ট্রাম্পের পক্ষে প্রতি মাসে ৪৫ মিলিয়ন দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের
- আপডেট সময় : ০৬:০৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪ ৩৯ বার পড়া হয়েছে
বিশ্ব বিখ্যাত বিলিয়নার ইলন মাস্ক সম্প্রতি বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের সমর্থনকারী একটি তহবিলে প্রতিমাসে ৪৫ মিলিয়ন দেওয়ার পরিকল্পনা করছেন তিনি। সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রীট জার্নাল গত সোমবারে এই কথাটি জানিয়েছে।
উক্ত রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ইলন মাস্কের অনুদানের টাকা আমেরিকার পলিটিকাল অ্যাকশন কমিটি বা পিএসি নামের একটি রাজনৈতিক তহবিলে জমা হবে। আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে চলা সাধারণ নির্বাচনের আগে সুইং স্টেটের বাসিন্দাদের মধ্য ভোটার নিবন্ধন, প্রারম্ভিক ভোট প্রদান এবং ব্যালট প্রচারের কাজে মনোনিবেশ করবে উক্ত রাজনৈতিক তহবিলটি।
ডোনাল্ড ট্রাম্পের পক্ষে তৈরি হওয়া নতুন এই তহবিলে যে কয়েকজন প্রধান সমর্থক রয়েছেন তার মধ্যে ইলন মাস্ক অন্যতম। সমর্থকদের মধ্যে আরও রয়েছেন কানাডা সাবেক মার্কিন রাষ্ট্রদূত কেলি ক্রাফ্ট এবং ক্রিপ্টো কারেন্সি বিনিয়োগকারী টাইলার সহ অন্যান্যরা।
কিছুদিন আগে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেনসিলভানিয়ায় একটি রাজনৈতিক সভায় হামলার শিকার হন। উক্ত হামলায় অল্পের জন্য বেঁচে ফিরেন ট্রাম্প। তারপর থেকে টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক ডোনাল্ড ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে সমর্থন দিয়েছেন।
এ ব্যাপারে তিনি সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম এক্স এ পোস্ট করেছেন, আমি ডোনাল্ড ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবে সম্পূর্ণরূপে সমর্থন করি এবং তার দ্রুত সুস্থতা কামনা করি।
ট্রাম্পের পক্ষে প্রতি মাসে ৪৫ মিলিয়ন দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের
বিশ্বের সবচাইতে ধনী ব্যক্তি ইলন মাস্কের বর্তমান আনুমানিক সম্পদের পরিমাণ ২৫০ বিলিয়ন ডলার। ২০২৪ সালের মার্কিন নির্বাচনের সময় ইলন মাস্ক এবং ট্রাম্পের মধ্যে বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। এমনকি গত মার্চ মাসে ফ্লোরিডায় আয়োজিত একটি অনুষ্ঠানে দুজনের ব্যক্তিগতভাবে সাক্ষাৎ হয়েছিল।
এদিকে ডোনাল্ড ট্রাম্পকে হিটলার বলে সম্বোধন করা যে জেডি ভ্যান্স এখন তার রানিং মেট। ২০১৬ সালে ডোনাল্ড ট্রাম্প যখন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিলেন তখন তার বিরুদ্ধে তরুণ রাজনৈতিক ব্যাক্তিত্ব জেডি ভ্যান্স বিভিন্ন রকম টুইট করেন এবং সাক্ষাৎকারে নানা ধরনের সমালোচনা করেন। একই সাথে তিনি নিজেকে ট্রাম্প বিরোধী বলে পরিচয় দিতেন।
তবে কয়েক বছরের মধ্যেই ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে জেডি ভ্যান্সের মনোভাব একদম পাল্টে যায়। ট্রাম্প বিরোধী একজন সমালোচক থেকে তিনি রীতিমতো শুভাকাঙ্ক্ষী হয়ে যান। সেই সাথে বর্তমানে তিনি ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠদের মধ্য অন্যতম একজন। গত সোমবার উইসকনসিন অঙ্গরাজ্যে অনুষ্ঠিত হওয়া রিপাবলিকান পার্টির একটি জাতীয় সম্মেলনে জেডি ভ্যান্সের নাম ঘোষণা করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সেই ট্রাম্প বিরোধী এখন তার রানিং মেট বা নির্বাচনের পরবর্তী ভাইস প্রেসিডেন্ট। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে বেশ আলোচনা হচ্ছে।