মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ পাওয়া প্রাথমিক শিক্ষকদের তালিকা হচ্ছে
- আপডেট সময় : ০৪:৩১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪ ৪৪ বার পড়া হয়েছে
দেশের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ পেয়ে কর্মরত প্রাথমিক শিক্ষকদের তালিকা হচ্ছে। এই উদ্যোগটি নিয়েছে বাংলাদেশের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যুগ্ম সচিব মোঃ লুৎফুর রহমান গত রবিবার একটি জরুরী চিঠিতে এই তথ্য জানাতে নির্দেশনা দিয়েছেন। দেশের সব কয়েকটি জেলায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে ইতিমধ্য চিঠিটি পাঠানো হয়েছে।
উক্ত চিঠি অনুযায়ী বলা হয়েছে, দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষক পদে মুক্তিযোদ্ধা কোটায় নির্বাচিত হয়ে কত জন শিক্ষক কর্মরত আছেন সেই বিষয়ে একটি পূর্ণাঙ্গ তথ্য পাঠাতে হবে। এই তথ্যটি আগামী ২৮ আগস্ট দুপুর ১২ টার মধ্যে নিয়োগ শাখার ইমেলের মাধ্যমে পাঠাতে হবে।
মুক্তিযোদ্ধা কোঠায় নিযুক্ত প্রাথমিক শিক্ষকদের তথ্য ইমেইল করা ঠিকানাটি হচ্ছে ad.recruitdpe@yahoo.com
এই ইমেইল এড্রেসে এক্সেল ফরমেটে সফট কপি এবং পিডিএফ কপিও পাঠানো নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে বিভিন্ন সরকারি চাকরিতে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীতে যে সকল কর্মকর্তা-কর্মচারী মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ পেয়েছেন তাদের তথ্য জানতে চাওয়া হয়েছিল। গত ১৫ ই আগস্ট মন্ত্রণালয় এবং বিভাগ গুলোর বিভিন্ন সচিবদের কাছে এই তথ্য হচ্ছে চিঠি পাঠায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ পাওয়া প্রাথমিক শিক্ষকদের তালিকা হচ্ছে
উল্লেখ্য, বিভিন্ন মাধ্যমে অভিযোগ রয়েছে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অনেকেই ভুয়া মুক্তিযুদ্ধ সনদ ব্যবহার করে সরকারি চাকরিতে যোগদান করেছেন। বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকার বিষয়টি খতিয়ে দেখার জন্য পদক্ষেপ নিয়েছেন।
সরকারি প্রাথমিক শিক্ষকদের তালিকার ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম সাংবাদিকদের কে জানিয়েছেন, যারা ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট কিংবা ক্ষমতা দেখিয়ে কোটা সুবিধা নিয়ে চাকরিতে যোগদান করেছেন তাদেরকে চাকরি থেকে বের করা হবে এবং চাকরি বাতিল করা হবে। সেই সাথে সকল ভূয়া মুক্তিযোদ্ধাদের তালিকা ও করবে সরকার।
উল্লেখ্য, সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা সন্তানদের সন্তান, নাতিদের বিশেষ সুবিধা দেওয়া হয়ে আসছিল। যার করে প্রেক্ষিতে বাংলাদেশের ঘটে যায় বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলন। আন্দোলনকে ঘিরে বিগত আওয়ামী লীগ সরকারের আমলেই কোটা সংস্কার করা হয়।
কিন্তু এই মুক্তিযোদ্ধা কোটার সুবিধা নিয়ে অনেক অসাধু এবং প্রতারক জাল সার্টিফিকেট তৈরি করে অবৈধ টাকার মাধ্যমে সরকারি চাকরিতে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। বিগত বেশ কিছুদিন ধরে এরকমটি অভিযোগ চলে আসছিল।
দেশের রাজনৈতিক পটভূমির পর অন্তবর্তীকালীন সরকারের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা কোটা নিয়োগ প্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের তালিকা চাওয়া হয়েছে।
ভিভো কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি, বিস্তারিত জানতে এখানে প্রবেশ করুন।