এবারের সেরা তামিল সিনেমা মহারাজা
- আপডেট সময় : ১১:০৮:৪২ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪ ৪৫ বার পড়া হয়েছে
তামিল সিনেমা মহারাজা। এই সিনেমাটি বক্স অফিসে রীতিমত রাজত্ব করেছে। আপনি অবশ্য বলতে পারেন এতে আশ্চর্য হবার কি আছে। কিন্তু সত্য কথা হচ্ছে নামের জন্য সিনেমাটির জনপ্রিয়তা লাভ করেনি।
সেরা তামিল সিনেমা মহারাজা গত রাতে ওটিটি প্লাটফর্ম নেক্সফ্লিক্সে মুক্তি পেয়েছে। তারপর থেকে ভারতের পাশাপাশি বাংলাদেশে দর্শকদের কাছেও সিনেমাটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। সিনেমাটির পরিচালক নিথিলান স্বামীনাথন। কিন্তু কি এমন আছে এই সিনেমাটিতে যার জন্য এতো হাইপ।
সেরা তামিল সিনেমা মহারাজার নির্মাতা সিনেমা জগতে নতুন। মহারাজা তার দ্বিতীয় সিনেমা। অ্যাকশন থ্রিলার ধাচের এই ছবিটিতে অবশ্য কিছু দুর্বলতাও লক্ষ্য করা যায়। গত ১৪ই জুন ভারতের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পায় এই ছবিটি। মহারাজা সিনেমার বাজেট মাত্র ২০ কোটি রুপি। কিন্তু এক মাস না পেরেতেই সিনেমাটি আয় করে ১১৩ কোটির রূপি। বলা চলে চলতি বছরে অন্যতম ব্যবসা সফল সিনেমা এটি।
সেরা তামিল সিনেমা মহারাজাতে অভিনয় করেছেন বিজয় সেতুপতি, অনুরাগ কেশব সহ আরো অনেকেই।
সিনেমাটির মুক্তির পর থেকেই বিভিন্ন সমালোচকেরা বিজয় সেতুপতির অভিনয়ের ব্যাপক প্রশংসা করেছেন। ভারতীয় সংবাদমাধ্যম রেড ফিড ডট কমের অর্জুন মেনন সেরা তামিল সিনেমা মহারাজা রেটিং দিয়েছেন ৫ এর মধ্যে ৪। এর সাথে তিনি ভেরিফাইড ফেসবুক পোস্টে লিখেছেন রিভেন্জ সিনেমার জগতে নতুন একটি সংযোগ মহারাজা সিনেমা। সিনেমাটির ক্লাইম্যাক্স আপনাকে রীতিমতো চমকে দেবে। একই সঙ্গে দর্শক হিসেবে আপনাকেও বেশ পরীক্ষা দিতে হবে।
এবারের সেরা তামিল সিনেমা মহারাজা
সেরা তামিল সিনেমা মহারাজা সম্পর্কে টাইমস নামের সমালোচক মনিকা নাদান লিখেছেন। সিনেমাটির চিত্রনাট্য বেশ মজবুত। তবে সিনেমার স্ক্রিপ্টে কিছু দুর্বলতা রয়েছে। অবশ্য অভিনেতাদের দুর্দান্ত পারফরম্যান্সের সেটি আর বোধগম্য নয়। তিনি সিনেমাটাকে রেটিং দিয়েছেন ৫ এর মধ্যেও ৩.৫।
সেরা তামিল সিনেমা মহারাজা বিজয় সেতুপতির ৫০ তম সিনেমা। হাফ সেঞ্চুরির মাইলফলক ছোঁয়ার সিনেমাটি বেশ মনে রাখার মত। নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার পর থেকে বাংলাদেশের দর্শকরা মহারাজা সিনেমটি দেখছে এবং ব্যাপকভাবে আলোচনা করছে।
এমনকি বাংলাদেশের বিখ্যাত চিত্রনাট্যকার এবং সমালোচোক সমালোচক মামুন অর রশীদ নিজের ফেসবুক পেজে সিনেমাটির বেশ প্রশংসা করেছেন।
বিজয় সেতুপতির সহ অভিনেতা অনুরাগের কেশব ভারতের বিখ্যাত সিনেমা নির্মাতা। মহারাজা সিনেমায় তার অভিনয় ও প্রশংসা করছেন বাঙালি দর্শকরা।
বিজয় সেতুপতি সাউথ ইন্ডিয়ান বিখ্যাত একজন অভিনেতা। মূল চরিত্রে অভিনয় করার পাশাপাশি তিনি বিভিন্ন সিনেমাতে ভিলেন চরিত্রে অভিনয় করে থাকেন। এর আগের শাহরুখ খানের জাওয়ান সিনেমায় ভিলেনের চরিত্রে অভিনয় করেছেন বিজয় সেতুপতি। তার অভিনয় দক্ষতা আর বলার অপেক্ষা রাখে না।
সম্প্রতি মুক্তি পাওয়ার সেরা তামিল সিনেমা মহারাজা দিয়ে তিনি আবারও দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন এবং প্রমান করেছেন তার অভিনয় দক্ষতা।
ডিজিটাল মার্কেটিং কি এবং এর খুঁটিনাটি সকল বিষয় জানতে এখানে প্রবেশ করুন।