নায়িকা মৌসুমীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩১:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪ ৪৬ বার পড়া হয়েছে

নায়িকা মৌসুমীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চিত্রনায়িকা মৌসুমীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে মহামান্য আদালত। নায়িকা মৌসুমী আইপিডিসি ফাইনান্স লিমিটেড থেকে ঋণ গ্রহণ করেছিলেন। সেই ঋনের একটি কিস্তি পরিশোধের প্রায় ১ লাখ ৬ হাজার ২১১ টাকার একটি ব্যাংক চেক ডিজ অর্নার হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে নায়িকা মৌসুমিকে ২ বার সমন দেওয়া হয়। কিন্তু আদালতে হাজিরার না দেওয়ায় ২৪ জুলাই ঢাকার একটি আদালতে নায়িকা মৌসুমীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

সাংবাদিকদেরকে এ বিষয়টি নিশ্চিত করেছেন আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের আইনজীবী আবু আল নাহিদ। তিনি বিষয়টি নিয়ে জানান, গত বছর অর্থাৎ ২০২৩ সালের ৩ ডিসেম্বর একটি চেক ডিজ অর্নার হওয়ায় আইপিডিসির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এম এম মুশফিকুর রশিদ ঢাকার একটি আদালতে নায়িকা মৌসুমির বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

কিন্তু সমন জারি করার পরেও উক্ত মামলায় হাজির না হওয়ায় নায়িকা মৌসুমীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে মহামান্য আদালত। আগামী ১৬ই অক্টোবর আদালতে গ্রেপ্তার সংক্রান্ত প্রতিবেদনের দিন তারিখ নির্ধারণ করা হয়েছে। তবে গ্রেফতারি পরানো জারি হলেও নায়িকা মৌসুমী বর্তমানে আমেরিকায় অবস্থান করছেন।

নায়িকা মৌসুমীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

নায়িকা মৌসুমীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার ওই মামলায় আরো বলা হয়েছে, ipdc একটি আর্থিক সেবা দানকারী প্রতিষ্ঠান। যেটি সারা বাংলাদেশ জুড়ে টাকা জমা, ঋণ প্রদান করা, বিনিয়োগ করা, মুদ্রা বিনিময় সহ বিভিন্ন ধরনের ফাইনান্সিয়াল লেনদেন করে থাকে। নায়িকা মৌসুমী অর্থাৎ মামলার বিবাদী আরিফা পারভীন জামান মৌসুমিকে ঋণ প্রদান করা হয়। কিন্তু কর্তৃপক্ষের শর্ত অনুযায়ী ঋণ প্রদান না করে তিনি অনিয়মিতভাবে ঋণের কিস্তি প্রদান করতেন।

সেই কিস্তি পরিশোধের লক্ষ্যে ২০২৩ সালের ১৩ সেপ্টেম্বর নায়িকা মৌসুমী বকেয়া ঋনের একটি কিস্তি মেটাতে গিয়ে নিজের একাউন্ট থেকে বাদির একাউন্টে ১ লাখ ৬ হাজার ২১১ টাকা ট্রান্সফার করেন। কিন্তু উক্ত সিটি ব্যাংকের সংরক্ষিত চেকটি নিয়ে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে নিয়ে যাওয়া হলে সেখান থেকে জানানো হয় একাউন্টে যথেষ্ট পরিমাণ টাকা নেই। অর্থাৎ চেকটি ডিজ অর্নার হয়।

এরপর মৌসুমিকে পরের ৩০ দিনের মধ্যে উক্ত চেকের টাকা পরিশোধের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যেও নায়িকা মৌসুমী উক্ত চেকের টাকা প্রদান করতে ব্যর্থ হন। তারপর আদালত থেকে দুইবার নায়িকা মৌসুমিকে ২ বার সমন পাঠানো হলেও তিনি হাজির হননি। তাই নায়িকা মৌসুমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নায়িকা মৌসুমীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

আপডেট সময় : ১১:৩১:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪

চিত্রনায়িকা মৌসুমীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে মহামান্য আদালত। নায়িকা মৌসুমী আইপিডিসি ফাইনান্স লিমিটেড থেকে ঋণ গ্রহণ করেছিলেন। সেই ঋনের একটি কিস্তি পরিশোধের প্রায় ১ লাখ ৬ হাজার ২১১ টাকার একটি ব্যাংক চেক ডিজ অর্নার হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে নায়িকা মৌসুমিকে ২ বার সমন দেওয়া হয়। কিন্তু আদালতে হাজিরার না দেওয়ায় ২৪ জুলাই ঢাকার একটি আদালতে নায়িকা মৌসুমীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

সাংবাদিকদেরকে এ বিষয়টি নিশ্চিত করেছেন আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের আইনজীবী আবু আল নাহিদ। তিনি বিষয়টি নিয়ে জানান, গত বছর অর্থাৎ ২০২৩ সালের ৩ ডিসেম্বর একটি চেক ডিজ অর্নার হওয়ায় আইপিডিসির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এম এম মুশফিকুর রশিদ ঢাকার একটি আদালতে নায়িকা মৌসুমির বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

কিন্তু সমন জারি করার পরেও উক্ত মামলায় হাজির না হওয়ায় নায়িকা মৌসুমীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে মহামান্য আদালত। আগামী ১৬ই অক্টোবর আদালতে গ্রেপ্তার সংক্রান্ত প্রতিবেদনের দিন তারিখ নির্ধারণ করা হয়েছে। তবে গ্রেফতারি পরানো জারি হলেও নায়িকা মৌসুমী বর্তমানে আমেরিকায় অবস্থান করছেন।

নায়িকা মৌসুমীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

নায়িকা মৌসুমীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার ওই মামলায় আরো বলা হয়েছে, ipdc একটি আর্থিক সেবা দানকারী প্রতিষ্ঠান। যেটি সারা বাংলাদেশ জুড়ে টাকা জমা, ঋণ প্রদান করা, বিনিয়োগ করা, মুদ্রা বিনিময় সহ বিভিন্ন ধরনের ফাইনান্সিয়াল লেনদেন করে থাকে। নায়িকা মৌসুমী অর্থাৎ মামলার বিবাদী আরিফা পারভীন জামান মৌসুমিকে ঋণ প্রদান করা হয়। কিন্তু কর্তৃপক্ষের শর্ত অনুযায়ী ঋণ প্রদান না করে তিনি অনিয়মিতভাবে ঋণের কিস্তি প্রদান করতেন।

সেই কিস্তি পরিশোধের লক্ষ্যে ২০২৩ সালের ১৩ সেপ্টেম্বর নায়িকা মৌসুমী বকেয়া ঋনের একটি কিস্তি মেটাতে গিয়ে নিজের একাউন্ট থেকে বাদির একাউন্টে ১ লাখ ৬ হাজার ২১১ টাকা ট্রান্সফার করেন। কিন্তু উক্ত সিটি ব্যাংকের সংরক্ষিত চেকটি নিয়ে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে নিয়ে যাওয়া হলে সেখান থেকে জানানো হয় একাউন্টে যথেষ্ট পরিমাণ টাকা নেই। অর্থাৎ চেকটি ডিজ অর্নার হয়।

এরপর মৌসুমিকে পরের ৩০ দিনের মধ্যে উক্ত চেকের টাকা পরিশোধের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যেও নায়িকা মৌসুমী উক্ত চেকের টাকা প্রদান করতে ব্যর্থ হন। তারপর আদালত থেকে দুইবার নায়িকা মৌসুমিকে ২ বার সমন পাঠানো হলেও তিনি হাজির হননি। তাই নায়িকা মৌসুমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।