সচল হয়েছে সাবমেরিন ক্যাবল মিলবে দ্রুত গতির ইন্টারনেট সেবা

- আপডেট সময় : ০৫:১৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪ ৫৮ বার পড়া হয়েছে
বেশ কিছুদিন আগে সিঙ্গাপুর হতে পশ্চিম প্রান্তে ইন্দোনেশিয়ার সমুদ্রসীমায় বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলো বাংলাদেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবলটি। উক্ত সাবমেরিন ক্যাবলটি সম্প্রতি পুনরায় সংযুক্ত করা হয়েছে। সেই সাথে সার্কিটগুলোও চালু করা হয়েছে।
সাংবাদিকদেরকে এই তথ্য আজ ২৮ জুন শুক্রবার নিশ্চিত করেন সাবমেরিন ক্যাবলস পিএলসির মহাব্যবস্থাপক সাইদুর রহমান।
এব্যাপারে সাইদুর রহমান জানান, এর আগে এপ্রিল মাসের ২৯ তারিখে রাত ১২ টার দিকে বিএসসিপিএলসির অধীনের দেশের দ্বিতীয় সাবমেরিন কেবলটি আকস্মিকভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। এতে সারাদেশে কিছুটা ইন্টারনেট সংযোগের বিঘ্নতা দেখা যায়।
গত ২৮ জুন শুক্রবার সকাল ১০:৩০ এর দিকে উক্ত সাবমেরিন ক্যাবলটি সুষ্ঠুভাবে মেরামত করা হয়। সেই সাথে উক্ত এমএসডব্লিউ ৫ এর মাধ্যমে যে সকল সংযোগ আছে সেগুলো পুনরায় সঠিক গতিতে চালু করা হয়েছে।
বাংলাদেশের কক্সবাজারে অবস্থিত দেশের ফার্স্ট ক্লাস সাবমেরিন ক্যাবল, সেই সাথে কুয়াকাটায় অবস্থিত আছে বেশ কয়েকটি ইন্টারন্যাশনাল টেরিস্ট্রিয়াল কেবল। যার মাধ্যমে সারাদেশে বিভিন্ন জায়গায় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা প্রদান করা হয়ে থাকে।
বাংলাদেশে এসএমডব্লিউ ৪ সাবলটি যুক্ত হয় ২০০৫ সালে। যেটি বাংলাদেশের প্রথম সাবমেরিন ক্যাবল। উক্ত সাবমেরিন ক্যাবলটির মাধ্যমে ২৫০ গিগাবাইট পার সেকেন্ড ব্যান্ডউইথ পাওয়া যায়।
সচল হয়েছে সাবমেরিন ক্যাবল মিলবে দ্রুত গতির ইন্টারনেট সেবা
এই সাবমেরিন কেবলটি ছাড়াও বাংলাদেশের ৬ টি বিকল্প সাবমিট ক্যাবল রয়েছে। যেগুলোর মাধ্যমে মূলত ভারত হতে ব্যান্ডউইথ বা ইন্টারনেট সেবা আমদানি করা হয়।
সেই সাথে ২০১৭ সালের ১০ই সেপ্টেম্বর কুয়াকাটায় কলাপাড়ায় চালু হয়েছে দ্বিতীয় সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন।
আমরা সারাদেশে কোটি কোটি গ্রাহক ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা কিংবা ওয়াইফাই ব্যবহার করে থাকে। এ সকল ব্রডব্যান্ড ইন্টারনেট সমুদ্রের তলদেশ দিয়ে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে অন্যদের সাথে সরবরাহ করা হয়।
সচল হয়েছে সাবমেরিন ক্যাবল মিলবে দ্রুত গতির ইন্টারনেট সেবা
তারপর সেই ব্যান্ডউইথ বা ইন্টারনেট বিভিন্ন ইউএসপি সার্ভিস প্রোভাইডাররা গ্রাহকদের ঘরে ঘরে পৌঁছে দিয়ে থাকে। যান্ত্রিক ত্রুটির কারণে এপ্রিল মাসে একটি সাবমেরিন ক্যাবল সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। যার কারণে অনেক গ্রাহক সঠিক গতির ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন ছিলেন।
যার কারণে উক্ত কেবলের মাধ্যমে সেবা নেওয়া গ্রাহক গুলো বেশ ইন্টারনেট সমস্যায় পড়েন। তবে ইন্টারনেট সেবা পুরোপুরি বন্ধ ছিল না। আজ শুক্রবার সেই সাবমিট কেবলটি পুনরায় সংযুক্ত করার মাধ্যমে আবার ইন্টারনেটের গতি পুনরায় ঠিক হয়ে যাবে।