আগামী বুধবার ঘটতে চলেছে বছরের শেষ সূর্যগ্রহণ
- আপডেট সময় : ১০:১৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪ ৩৬ বার পড়া হয়েছে
২০২৪ সালের শেষ সূর্যগ্রহণ দেখা যাবে আগামী ২ অক্টোবর বুধবার ২০২৪ তারিখে। আন্তর্জাতিক মহাকাশ প্রতিষ্ঠান স্পেস ডট কম জানিয়েছে আগামীকাল সূর্য গ্রহণের দিন চাঁদকে তুলনামূলকভাবে অনেক ছোট দেখাবে। এর ফলে চাঁদের কারণে ঢেকে যাবে সূর্যের আলো। তৈরি হবে নজর কারা রিং অফ ফায়ার।
আগামী বুধবার ঘটতে চলেছে বছরের শেষ সূর্যগ্রহণ
স্পেস ডট কম এর সংবাদের পরিপ্রেক্ষিতে ভারতীয় সংবাদমাধ্যম এনটিডিটি প্রকাশ করেছে যে, আগামী কাল বুধবার ২ অক্টোবর রাত ৯ টা ১৩ মিনিটের দিকে শুরু হবে বছরের শেষ সূর্য গ্রহন। এই সূর্য গ্রহণটি শেষ হবে ৩ অক্টোবর বৃহস্পতিবার বিকেল ৩ টা ৩৭ মিনিটের সময়।
সৌরজগতের অপরূপ এই সূর্য গ্রহণ প্রশান্ত মহাসাগরের কিছু অংশ, দক্ষিণের আর্জেন্টিনার কিছু অংশ এবং চিলের কিছু অংশ জুড়ে দৃশ্যমান হবে বলেও জানা গিয়েছে প্রতিবেদনের মধ্যে।
সূর্যগ্রহণ কিভাবে ঘটে?
আমরা প্রায়ই সংবাদ মাধ্যমে এবং বাস্তবে সূর্য গ্রহণ দেখতে পাই। কিন্তু অনেকেই আবার জানতে চেয়েছেন সূর্যগ্রহণ কেন ঘটে এবং কিভাবে ঘটে। এর ব্যাখ্যাটি খুবই সহজ।
সূর্য হতে সরাসরি আলো এসে পৃথিবীর উপরে পড়ে। যার কারণে তৈরি হয় দিন। কিন্তু সূর্য এবং পৃথিবীর মাঝখানে যখন চাঁদ এসে সে আলো প্রদানে বাধা দান করে তখনই তৈরি হয় সূর্য গ্রহণ।
চাঁদ, পৃথিবী এবং সূর্য একই সরল রেখায় অবস্থান করে। যার কারণে সূর্যের আলো পৃথিবীতে এসে পৌঁছাতে পারেনা এবং পৃথিবীতে তৈরি হয় অনেকটা রাতের মতোই অন্ধকার। সৌরজগতের এই ঘটনাকে সূর্যগ্রহণ বলে আখ্যায়িত করা হয়।
এদিকে পৃথিবীর কক্ষপথে আসতে চলেছে আরেকটি গ্রহাণু যাকে নাম দেয়া হয়েছে মিনিমুন বা কোয়াসি মুন। এর কারণে পৃথিবীর আকাশে দৃশ্যমান হবে দুইটি চাঁদের। যদিও এটি খালি চোখে দেখা যাবে না তবুও হতাশ হওয়ার কিছু নেই। বিভিন্ন মহাকাশ সংস্থা এর মাধ্যমে ইউটিউবে প্রকাশিত করা হবে এর ভিডিওটি। এই মিনি মুন নিয়েও মহাকাশ প্রেমীদের মনে জল্পনা কল্পনার শেষ নেই। তবে এটি পৃথিবীর চারপাশে খুব বেশি সময় ধরে অবস্থান করবে না। প্রায় দুই মাস অবস্থানের পরে নিজ শক্তি বলে আবার পৃথিবীর কক্ষপথ থেকে বিচ্ছিন্ন হয়ে হারিয়ে যাবে অতল মহাকাশে।
তবে পৃথিবীর বেশ কিছু জায়গা থেকে সরাসরি উপভোগ করা যাবে আগামীকালের সূর্য গ্রহণ। সৌরজগতের এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন দেশে, বিভিন্ন সমাজে প্রচলিত রয়েছেন নানা রকম কল্পকাহিনী।
অপসারণ করা হচ্ছে ইউপি চেয়ারম্যানদের, বিস্তারিত জানতে এখানে প্রবেশ করুন।