জাফর ইকবালের বই বিক্রি না করার ঘোষণা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৭:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪ ৫৪ বার পড়া হয়েছে

জাফর ইকবালের বই বিক্রি না করার ঘোষণা

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের প্রখ্যাত লেখক এবং শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবালের বই বিক্রি না করে ঘোষণা দিয়েছে বুকস অফ বেঙ্গল সহ কয়েকটি অনলাইন ভিত্তিক বই বিক্রির প্রতিষ্ঠান। সারা দেশ জুড়ে চলমান কোটা সংস্কার আন্দোলনের বিষয়ে তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গিয়েছে।

গত মঙ্গলবার বুকস অফ বেঙ্গল তাদের অফিসিয়াল ফেসবুক পেইজের একটি পোস্টের মাধ্যমে এই ঘোষণাটি দেন। বুকস অফ বেঙ্গল বাংলাদেশ এবং ভারতের দুই স্থানেই বই বিক্রির একটি জনপ্রিয় প্লাটফর্ম।

তাদের ফেসবুক দেওয়া পোস্টে জানান, অনেকের মত আমরা ও শৈশব সময় থেকে মুহম্মদ জাফর ইকবালের বই পড়ে বড় হয়েছি। বিভিন্ন লেখার মাধ্যমে তিনি আমাদের মনের মধ্য মুক্তিযুদ্ধের প্রতি বেশ আগ্রহ তৈরি করেছিলেন। তবে চলমান কোটা সংস্কার আন্দোলন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে উনি যে বক্তব্য প্রদান করেছেন সেটি কোনভাবেই আমরা মেনে নিতে পারছি না।

জাফর ইকবালের বই বিক্রি না করার ঘোষণা

তারা আরো লিখেন, আমরা এ ধরনের বক্তব্যের তীব্র নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি। আমাদের পক্ষ থেকে প্রতিবাদস্বরূপ আজকের পর থেকে মুহম্মদ জাফর ইকবালের কোন বই আমাদের প্রতিষ্ঠান বাংলাদেশে বিক্রি করবে না। চলমান কোটা আন্দোলনকে ঘিরে মুহম্মদ জাফর ইকবালের চিঠির একটি অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। সেই চিঠিতে তিনি তার প্রাণের বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর কখনো যাবেন না বলে উল্লেখ করেছেন। কারণ হিসেবে তিনি বলেছেন বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলন এ অংশগ্রহণকারী ছাত্রছাত্রী উদ্দেশ্য করে তিনি লিখেছেন, এদেরকে দেখলেই মনে হবে এরাই সেই রাজাকার। আমি আর যে কয়েকদিন বেঁচে আছি কোন রাজাকারের মুখ দেখতে চাই না। জীবন যেহেতু একটাই সে জীবনে আর কোন নতুন আবার নতুন করে রাজাকার দেখতে হবে?

এই ঘটনার পরিপ্রেক্ষিতে মুহম্মদ জাফর ইকবাল সাংবাদিকদের কে বলেন, সরকারি চাকরির ক্ষেত্রে কোটা সংস্কার করতে হবে বিষয়টিকে আমি নিজেও সমর্থন করি। তবে এই আন্দোলনের নামে মুক্তিযুদ্ধ এবং তার চেতনাকে অসম্মান করার ব্যাপারটি আমি কোনভাবেই সমর্থন করিনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের রাজাকার স্লোগানে তিনি ভীষণ মর্মাহত হয়েছেন এবং তার প্রেক্ষিতে বক্তব্য প্রদান করেন।

শিক্ষার্থীদের এ রাজাকার স্লোগানের সমালোচনা হচ্ছে। দেশজুড়ে বিভিন্ন রাজনৈতিক সামাজিক এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীও এই স্লোগানের নিন্দা জানিয়েছেন।

জাফর ইকবালের লেখা সেই চিরকুট টি কবি শিমুল সালাউদ্দিন সহ অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে শেয়ার করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জাফর ইকবালের বই বিক্রি না করার ঘোষণা

