এসির বিদ্যুৎ খরচ কমানোর যত উপায়
- আপডেট সময় : ১২:১০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪ ৩৫ বার পড়া হয়েছে
তীব্র গরমে মানুষ এখন এসির প্রতি ঝুকছে বেশি। তবে তুলনামূলকভাবে ফ্যানের চেয়ে এসির বিদ্যুৎ খরচ অনেক বেশি। তবে নিয়ম কানুন মেনে চললে এসির বিদ্যুৎ খরচ কমানো যায়।
চলুন জেনে নেই এসির বিদ্যুৎ খরচ কমানোর যত উপায়
সঠিক জায়গায় এসি সেট করুন
সরাসরি সূর্যের তাপ পরে এমন জায়গায় এসি লাগালে সূর্যের আলোয় সেটি গরম হয়ে যেতে পারে। এতে করে এসির কার্যকারিতা নষ্ট হয়ে যায় এবং রুম ঠান্ডা হতে অনেক বেশি সময় লাগে। সেই সাথে বৃদ্ধি পায় এসির বিদ্যুৎ খরচ।
এসির ফিল্টার পরিষ্কার করা
নিয়মিত এসির ফিল্টার পরিষ্কার করুন। প্রয়োজনে এর ভেতরের কিছু যন্ত্রাংশ নিয়মিত পরিবর্তন করুন। ঢাকা শহরে এসি পরিষ্কার করার জন্য অনেক এজেন্সি রয়েছে।
এসির ফাংশন
বর্তমানে সকলে এসি গুলোতে স্মার্ট সিস্টেম থাকে। পাশাপাশি এতে বিভিন্ন ধরনের মোড় থাকে। ফলে এই সকল এসি ব্যবহারে ২০% থেকে ৩০% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হয়। তাই এসির মোড গুলো ভালোভাবে বুঝে চালালে বিদ্যুৎ বিল অনেক কম আসবে।
এসি বন্ধ করতে ভুলে যাওয়া
ব্যবহার শেষে অন্যান্য যন্ত্রাংশের মতো এসিও বন্ধ করে রাখতে হবে। আমরা অনেক সময় তাড়াহুড়া করে বাইরে যেতে গিয়ে এসি বন্ধ করতে ভুলে যাই। অবশ্য এখনকার স্মার্ট এসি গুলোতে টাইমিং সিস্টেম রয়েছে। টাইম সেট করে দিলে সেই নির্দিষ্ট সময় অনুযায়ী অটোমেটিক এসি বন্ধ হয়ে যায়। এসি ব্যবহারে বিদ্যুৎ খরচ কমানোর অন্যতম উপায়। তাই এতে কেনার সময় এই ধরনের ফাংশন আছে কিনা দেখে কিনুন।
এসির বিদ্যুৎ খরচ কমানোর যত উপায়
ঘন ঘন এসি অন অফ করা
অনেক সময় আমরা আবার এক রুম থেকে অন্য রুমে যাওয়ার সময় এসি বন্ধ করে আবার কিছুক্ষণ পরে এসে এসি চালু করি। এতে করে এসের সবচাইতে বেশি বিদ্যুৎ খরচ করে। তাই ঘন ঘন এসি অন অফ করবেন না।
ফার্নিচার সেট করা
ঘরের ফার্নিচার এমন ভাবে সেট করুন যাতে এর মধ্য দিয়ে সুন্দরভাবে বাতাস চলাচল করতে পারে। আপনার রুম যদি এমনিতেই সব সময় গরম থাকে তাহলে এসিও অনেক বেশি বিদ্যুৎ টানবে রুমকে ঠান্ডা রাখার জন্য।
কিছু কাজ সন্ধার পরে করুন
তীব্র গরম এবং রোদে সারাদিন আমাদের রুম অনেক গরম থাকে। তাই এমন কিছু কাজ আছে যেগুলো সন্ধ্যার পরে করলে রুমের তাপমাত্রা কম থাকবে। যেমন ওভেন, ইস্ত্রী, চুলা ইত্যাদি। দিনের বেলা যেহেতু রোদ থাকে তখন এই জিনিসগুলো ব্যবহার না করাই ভালো। সন্ধ্যার পরে তাপমাত্রা কিছুটা কম থাকলে এগুলো ব্যবহার করতে পারেন। এর ফলে এসি ব্যবহারে বিদ্যুৎ খরচ কমবে।
ভেন্টিলেশন সিস্টেম
যে ঘরে এসি থাকে সেই ঘরের দরজা, জানালা সবকিছু সাধারণত বন্ধ করে রাখতে হয়। তাই বলে একেবারেই সব ভেন্টিলেটর বন্ধ করে দেওয়া যাবে না। এতে করে রুম থেকে গরম বাতাস বের হতে পারেনা। যার কারণে এসি এর উপর চাপ পড়ে বেশি এবং বিদ্যুৎ খরচ বেশি হয়।
বারবার তাপমাত্রা পরিবর্তন
এসি ব্যবহারে বিদ্যুৎ খরচ কমানোর উপায় গুলোর মধ্যে অন্যতম হচ্ছে বারবার তাপমাত্রা পরিবর্তন। এতে করে এসির উপরে প্রভাব পড়ে। এবং বিদ্যুৎ বেশি খরচ করে। তাই এ তাপমাত্রা সব সময় একটি নির্দিষ্ট ভাবে সেট করুন। পূর্ণবয়স্ক সুস্থ মানুষের জন্য বাসার ভেতরে ৬৮ থেকে ৭৮ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা বেশি উপযোগী।
অন্যান্য ইলেকট্রনিকস যন্ত্রপাতি
সকল ধরনের বৈদ্যুতিক যন্ত্রপাতি কিছুটা তাপ নির্গত করে। তাই এসের রুমে ল্যাপটপ, টিভি, হেয়ার ড্রায়ার, স্ট্রেইটনার ইত্যাদি যন্ত্রনাংশ না রাখাই ভালো। এভাবে বুঝে শুনে এসি ব্যবহারে বিদ্যুৎ খরচ কমে আসে।
লাইটের ব্যবহার
এসি ব্যবহারে বিদ্যুৎ খরচ কমানোর উপায় গুলোর মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লাইটের ব্যবহার। সাধারণ বাল্ব গুলো অতিরিক্ত বিদ্যুৎ খরচ করে। তাই এর জন্য বিদ্যুৎ সাশ্রয়ী এলইডি বাল্ব ব্যবহার করুন।
এসি ব্যবহারের বিদ্যুৎ খরচ কমানোর উপায় গুলি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। সেই সাথে নিয়মিত এসি পরিষ্কার এবং মেইনটেনেন্স করবেন। তা না হলে যে কোন সময় অনাকাঙ্খিত দুর্ঘটনা ঘটে যেতে পারে।