নকল দাঁত লাগানোর খরচ এবং পদ্ধতি
- আপডেট সময় : ০৮:০৫:১১ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪ ৬২ বার পড়া হয়েছে
দাঁত হারালে কেবল দাঁতের মর্যাদা বোঝা যায়। তাইতো সেটি হারানোর পর আমরা নকল দাঁত লাগানোর খরচ এবং পদ্ধতির সম্পর্কে অনুসন্ধান করতে থাকি।
সৌন্দর্য বৃদ্ধিতে দাঁতের যেমন ভূমিকা রয়েছে তেমনি স্বাস্থ্যগত দিক থেকেও এর গুরুত্ব একেবারে কম নয়। দাঁতের সমস্যার কারণে আমাদের খেতে অসুবিধা হয় তাছাড়া নানা রকম মুখের ব্যথা দেখা দেয়। অনেক সময় খাবারের স্বাদ অনুভব করা থেকে শুরু করে কথা বলতেও সমস্যা হয় দাঁতের সমস্যার কারণে।
নকল দাঁত লাগানোর খরচ এবং পদ্ধতি
কোন কারনে যদি আপনার দাঁত পড়ে যায় কিংবা নষ্ট হয়ে যায় তাহলে অবশ্যই একটি নতুন দাঁত লাগানো প্রয়োজন। কারণ দাঁতের জায়গার অংশটি ফাঁকা রাখলেও পাশে অন্যান্য দাত গুলো নষ্ট হয়ে যেতে পারে। আসল দাঁত হারিয়ে গেলে বেশ কয়েকটি পদ্ধতিতে নতুন দাঁত লাগানো হয়ে থাকে।
ডেনচার পদ্ধতি
এটি বেশ জনপ্রিয় পদ্ধতি। এই পদ্ধতিতে দাঁতের জায়গার নির্দিষ্ট পরিমাপ নিয়ে একটি পাথরের দাঁত তৈরি করে দেয়া হয়। প্রতিদিন রাতে ঘুমানোর আগে রাত্রে খুলে পানিতে ভিজে রাখতে হয় এবং পরবর্তী সময়ে ব্যবহার করতে হয়। বারবার খোলা এবং ঝামেলার কারণে এটি খুব একটা আরামদায়ক নয়।
ব্রিজ পদ্ধতি
নকল দাঁত লাগানোর এই পদ্ধতিতে দুই পাশের দাঁত দুটিকে কাজে লাগিয়ে মাঝখানে একটি ব্রিজ তৈরি করা হয়। তারপর দুই দাঁতের মাঝখানের সেই ব্রিজটিতে নকল দাঁত প্রতিস্থাপন করা হয়। অনেকেই মনে করে থাকেন এই পদ্ধতিতে দাঁত প্রতিস্থাপন করলে পাশের ভাল দাত গুলি নষ্ট হয়ে যায়। কিন্তু এটি ভুল ধারণা। এই পদ্ধতিতে নকল দাঁত লাগালে সেটি সবচাইতে বেশি টেকসই হয়।
নকল দাঁত লাগানোর খরচ এবং পদ্ধতি
ইমপ্ল্যান্ট
নকল দাঁত লাগানোর পদ্ধতি গুলোর মধ্যে এটি সবচাইতে বেশি জনপ্রিয়। এই পদ্ধতিতে অনেকটা দেয়ালে স্ক্রু লাগানোর মতো করে নতুন দাঁত লাগিয়ে দেয়া হয়। যেটি সরাসরি চোয়ালের হাড়ের সাথে সংযুক্ত থাকে। এই পদ্ধতিতে নতুন দাঁত পুরোপুরি আসল দাঁতের মতো হয়।
নকল দাঁত লাগানোর খরচ
সমস্যার ধরন এবং দাঁত লাগানোর পদ্ধতির উপরে নির্ভর করে নকল দাঁত লাগানোর খরচ বিভিন্ন রকম হয়ে থাকে।
যেই দাঁতটি দিয়ে প্রতিস্থাপন করা হবে সেটির কোয়ালিটি এবং মানের উপরেও দাম অনেকটা নির্ভর করে। নকল দাঁতগুলি সাধারণত টাইটেনিয়াম দিয়ে তৈরি হয় যেগুলো আমাদের দেশে সচরাচর পাওয়া যায় না। ইউরোপ আমেরিকা থেকে এই ধাতব দাঁত গুলি বাংলাদেশে আনা হয়। এদের কোয়ালিটিও বেশ ভালো। স্থায়ীভাবে একটি নকল দাঁত লাগানোর খরচ করতে পারে সব মিলিয়ে ৪০ থেকে ৬০ হাজার টাকার মত। কারণ সার্জারি করে নকল দাঁত লাগাতে হয়।
আশা করি নকল দাঁত লাগানোর খরচ এবং পদ্ধতির সম্পর্কে আপনাদের ধারণা হয়েছে। তবে দাঁত সংক্রান্ত যে কোন চিকিৎসা সেবা গ্রহণ করার আগে অবশ্যই যাচাই-বাছাই করে নিবেন এবং অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন।
খাঁটি সোনা চেনার উপায় জানতে এখানে প্রবেশ করুন।