আরেক বনখেকো মোশাররফ এর নামে কোটি কোটি টাকার সম্পত্তি
- আপডেট সময় : ০৫:০৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪ ৬৬ বার পড়া হয়েছে
বন খেকো মোশাররফ নিজের দুর্নীতিকে আড়াল করতে অবলম্বন করেছেন নানা রকম কৌশল। দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ সম্পদের বেশির ভাগই করেছেন নিজের স্ত্রীর নামে। সেই সাথে নিজের স্ত্রীকে দিয়েছেন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের দায়িত্ব। তিনি হচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া বনখেকো মোশাররফ নামে সাবেক বন সংরক্ষণ মোশাররফ হোসেন।
দুর্নীতির অভিযোগে বাংলাদেশ বন ও পরিবেশ মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করে তাকে বাধ্যতামূলক রিটারমেন্টে পাঠানো হয়েছে। রিটায়ারমেন্টে যাওয়ার পর তিনি মেঘনা বিল্ডার্স গঠন করে আবাসন প্রকল্প ব্যবসায় নামেন। বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন তার স্ত্রীর নামে থাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ গুলি ইতিমধ্য অনুসন্ধান করা শুরু করে দিয়েছে। তাদের নামে ইতিমধ্য ১১২ কোটি টাকার সম্পদের তথ্য পাওয়া গিয়েছে।
অর্জিত অবৈধ সম্পদ গুলোর মধ্যে রয়েছে ফ্ল্যাট, জমি, বিভিন্ন স্থাপনা, ব্যাংকে রাখা নগদ টাকা সহ নানা ধরনের সম্পদ। নিজের এই অর্জিত অবৈধ সম্পত্তির উৎস গুলো গোপন করতে এবং নিজেকে আড়াল করতে বেশিরভাগ সম্পদ তার স্ত্রী পারভীন সুলতানার নামে করেছেন। সেই সাথে কালো টাকা কে সাদা করার উদ্দেশ্যে চালু করেন মেঘনা’স ফিটনেস সেন্টার যেটি তার স্ত্রীর নামে। সেই সাথে অবৈধ অর্থ আড়াল করতে তিনি আবাসন ব্যবসায় নামেন।
আরেক বন খেকো মোশাররফ এর নামে কোটি কোটি টাকার সম্পত্তি
এর আগে দুর্নীতি দমন কমিশন বন সংরক্ষণ ওসমান গণির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা করেছিল। সেই সাথে বনের রাজা খ্যাতি পাওয়া ওই ব্যক্তির নামে আদালত চার্জশীট জারি করেছে। তিনি বর্তমানে জেল হাজতে আছেন। নির্ভরযোগ্য সূত্রে জানা গিয়েছে ওসমান গনির পথ ধরে বনখেকো মোশাররফ হোসেন ক্ষমতার অপব্যবহার করে কামিয়েছেন বিপুল পরিমাণ অবৈধ অর্থ।
তার অবৈধ সম্পদের মধ্যেও শুধুমাত্র তার স্ত্রী নামে রয়েছে ধানমন্ডি ১১ নম্বর রোডে ৪ কোটি টাকা মূল্যের ফ্ল্যাট, ঢাকার মোহাম্মদপুরে ৫ কোটি টাকা মূল্যের ফ্ল্যাট, এমনকি চট্টগ্রামের কক্সবাজার ইনানি সমুদ্র সৈকতের ১০ কোটি টাকা মূল্যের স্থাপনা সহ দেশের বিভিন্ন জায়গায় নানারকম সম্পত্তি এবং স্থাপনা।
বনখেকো মোশাররফ নামে আছে ঢাকার ধানমন্ডি এলাকায় ৬ কোটি টাকা মূল্যের একটি ফ্ল্যাট। উক্ত ফ্ল্যাটে তিনি তার স্ত্রীকে বসবাস করেন। মোশাররফেে মেয়ে মোহনা আমেরিকাতে থাকেন। সেখানে তার নামে ৫ কোটি টাকা একটি ফ্ল্যাট কেনা হয়েছে।