অর্জুন কাপুরের জন্মদিনে জাননি মালাইকা
- আপডেট সময় : ০৫:৫৫:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪ ২৯ বার পড়া হয়েছে
বলিউডের জনপ্রিয় অভিনেতা অর্জুন কাপুর গত ২৬ শে জুন পা রেখেছেন ৩৯ বছরে। তার জন্মদিন কে ঘিরে পরিবারের সদস্য এবং কাছের বন্ধুদের জন্য একটি পার্টির আয়োজনে করেছিলেন নিজ বাড়িতে।
অর্জুন কাপুরের সেই পার্টিতে উপস্থিত ছিলেন বরুণ ধাওয়ান, জাহ্নবি কাপুর, আদিত্য রায় কাপুর এবং মুহিত কাপুর সহ বলিউডের অনেক বিখ্যাত বিখ্যাত সব নায়ক নায়িকারা। তবে এত সকল তারকাদের ভিড়ে দেখা যায় নি অর্জুনের সাবেক মালাইকা আরোরাকে। এমনকি অর্জুন কাপুরের জন্মদিনে তিনি কোন শুভেচ্ছাও জানান নি।
এতে করে অর্জুন কাপুর এবং মালাইকা আরোরা মাঝে বিচ্ছেদের গুন্জনটি আরো বেশি জোরদার হচ্ছে। বিগত বেশ কিছুদিন ধরেই তাদের মধ্য বিচ্ছেদের খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে বেশ ভাইরাল হয়েছে।
সম্প্রতি পিঙ্ক ভিলার একটি প্রতিবেদনে বলা হয়, সম্মানজনকভাবে সব সম্পর্ক শেষ হয়ে গিয়েছে। সেই সাথে তারা আলাদা হয়ে গিয়েছে।
তবে বেশ কয়েকটি সাক্ষাৎকারে মালাইকা আরোরা অর্জুন কাপুরের সাথে বিচ্ছেদের গুঞ্জন টি উড়িয়ে দিয়েছিলেন।
সম্প্রতি মালাইকা আরোরা তার একটি পোস্টের মাধ্যমে লিখেছেন, আমি এমন সকল মানুষদের পছন্দ করি যাদেরকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। মালাইকার এরকম পোস্ট এর কারণ কি? এটা কি অর্জুন কাপুরের সম্পর্কের বিষয়ে ইঙ্গিত দিচ্ছে।
অর্জুন কাপুরের জন্মদিনে জাননি মালাইকা
অর্জুন কাপুর এবং মালাইকা আরোরা সম্পর্কের বয়স প্রায় ৬ বছর। এর আগে ২০১৮ সালে মালাইকার ৪৫ তম জন্মদিনে নিজেদের ভালোবাসার কথা জানিয়েছিলেন তারা। আরবাজ খানের বিচ্ছেদের পর মালাইকা অরোরার সাথে অর্জুন কাপুরের সম্পর্ক এগিয়ে যায়। অর্জুন কাপুর মালাইকা আরোরার চাইতে বয়সে ১২ বছরের ছোট।
বিগত কয়েক বছর ধরে তাদের প্রেমের সম্পর্ক ঠিক ঠাক থাকলেও সম্প্রতি এতে ফাটল দেখা দিয়েছে। এছাড়া অর্জুন কাপুরের পরিবার হতে মালাইকা আরোরা কে বৌমা হিসেবে মেনে নিতে রাজিও নয় বলেও বিভিন্ন রকম গুঞ্জন শোনা যাচ্ছে।
এত সকল ঘটনার পর অর্জুন কাপুরের জন্মদিনে মালাইকা আরোরার অনুপস্থিতি যেন সেই বিচ্ছেদকেই ইঙ্গিত দেয়। যেহেতু অর্জুন কাপুরকে তিনি কোন শুভেচ্ছা বার্তা জানাননি তাই ভক্তদের মনে প্রশ্ন উঠেছে তাদের মধ্যে হয়তোবা সম্পর্ক আর বেঁচে নেই।
এদিকে আরবাজ খানের সাথে বিচ্ছেদ হলেও ছেলে আরহান খানকে বড় করেছেন মালাইকা। একমাত্র ছেলের জন্যই তার সাবেক স্বামীর সাথে কিছুটা সম্পর্ক রয়েছে। সম্প্রতি সাংবাদিকদের কে দেওয়া এক সাক্ষাৎকারে নিজেই এই কথা স্বীকার করেছেন।
আরবাজ খানের সাথে বিচ্ছেদের পর মালাইকা বুঝতে পারছিলেন না কিভাবে নিজের ছেলের কে গড়ে তুলবেন। তার জন্য আস্তে আস্তে আরবাজ খানের সাথে একটা বোঝাপড়া তৈরি হয়।