আইএমইআই ম্যাচিং বক্স দেখে নিবেন। যত সস্তাই হোক না কেন কখনোই বক্স ছাড়া পুরাতন ফোন কিনবেন না। সাধারণত চুরি কিংবা ছিনতাইয়ের ফোনে কোন বক্স থাকে না। আবার বক্সে আইএমইআই নাম্বারের সাথে ফোনের আইএমইআই নাম্বারের মিল রয়েছে কিনা সেটিও যাচাই করে নিবেন। এতে করে অন্তত ভবিষ্যৎ ঝামেলা থেকে রেহাই থাকবেন।
ফোনের মডেল
আপনি যদি অনেক বেশি পুরাতন মডেলের ফোন কিনেন তাহলে সেটাতে বেশিরভাগ সফটওয়্যার ঠিকমতো চালাতে পারবেন না। কারণ লেটেস্ট সফটওয়্যার গুলো পুরাতন ভার্সনের ফোন গুলোতে ঠিকঠাক ভাবে চলে না। ব্যবহার করা ফোন হলেও সেটা যেন লেটেস্ট মডেলের হয় সেদিকে খেয়াল রাখবেন।
ফোনের ডিসপ্লে কিংবা পার্টস পরিবর্তন
ফোনের ডিসপ্লে পরিবর্তন করলে এর পারফরম্যান্স অনেকাংশে কমে যায়। টাচ এবং ব্যাটারির সমস্যা সহ মাদারবোর্ডের সমস্যা পর্যন্ত হতে পারে। এছাড়া অতিরিক্ত ব্যাটারি ও খরচ হয় ফোনের ডিসপ্লে পরিবর্তন করলে। তাই কেনার আগে যাচাই করে নিবেন এর বিভিন্ন পার্টস এবং ডিসপ্লে অরিজিনাল আছে কিনা। তাছাড়া ডিসপ্লে পরিবর্তন করলে সেটির ব্রাইটনেস খুব একটা ভালো থাকে না।
পরিচিত কিংবা বিশ্বস্ত কোন দোকান থেকে ফোন কিনুন
আপনার বিশ্বস্ত এবং পরিচিতজনের কাছ থেকে পুরাতন ফোন কেনা সবচাইতে বেশি উত্তম। এতে করে বাড়তি কোন ঝামেলা থাকেনা। আবার বিভিন্ন দোকানে পুরাতন ফোন বিক্রি করে। সেখান থেকে কেনার আগে অবশ্যই ক্যাশ মেমো লিখে নিবেন। সেই সাথে ফোনের সাথে কি কি সার্ভিস তারা ভবিষ্যতে দিবে সেটিও ভালো করে জেনে নেবেন।
পুরাতন ফোন কেনার আগে যে বিষয় গুলো খেয়াল রাখবেন
ঢাকার বড় বড় শপিংমলে অনেক পুরাতন ফোনের দোকান আছে সেখান থেকে নিতে পারেন।
ফোনের কার্যকারিতা
পুরাতন ফোন কেনার আগে সেটি আপনি বেশ কিছুক্ষণ চালিয়ে নিবেন। মোবাইলের ক্যামেরা ঠিক আছে কিনা, ব্যাটারির চার্জ কেমন থাকে, সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা, স্পষ্টভাবে কথা বলা যায় কিনা, ইন্টারনেট ও ওয়াইফাই নেটওয়ার্ক ঠিকভাবে পায় কিনা ইত্যাদি বিষয় গুলো যাচাই করা উচিত।
বিক্রেতার পরিচয়
যদি অপরিচিত কারো কাছ থেকে পুরাতন ফোন কিনেন তাহলে অবশ্যই বিক্রেতার পরিচয় ভালোভাবে জেনে নেবেন। প্রয়োজনে তার ভোটার আইডি কার্ডের একটি কপি নিজের কাছে রেখে দিবেন।
অনলাইনে পুরাতন ফোন ক্রয়
বিভিন্ন ফেসবুক গ্রুপ কিংবা অনলাইন থেকে পুরাতন ফোন কিনতে যাওয়ার সময় অবশ্যই সাথে কাউকে নিয়ে যাবেন। অনেক ক্ষেত্রে প্রতারক চক্ররা এভাবে ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল করতে পারে। তাই ফোন কেনার জন্য অন্যত্র যাওয়ার আগে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন।
আবার বিভিন্ন গ্রুপ কিংবা পেইজে পুরাতন ফোনের বিজ্ঞাপন দেয়া হয়। কুরিয়ারে ফোন ডেলিভারি দেওয়ার নামে এডভান্স টাকা চাওয়া হয়। এক্ষেত্রে কখনোই এডভান্স টাকা প্রদান করবেন। ৯০% সম্ভাবনা আছে আপনার টাকা লস হয়।
সর্বোপরি পুরাতন ফোন কেনার আগে যে বিষয় গুলো আমি বর্ণনা করলাম সেগুলো অবশ্যই অবলম্বন করবেন। তাহলে আপনার টাকা এবং ঝামেলা দুটোই বাঁচবে।
ইউটিউব থেকে টাকা ইনকামের পদ্ধতি জানতে এখানে প্রবেশ করুন।