মুখের ব্রণ দূর করার উপায়
- আপডেট সময় : ০৫:১৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০২৪ ৪০ বার পড়া হয়েছে
মানুষের সৌন্দর্যে সবচাইতে বড় দুশ্চিন্তা হচ্ছে মুখের ব্রণ। ব্রণ এমন একটি নাছোড়বান্দা সমস্যা যেটি একবার হলে আর ছাড়তে চায় না। তাইতো মুখের ব্রণ দূর করার উপায় গুলি নিয়ে চলে নানা গবেষণ। কেমিক্যাল কিংবা মেডিসিন দিয়ে ব্রণ দূর করার চাইতে ঘরোয়া উপায় গুলি সবচাইতে বেশি নিরাপদ। সঠিক পদ্ধতিতে এগুলো অনুসরণ করলে খুব অল্পদিনেই ব্রণ দূর করার ক্ষেত্রে ভালো ফলাফল পাবেন।
ব্রণের কারণ
মুখের ব্রণ দূর করার উপায় গুলি জানার আগে আপনাকে আগে জানতে হবে ব্রণ কি কারনে হয়। হরমোনের সমস্যার ক্ষেত্রে সাধারণত মুখে ব্রণ হয়ে থাকে। এছাড়া যাদের অতিরিক্ত তৈলাক্ত ত্বক তাদের ব্রণের সমস্যা সবচাইতে বেশি হয়। আমাদের ত্বকে অতিরিক্ত পরিমাণে যখন সেবাম উৎপাদন হয় তখন ত্বকের ছিদ্র গুলি একদম বন্ধ হয়ে যায়। ফলে সেখানে ময়লা কিংবা জীবাণু আটকা পড়ে ব্রণ দেখা দেয়।
ব্রণ দূর করার উপায়
তৈলাক্ত ত্বক
ব্রণ দূর করার জন্য ত্বক হতে অতিরিক্ত তৈলাক্ত ভাব কিংবা তেল নিঃসরণ প্রথম আগে নিয়ন্ত্রণ করতে হবে। এটি নিয়ন্ত্রণ করার সবচাইতে ভালো উপায় হচ্ছে নিয়মিত মুখ পরিষ্কার করা। আপনি মুখে যত কিছুই ব্যবহার ব্যবহার করুন না কেন যদি মুখ ভালো মতন পরিষ্কার না করে থাকেন তাহলে কোন সুফল মিলবেন না। তাই নিয়মিত মুখ পরিষ্কার করুন, এতে করে অল্প দিনেই ব্রণের সমস্যা থেকে অনেকটা রেহাই পাবেন এবং আপনার ত্বক চকচকে দেখাবে।
চন্দনের ব্যবহার
রূপচর্চায় চন্দনের ব্যবহার অনেক পুরনো দিন হতেই চলে আসছে। ত্বক ভালো রাখতে এবং ত্বকের নানা সমস্যা দূর করতে এটি বিশেষভাবে কার্যকর। চন্দনের এন্টি ব্যাকটেরিয়াল উপাদান ব্রণ দূর করতে বিশেষ ভূমিকা পালন করে। তবে চন্দনের সাথে যদি সামান্য পরিমাণ গোলাপ জল মিশিয়ে সেটি মুখে লাগাতে পারেন তাহলে দেখবেন ব্রণ একদম মিশে গিয়েছে।
হলুদের ব্যবহার
ব্রণ দূর করার উপায় হিসেবে হলুদের ব্যবহার সম্পর্কে হয়তো আমাদের অনেকেরই জানা নেই। ত্বকের যত্নের পাশাপাশি ব্রণ দূর করার ক্ষেত্রেও এটি অনেক বেশি কার্যকর।
হলুদের সাথে সামান্য চন্দন মিশিয়ে পেস্টের মত করে তৈরি করুন। তারপর এই মিশ্রণটি মুখে নিয়মিত ব্যবহার করুন। দেখবেন ব্রণ চলে গিয়েছে।
মুখের ব্রণ দূর করার উপায়
নিমের পেস্ট
চিকিৎসা ক্ষেত্রে নিমের ব্যবহারের কোন শেষ নেই। নিমের পেস্ট তৈরি করে সেটি ব্রণে লাগালেও ব্রণ দূর হয়ে যায় এবং ব্রণর দাগ মিশে যায়। সবচাইতে বেশি ভালো হয় নিমের সাথে সামান্য পরিমাণে অ্যালোভেরা মিশিয়ে পেস্ট তৈরি করে সেটি ত্বকে লাগানো
তুলসী পাতা
রোগ নিরাময় তুলসী পাতার রস যে ব্যবহার করা হয় সেটাই কারণে অজানা নয়। এই তুলসী পাতা জীবন ভালো করে সেটি হয়তোবা অনেকেরই অজানা। তুলসী পাতা বেটে নিয়ে সেটাতে সামান্য গোলাপজল লাগিয়ে আপনার মুখে লাগিয়ে রাখুন। তারপর অল্প কিছুক্ষণ পর সেটা ধরে ফেলুন। নিয়মিত এভাবে ব্যবহারের ফলে ব্রণ হতে রক্ষা পাবেন।
আপনার মুখে যদি খুবই অতিরিক্ত পরিমাণে ব্রণ উঠে থাকে এবং সেগুলোর দাগ হয়ে থাকে তাহলে অতি দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। অনেক সময় রক্তের সমস্যা কিংবা হরমোনের ভারসাম্যহীনতার কারণে এই ব্রণ গুলো হয়ে থাকে। এর আগে অবশ্যই ব্রণ দূর করার উপায় গুলি ঘরোয়াভাবে ট্রাই করবেন।
কীভাবে টাকা জমানো যায় জানতে এখানে প্রবেশ করুন।