এলপিজি গ্যাসের দাম আবারো বৃদ্ধি
- আপডেট সময় : ১০:৫৭:০১ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪ ৩২ বার পড়া হয়েছে
এলপিজি গ্যাসের অস্থির পরিস্থিতিতে প্রায় প্রতি মাসে মূল্য সমন্বয় করে বাংলাদেশের এনার্জি রেগুলেরটি কমিশন। তবে সরকার নির্ধারিত দাম যাই থাকুক না কেন বাজারের সব সময় তার চাইতে বেশি দামে এলপিজি গ্যাস কিনতে হয় সাধারণ ক্রেতাদের। অনেকটা বলা চলে যে সরকারি গ্যাসের দাম নির্ধারণ শুধুমাত্র কাগজে-কলমে। বাজারে এলপিজি গ্যাসের নৈরাজ্যের খবর সাধারণ জনগণ থেকে ভোক্তা কর্তৃপক্ষ সহ সবাই জানে। কিন্তু কোন পরিস্থিতিতেই বাজারে এলপিজি গ্যাসের দাম স্বাভাবিক পরিস্থিতিতে আসছে না।
ঢাকার বিভিন্ন বাজার ঘুরে জানা গিয়েছে এলপিজি গ্যাসের সিলিন্ডার ১২ কেজিরটি বিক্রি হচ্ছে ১৪০০ থেকে ১৪২০ টাকা পর্যন্ত। অথচ এই গ্যাসটির দাম নির্ধারণ করা হয়েছে গত ২ জুলাই ১৩৬৬ টাকা। প্রতি সিলিন্ডারের প্রায় ৩৪ থেকে ৬০ টাকা পর্যন্ত বাড়তি গুনতে হচ্ছে ক্রেতাদের।
এলপিজি গ্যাসের দাম আবারো বৃদ্ধি
গ্রাহক পর্যায়ে যে কয়েকটি এলপিজি গ্যাস সবচাইতে বেশি মানুষ ক্রয় করে সেগুলোর মধ্যে রয়েছে বসুন্ধরা, যমুনা,ওমোরা, ডেল্টা, জেএমআই ইত্যাদি। এগুলোর মধ্যে বসুন্ধরা এলপিজি গ্যাসের দাম সবচেয়ে বেশি। বসুন্ধরার প্রতি ১২ কেজি এলপিজি গ্যাস বিক্রি হচ্ছে ১৪০০ থেকে ১৪২০ টাকা পর্যন্ত। এছাড়া অন্যান্য সিলিন্ডার গ্যাস গুলি ১৩৯০ টাকা থেকে ১৪০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।
বিভিন্ন বাজার করে কিছু বিক্রেতার সাথে কথা বলে জানা যায় চাহিদা অনুযায়ী ছিলেন সিলিন্ডার মূল্য নির্ধারিত হয়। যে সিলিন্ডার গ্যাসের চাহিদা বেশি তার দামও বেশি। সরকারি দামে কেন এলপিজি জিজ্ঞেস বিক্রি হচ্ছে না এ ব্যাপারে জানতে চাইলে দোকানদার বলেন, এলপিজি গ্যাসের বাড়তি দামটা ডিলার পয়েন্ট থেকে নির্ধারিত হয়। এখানে পাইকারি পর্যায়ে যদি দাম বেশি না হয় তাহলে স্বল্পমূল্যে সেটি কেনার সুযোগ আমাদের নেই। ফলে বাড়তি দামেই আমাদের সেটি বিক্রি করতে হয়।
প্রতিদিনের রান্নার কাজের অপরিহার্য এই পণ্যটি ন্যায্য কিনতে না পারায় গ্রাহকদের মধ্যে বেশ অসন্তোষ দেখা দিচ্ছে। অনেকেই সরকারি বাজার নিয়ন্ত্রণের পদক্ষেপ সম্পর্কে প্রশ্ন করছে।
ধানমন্ডি এলাকার কয়েকজন বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায় তারা প্রতিদিনই খবরে এলপিজি গ্যাসের দাম সমন্বয়ের প্রতিবেদন দেখছে। কিন্তু খবরে দেখা দামে তারা কোনদিনই গ্যাস কিনতে পারছে না। এলপিজি গ্যাসের সাথে পাল্লা দিয়ে বাড়ছে বিদ্যুতের দামও। তাই তারা এ সকল ব্যাপারে সরকারের পদক্ষেপ কামনা করছে। যাতে তারা সরকার নির্ধারিত ন্যায্য মূল্যে এলপিজি গ্যাস ক্রয় করতে পারে।