৩ দিন এবং ১৫ দিনের ইন্টারনেট প্যাকেজ পুনরায় চালু হচ্ছে
- আপডেট সময় : ১০:০৪:১৯ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪ ৩৪ বার পড়া হয়েছে
দেশীয় মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের সুবিধার জন্য ডাটা প্যাকেজ কমানোর সিদ্ধান্ত নিয়েছিলেন তৎকালীন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। তার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে গত বছরের অক্টোবর মাসে বিষয়টি কার্যকর করে বাংলাদেশ টেলিযোগাযোগ ও নিয়ন্ত্রণ কমিশন বা বিটিআরসি।
সেই সময়ে ৯৫ টি ইন্টারনেট ডাটা প্যাকেজের পরিবর্তে ৪০টি প্যাকেজ করা হয়। কিন্তু এতে করে সুবিধার চেয়ে বরং অসুবিধা দেখা দেয় বেশি। প্যাকেজ সংখ্যা কম এবং খুব বেশি সুবিধাজনক না হওয়ার কারণে কমতে থাকে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী। সেই সাথে ইন্টারনেট ব্যবহারে যে আয় হতো সেখানে ধ্বস নামে মোবাইল অপারেটর গুলোর। কারণ গ্রাহকদের মাঝে সবচাইতে বেশি জনপ্রিয় ছিল ৩ দিনের প্যাকেজ। এতে মোবাইল অপারেটর গুলোর ইনকামে ভাটা পড়ে যায়।
তারপরে বিটিআরসির কাছে মোবাইল অপারেটর ৩ এবং ১৫ দিনের প্যাকেজ গুলো চালুর আবেদন জানায়। সেই সাথে গ্রাহকরা স্বল্প মেয়াদী ইন্টারনেট প্যাকেজ গুলো বন্ধ করে দেওয়ায় বেশ অসন্তোষ প্রকাশ করে। গ্রাহক পর্যায়ে এ নিয়ে জরিপ চালায় বিটিআরসি কর্তৃপক্ষ। উক্ত জরিপে দেখা যায় প্রায় ৭০ শতাংশ ইন্টারনেট ব্যবহারকারী ৩ দিনের ডাটা প্যাকেজ ব্যবহার করেন। এমনকি তারা ৩ দিন এবং ১৫ দিনের এই প্যাকেজ চালুর দাবি জানান।
৩ দিন এবং ১৫ দিনের ইন্টারনেট প্যাকেজ পুনরায় চালু হচ্ছে
সম্প্রতি বাংলাদেশ টেলিযোগাযোগ ও নিয়ন্ত্রণ কমিশনের একটি বৈঠকে এই তথ্য তুলে ধরা হয়। সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রীর জুনায়েদ আহমেদ পলক। গ্রাহকের এই চাহিদার উপরে ভিত্তি করে বিটিআরসি ৩ দিন এবং ১৫ দিনের প্যাকেজ পুনরায় চালু করার লক্ষ্যে কাজ করছে।
এ ব্যাপারে মাননীয় মন্ত্রী সাংবাদিকদের কে বলেন, গণশুনানীতে নিতে আমরা দেখেছি গ্রাহকদের কাছে ছোট প্যাকেজ গুলোর জন্য জনপ্রিয়তা সবচাইতে বেশি। এ ব্যাপারে প্রধানমন্ত্রী আইসিটির উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় দিকনির্দেশনা দিয়েছেন।
তিনি জানিয়েছেন এ ব্যাপারে বিটিআরসি পদক্ষেপ নেবে। বিভিন্ন মোবাইল অপারেটর গুলোকে এ ব্যাপারে চিঠি ইস্যু করা হবে। আশা করি খুব শীঘ্রই গ্রাহকরা ছোট প্যাকেজ গুলো আবারো কিনতে পারবেন।
এ ব্যাপারে রবি আজিয়াপা লিমিটেড এর চিফ কর্পোরেট এন্ড রেগুলেটরি অফিসার শাহেদ আলম সাংবাদিকদের কে জানান, ইন্টারনেট গ্রাহকের চাহিদা অনুযায়ী সেবার সুযোগ করে দিলে সেটি সবার জন্যই ভালো। সেক্ষেত্রে যে শুধু ৩ দিন এবং ১৫ দিনেরই প্যাকেজ করতে হবে ব্যাপারটি তা নয়। গ্রাহকদের চাহিদা অনুযায়ী আমরা যেকোনো ধরনের প্যাকেজের সুযোগ করে দেওয়া যেতে পারে।
ছোট ছোট ইন্টারনেট প্যাকেজগুলো বন্ধ হওয়া যায় মোবাইল অপারেটো গুলো বেশ গ্রাহক হারিয়েছেন।