প্রত্যয় পেনশন স্কিম নিয়ে আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা
- আপডেট সময় : ০৭:৩৫:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪ ৩২ বার পড়া হয়েছে
আজ ১ জুলাই ২০২৪ তারিখ হতে চালু হচ্ছে প্রত্যয় পেনশন স্কিম। এই পেনশন স্কিম যাতে চালু না হয় এজন্য আন্দোলন করছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। আজ থেকে ইতিমধ্য আন্দোলন এবং কর্মবিরতে নেমেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এদিকে প্রত্যয় পেনশন স্কিম চালু করতে বেশ শক্ত অবস্থানে আছেন জাতীয় পেনশন কর্তৃপক্ষ।
নতুন নিয়ম অনুযায়ী আজ ১ জুলাই থেকে সরকারি, আধা সরকারী কিংবা সায়ত্ব শাসিত প্রতিষ্ঠানে যারা যোগদান করবেন তাদেরকে বাধ্যতামূলকভাবে প্রত্যয় পেনশন কর্মসূচিতে যোগ দিতে হবে। এ সকল কর্মকর্তারা চাকরি শেষে পেনশনে গেলে বর্তমান নিয়ম অনুযায়ী পেনশন সুবিধা পাবেন না।
তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা প্রত্যয় পেনশন স্কিমকে অন্তর্ভুক্তি না করার দাবি জানিয়েছেন। সেই সাথে দাবি না মানলে আজ ১ জুলাই থেকে তারা কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন।
বাংলাদেশ পেনশন কর্তৃপক্ষের সদস্য মোহাম্মদ গোলাম মোস্তফা সাংবাদিকদের কে বলেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ১ জুলাই ২০২৪ সোমবার থেকে প্রত্যয় পেনশন স্কিম চালু হবে।
বাংলাদেশ অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ হতে গত মার্চ মাসে প্রত্যয় স্কিম চালুর ব্যাপারে প্রজ্ঞাপন জারি করা হয়। এরপর থেকেই বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এটির বিরোধিতা করে আসছে। সেই সাথে প্রত্যয় মেনশন স্কিম চালুর জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে কর্তৃপক্ষ।
এই পেনশন স্কিম সরকারি এবং আধা সরকারি প্রতিষ্ঠান ছাড়াও সমজাতীয় এবং তাদের অঙ্গ প্রতিষ্ঠানে চাকরিরত লোকজনের ক্ষেত্রে প্রযোজ্য।
প্রত্যয় পেনশন স্কিম নিয়ে আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা
জাতীয় পেনশন কর্তৃপক্ষ কর্তৃক জানা গিয়েছে, চলমান পেনশন স্কীমগুলোতে এখন পর্যন্ত ৩ লক্ষ ৩২ হাজার ৭৭৩ জন গ্রাহক অন্তর্ভুক্তি হয়েছে। যার বিপরীতে ইতিমধ্যে জমা হয়েছে ৯৩ কোটি টাকা।
প্রত্যয় স্কিম ছাড়াও আরো ৪ টি সর্বজনীন পেনশন স্কিম চালু করা হচ্ছে। এগুলো হচ্ছে প্রগতি, সুরক্ষা, প্রবাস ও সমতা।
এই কর্মসূচির ফলে বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ, বেসরকারি, সরকারি চাকরিজীবী থেকে শুরু করে প্রবাসী, কামার, জেলে সবাই পেনশনের অন্তর্ভুক্তি হতে পারবেন।
এছাড়াও প্রত্যয় সহ সর্বজনীন সকল পেনশন স্কিমের টাকা পরিশোধ করতে হবে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে। যাতে বাড়তি কোন ঝামেলা নেই।
পেনশন স্কিমের নতুন নিয়মে শুধুমাত্র অল্পবয়সী তরুণরাই অন্তর্ভুক্ত হতে পারবেন এমন নয়। চাইলে যে কোন বয়সী যেকোনো পেশার মানুষ এর অংশ হতে পারবেন।
আগে শুধুমাত্র সরকারি চাকরিজীবীরা পেনশন সুবিধা পেত। নতুন এই পেনশন সিস্টেম চালু করার কারণে সকল ধরনের মানুষ সরকার কর্তৃক পেনশন সুবিধা ভোগ করতে পারবে।
যেহেতু সরকারি চাকরিজীবীরা আগে থেকেই এক ধরনের পেনশন সুবিধা পেত তাই নতুন পেনশন স্কিম প্রত্যয় এর ব্যাপারে তাদের আপত্তি আছে। সেই সাথে আন্দোলন করছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।