স্মার্টফোনের তথ্য কিভাবে সুরক্ষিত রাখবো
- আপডেট সময় : ০৫:০২:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪ ৩৭ বার পড়া হয়েছে
আমাদের নিত্যদিনের সঙ্গী স্মার্টফোনে অনেক গোপনীয় এবং প্রয়োজনীয় তথ্য আমরা সংরক্ষণ করি। সেই তথ্য কিংবা ডকুমেন্টস গুলো হতে পারে আমাদের ব্যক্তিগত কিংবা আমাদের ব্যবসায়িক অথবা অফিসের।
সেই সাথে গুরুত্বপূর্ণ মেইল, ছবি কিংবা ভিডিও রয়েছে। এসব গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আমাদেরকে হরহামেশাই নানা রকম বিপদে পড়তে হয়। হয়তো সেগুলো হঠাৎ করে আমাদের স্মার্ট ফোন থেকে ডিলিট হয়ে যায়। আবার স্মার্টফোনটির তথ্যগুলো চুরিও হয়ে যায়।
আবার অনেক সময় এমনও হয় ফোনের স্টোরেজের সমস্যার কারণে সেই ফাইলগুলো আর ওপেন করা সম্ভব হচ্ছে না। এমতাবস্থায় আপনি কি করতে পারেন?
চলুন জেনে নেই স্মার্টফোনের তথ্যের সুরক্ষায় আপনি কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারেন।
শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার
আপনার স্মার্টফোনের সব সময় একটি শক্তিশালী পাসওয়ার্ড কিংবা পিন কোড ব্যবহার করুন। যদিও আপনার ফোনে ফিঙ্গারপ্রিন্ট কিংবা ফেসলক থাকে তবুও একটি ব্যাকআপ পিন কোড সবসময় ব্যবহার করবেন। যে কোডটি অন্য কারো সাথে শেয়ার করবেন না। আবার খুবই সহজ এমন কোন পিন বা পাসওয়ার্ড ব্যবহার করবেন না।
ইন্টারনেট ব্যবহারে সতর্কতা
আমরা আমাদের স্মার্টফোনে যেখানে সেখানে যখন তখন অন্য কারো ওয়াইফাই সংযোগ করি। যেটা একদমই উচিত নয়। অনেক মানুষ আছে যারা ওয়াইফকইয়ের মাধ্যমে অন্য জনের ফোনের তথ্য চুরি করতে পারে। তাই যেখানে সেখানে ফোনে ওয়াইফাই সংযোগ দেওয়া থেকে বিরত থাকুন।
স্মার্টফোনের তথ্য কিভাবে সুরক্ষিত রাখবো
নিজের ফোনের কিংবা একাউন্টের পাসওয়ার্ড অন্য কারো সাথে শেয়ার না করা
মনের ভুলেও নিজের কোন ব্যক্তিগত পাসওয়ার্ড অন্য কারো সাথে শেয়ার করবেন না। এতে করে উনি আপনার পাসওয়ার্ড লিখার ধরন বুঝে যাবে। যদি একান্ত প্রয়োজনই হয় তাহলে কাজ শেষ হলে পুনরায় পাসওয়ার্ডটি পাল্টে ফেলুন।
মেইল ব্যবহারের সতর্কতা
আপনি যেই মেইলটি পাবলিকলি ব্যবহার করেন সেটি দিয়ে কোন গুরুত্বপূর্ণ অ্যাকাউন্ট ওপেন করবেন না। গুরুত্বপূর্ণ অ্যাকাউন্ট ব্যবহারে একটি প্রাইভেট মেইল ইউজ করুন। যে মেইলটি আপনি ছাড়া অন্য কেউ জানেনা। কারণ কেউ আপনার তথ্য চুরি করতে চাইলে সবার আগে আপনার মেইলের এক্সেস নেওয়ার চেষ্টা করবে।
সব সময় ব্যাকআপ রাখা
আপনার গুরুত্বপূর্ণ সকল তথ্য কিংবা ছবির একটি ব্যাকাপ ক্লাউড ড্রাইভে রেখে দিতে পারেন। এক্ষেত্রে আপনি গুগল ড্রাইভ কিংবা ওয়ান ড্রাইভ ইউজ করতে পারেন। কোন কারণে আপনার ফোন নষ্ট হয়ে গেলে কিংবা হারিয়ে গেলে আপনার তথ্য হারাবে না।
উপরের এই কয়েকটি উপায় ফলো করলে আপনি স্মার্টফোনের ব্যবহারে অনেকটাই সুরক্ষিত থাকতে পারবেন।