মোবাইলে চার্জ ধীরে হচ্ছে? জেনে নিন সমাধান
- আপডেট সময় : ১১:৫৭:১৭ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪ ৪২ বার পড়া হয়েছে
বর্তমানে আধুনিক প্রযুক্তি সম্পন্ন মোবাইলে ফাস্ট চার্জিং দেওয়ার সুবিধা রয়েছে। তবুও দীর্ঘদিন ব্যবহার করার ফলে মোবাইলে চার্জ ধীরে হতে পারে। এর পিছনে নানা রকম কারণ থাকতে পারে। চলুন জেনে নেই মোবাইলে চার্জ ধীরে হওয়ার কারণ এবং তার সমাধান।
চার্জ দিয়ে ব্যবহার করা
মোবাইল ফোন চার্জে দিয়ে সেটি ব্যবহার করতে থাকলে চার্জ ধীরে হবে। কারণ মোবাইল একসাথে অনেক গুলো কাজ করে চার্জিং সময়ে। ব্যাটারীতে চার্জ প্রবেশ করে আবার একই সাথে খরচ করে।
তাই মোবাইল ফোন চার্জে দিয়ে ভিডিও দেখা, গেম খেলা কিংবা কথা বলা থেকে বিরত থাকুন। এতে করে মোবাইলের চার্জ দ্রুত উঠবে এবং ব্যাটারি হেলথ ভালো থাকবে।
মোবাইলে কভার ব্যবহার করা
মোটা এবং চামড়ার কভার মোবাইলের তাপমাত্রা বাড়িয়ে দেয়। এতে করে মোবাইলের ভেতরের তাপ সহজে বাইরে যেতে পারে না।
কভার ব্যবহার করার ফলে একদিকে মোবাইলে ধীরে চার্জ ওঠে এবং অপরদিকে ফোন অনেক বেশি গরম হয়ে যায়। তাই যথা সম্ভব ফোনে কভার ব্যবহার করা থেকে বিরত থাকুন। ব্যবহার করার প্রয়োজন হলেও পানি কালারের পাতলা কভার লাগাতে পারেন।
মোবাইলে চার্জ ধীরে হচ্ছে? জেনে নিন সমাধান
ব্যাকগ্রাউন্ড অ্যাপ
আমাদের অজান্তে মোবাইলে ব্যাকগ্রাউন্ডে অনেক অ্যাপ চালু অবস্থায় থাকে। মোবাইলের সেটিং অপশন থেকে সেগুলো বন্ধ করে দিন। তা না হলে মোবাইলে চার্জ ধীরে ধীরে উঠবে, দ্রুত ইন্টারনেট শেষ হয়ে যাবে এবং ফোন গরম হবে।
অরিজিনাল চার্জার ব্যবহার করুন
মোবাইল ফোনের অরজিনাল চার্জার ব্যবহার না করলে ব্যাটারি এবং মাদারবোর্ডের ক্ষতি হতে পারে। মোবাইলে ধীরে চার্জ ওঠার এটিও একটি অন্যতম কারণ। তাই মোবাইলের স্পেসিফিকেশন অনুযায়ী উপযুক্ত চার্জার দিয়ে সব সময় মোবাইল চার্জ দিন।
সম্পূর্ণ চার্জ হওয়ার পর ব্যবহার করুন
অনেক মানুষ আছে যারা মোবাইলের চার্জ ১০% থেকে ২০% হলেই খুলে নিয়ে আবার ব্যবহার করা শুরু করে। এতে করেও মোবাইলের ব্যাটারি হেলথ কমে যায়। মোবাইলের চার্জ সবসময় ৯০ থেকে ৯৫ পার্সেন্ট এর মধ্যে হলে সেটি চার্জ থেকে খুলে ফেলুন।
এত সকল উপায় অবলম্বন করার পরেও যদি আপনার মোবাইলে চার্জ ধীরে উঠতে থাকে তাহলে ভালো কোন সার্ভিসিং সেন্টারে নিয়ে যান। আপনার ফোনের ওয়ারেন্টি থাকলে সেটি বিনামূল্যে ঠিক করে নিতে পারবেন।