আরব আমিরাতে ভিসা বন্ধ
- আপডেট সময় : ১২:১৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪ ৩৯ বার পড়া হয়েছে
বাংলাদেশীদের জন্য আরব আমিরাতে ভিসা বন্ধ করে দেয়া হচ্ছে সম্প্রতি এমন একটি খবর ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে এই ব্যাপারে স্পষ্ট কোন তথ্য দিতে পারেননি বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে আরব আমিরাতের ভিসা বন্ধ করা হয়েছে সাময়িকভাবে এ ব্যাপারটা নিশ্চিত করেছেন তারা।
বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন দেশের বাইরেও ছড়িয়ে পড়েছে। এরই পরিপ্রেক্ষিতে গত সোমবার আরব আমিরাতের বিভিন্ন সড়কে কোটা সংস্কারের পক্ষে বিক্ষোভ এবং মিছিল সমাবেশ করেন বাংলাদেশী প্রবাসীরা। ওই বিক্ষোভ সমাবেশের দায়ে প্রায় ৫৭ জন বাংলাদেশীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে আরব আমিরাত সরকার। এরপরে বাংলাদেশীদের জন্য আরব আমিরাতের ভিসা সাময়িকভাবে বন্ধ করা হয়েছে এরকমটি ঘোষণা দিয়েছে দেশটি।
তবে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সচিব রুহুল আমিন সাংবাদিকদের কে বলেন, আরব আমিরাতের পক্ষ থেকে ভিসা বন্ধের বিষয়টি এখনো অফিসিয়াল ভাবে জানানো হয়নি। আরব আমিরাতের ভিসা বন্ধ হওয়ার ব্যাপারে আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে যোগাযোগ করার চেষ্টা করছি। খুব শীঘ্রই হয়তো এ ব্যাপারে জানাতে পারবো। ধারণা করা হচ্ছে আরব আমিরাতে বাংলাদেশে প্রবাসীদের বিক্ষোভের পর সেখানকার সংশ্লিষ্ট কর্মকর্তারা আশঙ্কা করছেন এখান থেকে নতুন কর্মী সেখানে গেলে পরিস্থিতি আরো বেশি অশান্ত হতে পারে। ঠিক এই কারণে তারা সাময়িকভাবে ভিসা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।
আরব আমিরাতে ভিসা বন্ধ
এদিকে আরব আমিরাতে বিক্ষভের দায়ে ৫৩ জন বাংলাদেশীর ১০ বছর এবং ১ জন বাংলাদেশের প্রায় ১১ বছরের কারাদণ্ড দিয়েছে আরব আমিরাত সরকার।
আরবের সংবাদ মাধ্যম ডব্লিউএএম এর প্রতিবেদন জানানো হয়, বাংলাদেশের কোটা সংস্থার আন্দোলনের পক্ষে আরব আমিরাতে প্রবাসীরা বিপ্লব করেন। এ সময় তাদের বিরুদ্ধে দাঙ্গা এবং হাঙ্গামা জড়ানোর তথ্য অভিযোগও রয়েছে। গ্রেফতারকৃত বাংলাদেশিদের সাজা প্রদান শেষ হলে তাদেরকে দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে। বাংলাদেশীদের জন্য আরব আমিরাত বিশ্বে এখন তৃতীয় অবস্থানে রয়েছে। উপসাগরীয় তেল সমৃদ্ধ এই দেশে অনেক প্রবাসী বাংলাদেশী কাজ করেন এবং বাংলাদেশের বৈদেশিক মুদ্রা পাঠান।
সম্প্রতি আরব আমিরাতে ভিসা বন্ধের বিষয়টি নিয়ে মানুষের মত বেশ উদ্বেত কাজ করছে। বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আরব আমিরাত সরকারের সাথে এ ব্যাপারে যোগাযোগ করে খুব শীঘ্রই সঠিক তথ্য প্রদান করে বিবৃতি দিবেন।