আপডেট সময় : ১১:০৭:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪

বাংলাদেশের প্রখ্যাত লেখক এবং শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবালের বই বিক্রি না করে ঘোষণা দিয়েছে বুকস অফ বেঙ্গল সহ কয়েকটি অনলাইন ভিত্তিক বই বিক্রির প্রতিষ্ঠান। সারা দেশ জুড়ে চলমান কোটা সংস্কার আন্দোলনের বিষয়ে তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গিয়েছে।

গত মঙ্গলবার বুকস অফ বেঙ্গল তাদের অফিসিয়াল ফেসবুক পেইজের একটি পোস্টের মাধ্যমে এই ঘোষণাটি দেন। বুকস অফ বেঙ্গল বাংলাদেশ এবং ভারতের দুই স্থানেই বই বিক্রির একটি জনপ্রিয় প্লাটফর্ম।

তাদের ফেসবুক দেওয়া পোস্টে জানান, অনেকের মত আমরা ও শৈশব সময় থেকে মুহম্মদ জাফর ইকবালের বই পড়ে বড় হয়েছি। বিভিন্ন লেখার মাধ্যমে তিনি আমাদের মনের মধ্য মুক্তিযুদ্ধের প্রতি বেশ আগ্রহ তৈরি করেছিলেন। তবে চলমান কোটা সংস্কার আন্দোলন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে উনি যে বক্তব্য প্রদান করেছেন সেটি কোনভাবেই আমরা মেনে নিতে পারছি না।

জাফর ইকবালের বই বিক্রি না করার ঘোষণা

তারা আরো লিখেন, আমরা এ ধরনের বক্তব্যের তীব্র নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি। আমাদের পক্ষ থেকে প্রতিবাদস্বরূপ আজকের পর থেকে মুহম্মদ জাফর ইকবালের কোন বই আমাদের প্রতিষ্ঠান বাংলাদেশে বিক্রি করবে না। চলমান কোটা আন্দোলনকে ঘিরে মুহম্মদ জাফর ইকবালের চিঠির একটি অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। সেই চিঠিতে তিনি তার প্রাণের বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর কখনো যাবেন না বলে উল্লেখ করেছেন। কারণ হিসেবে তিনি বলেছেন বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলন এ অংশগ্রহণকারী ছাত্রছাত্রী উদ্দেশ্য করে তিনি লিখেছেন, এদেরকে দেখলেই মনে হবে এরাই সেই রাজাকার। আমি আর যে কয়েকদিন বেঁচে আছি কোন রাজাকারের মুখ দেখতে চাই না। জীবন যেহেতু একটাই সে জীবনে আর কোন নতুন আবার নতুন করে রাজাকার দেখতে হবে?

এই ঘটনার পরিপ্রেক্ষিতে মুহম্মদ জাফর ইকবাল সাংবাদিকদের কে বলেন, সরকারি চাকরির ক্ষেত্রে কোটা সংস্কার করতে হবে বিষয়টিকে আমি নিজেও সমর্থন করি। তবে এই আন্দোলনের নামে মুক্তিযুদ্ধ এবং তার চেতনাকে অসম্মান করার ব্যাপারটি আমি কোনভাবেই সমর্থন করিনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের রাজাকার স্লোগানে তিনি ভীষণ মর্মাহত হয়েছেন এবং তার প্রেক্ষিতে বক্তব্য প্রদান করেন।

শিক্ষার্থীদের এ রাজাকার স্লোগানের সমালোচনা হচ্ছে। দেশজুড়ে বিভিন্ন রাজনৈতিক সামাজিক এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীও এই স্লোগানের নিন্দা জানিয়েছেন।

জাফর ইকবালের লেখা সেই চিরকুট টি কবি শিমুল সালাউদ্দিন সহ অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে শেয়ার করেছেন।