কাজে ফাঁকি দিয়ে বেতন নেওয়া কি জায়েজ?
- আপডেট সময় : ১০:১৮:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪ ৩৪ বার পড়া হয়েছে
দায়িত্ববান মানুষের উপরে মানুষ সবচাইতে বেশি ভরসা করেন। অসচেতন কিংবা ফাঁকিবাজ লোকদের কেউ পছন্দ করেনা। তারা সব জায়গায় নিন্দিত হয়। হালাল উপার্জনের জন্য সঠিকভাবে দায়িত্ব পালন বাঞ্ছনীয়। সেই সাথে ইবাদত কবুলের অন্যতম পূর্ব শর্ত হচ্ছে হালাল উপার্জন। কিন্তু অনেকেই এই বিষয়টি না জেনে নিজ কাজে ফাঁকি দিচ্ছেন। তবে এরা কি হালাল উপার্জন থেকে নিজেকে বঞ্চিত করছেন?
আমাদের প্রিয় নবী রাসুল (সা.) বলেছেন, তোমরা হালাল উপার্জন কর, অন্যান্য ফরজ আদায়ের পর এটি আরেকটি ফরজ। (তাবরানী, বায়হাকী)
কর্মক্ষেত্রে আমাদের রয়েছে অনেক দায়িত্ব। আমরা অনেক সময় এসকল দায়িত্ব পালনে অবহেলা করি। ইচ্ছে করেই কাজে ফাঁকি দেই।
দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিতে প্রিয় নবী রাসুল (সা.) বলেন, জেনে রেখো! তোমাদের মধ্য প্রত্যেকেই দায়িত্বশীলদের একজন: সেই সাথে তোমরা প্রত্যেকেই তোমাদের নিজ অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসিত হবে। যিনি সমাজের ইমাম তিনি জনগণের দায়িত্বশীল: তিনি তার অধীনস্থদের দ্বারা জিজ্ঞাসিত হবেন। পুরুষ তার পরিবারের জন্য দায়িত্বশীল, তাকে তার অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। অতএব জেনে রেখো তোমরা প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব দিন বিষয় সম্পর্কে জিজ্ঞাসিত হবে। (বুখারী: ৬৬৫৩)
কাজে ফাঁকি দিয়ে বেতন নেওয়া কি জায়েজ?
রিজিকের ব্যাপারে মহান আল্লাহতালা পবিত্র কুরআনে ইরশাদ করেন, নামাজ শেষ হলে তোমরা জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো। মহান আল্লাহ তায়ালার দেওয়া উত্তম রিজিক কোন সন্ধান করো। আল্লাহকে স্মরণ করো। অবশ্যই তোমরা সফলকাম হবে। (সূরা জুমা, আয়াত: ১০)
আমাদের প্রিয় নবী বলেন, নিজ হাতে উৎপাদিত খাদ্য সবচাইতে উত্তম খাদ্য। তাই বিভিন্ন ফরজ ইবাদত পালন করলে যেরকম সওয়াব পাওয়া যাবে ঠিক তেমনি হালাল উপার্জনে একই রকম ফরজের সওয়াব পাওয়া যাবে।
কর্মস্থলের দায়িত্ব কিংবা কাজ একটি আমানত সরুপ। এই কাজ অবশ্যই যথাযথভাবে পালন করা উচিত। কর্মক্ষেত্রে কেউ যদি কাজের ফাঁকি দেয় কিংবা দায়িত্বে অবহেলা করে তাহলে আমানতের খেয়ানত হবে। এতে করে রিজিকের পবিত্রতা নষ্ট হয়ে যায়।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা যখন কাউকে বিশ্বাস করে তার উপর দায়িত্ব প্রদান করি, সে যদি সে দায়িত্ব হতে একটুকু সুতা বা তার চেয়েও কোন ক্ষুদ্র জিনিসের খেয়ানত করে, তবে কিয়ামতের দিন সেই খেয়ানত বোঝা মাথায় নিয়ে সে উঠবে। (মেশকাত)
এসকল কোরআন হাদিস থেকে বোঝা যায় কাজে ফাঁকি দেওয়া কিংবা কর্মক্ষেত্রের দায়িত্বের অবহেলা করলে সেটির জবাব হাশরের মাঠের দিতে হবে।