বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষার্থীদের নতুন নির্দেশনা
- আপডেট সময় : ০৫:৫৪:২৫ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪ ৮৫ বার পড়া হয়েছে
আজ ৩০ জুন রবিবার থেকে শুরু হয়েছে এইচএসসি এবং সমমানের পরীক্ষা। পরীক্ষার প্রথম দিকেই ঢাকা ও চট্টগ্রাম সহ বেশ কয়েকটি জেলার পরীক্ষার্থীদের ভোগান্তি হতে হয়েছে বৃষ্টির কারণে। যেহেতু আগামী কয়েকদিন এরকম বৃষ্টিপাতের আরো বেশি সম্ভাবনা রয়েছে তাই এ ব্যাপারে নতুন দিক নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।
আজ ৩০ শে জুন ঢাকা শিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোঃ আবুল বাশার স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।
উক্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের মাধ্যমে আমরা জানতে পারি, আগামী কয়েক দিনে ঢাকা সহ সারা বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরীক্ষার দিন গুলোতে যদি এরকম বৃষ্টি থাকে তাহলে মূল সময় শুরু হওয়ার আগে কেন্দ্রের ফটক খুলে দিতে হবে। যাতে করে শিক্ষার্থীরা বৃষ্টির দিনে কিছুটা আগেই হলে প্রবেশ করতে পারে।
উক্ত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বৃষ্টি কিংবা অনিবার্য কারণে যদি কোন শিক্ষার্থী যদি পরীক্ষার কেন্দ্রে আসতে ১ ঘন্টা বা আধা ঘন্টা দেরি করে, তাহলে পরিস্থিতি বিবেচনা করে পরীক্ষা শেষে সেই সময় সমন্বয় করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।
এইচএসসি পরীক্ষার রাজধানীর বেশ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করে পরিলক্ষিত হয়েছে বৃষ্টির কারণে অনেক দুর্ভোগ বা হাতে হয়েছে পরীক্ষার্থীদের। অনেক শিক্ষার্থী বৃষ্টিতে ভিজে পরীক্ষার হলে প্রবেশ করেছে। আবার কেউ কেউ বৃষ্টি ও তীব্র যানজটের কারণে হলে পৌঁছাতে দেরি করেছে।
বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষার্থীদের নতুন নির্দেশনা
আজ সারা বাংলাদেশে সিলেট বাদে আটটি বোর্ডে বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই আটটি বোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯ লাখ ৩৩ হাজার ৬৮৯ জন।
কিন্তু এত সকল পরীক্ষার মধ্যে অংশ নিয়েছে ৯ লাখ ২৩ হাজার ৭১৯ জন। প্রায় ৯ হাজার ৯৭০ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
এর মধ্যে থেকে আজ বিভিন্ন শিক্ষা বোর্ড হতে অসুদপায় উপায় অবলম্বনের দায়ে ২১ জনকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারকৃতদের মত একজন ছিলেন পরিদর্শক এবং বাকি ২০ জন পরীক্ষার্থী।
অন্যদিকে এবার মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭৮ হাজার ৮৪৪ জন। তবে এ সংখ্যাটি সিলেট বিভাগ বাদে। উক্ত শিক্ষার্থীদের মধ্যে অনুপস্থিত ছিল ২ হাজার ৯৮৮ জন।
এইচএসসি পরীক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করে পরবর্তী পরীক্ষা গুলোতে বৃষ্টি জনিত কারণে সময় কিছুটা বিবেচনা দিন করার নির্দেশনা দেয়া হয়েছে সকল কেন্দ্র গুলোতে।