৪৮ ঘন্টায় ৩৫ শিশু নিখোঁজের ব্যাপারে যা বললেন পুলিশ কমিশনার
- আপডেট সময় : ১১:০৪:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪ ৩১ বার পড়া হয়েছে
গত ৪৮ ঘণ্টার মধ্যে ঢাকা ও চট্টগ্রাম এলাকায় প্রায় ৩৫ শিশু নিখোঁজ হয়েছে। এরকম একটি খবর সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক হারে ভাইরাল হচ্ছে। এমনকি দেশের কয়েকটি বড় বড় ফেসবুক পেইজেও এ ধরনের পোস্ট দেখা দিচ্ছে। যে কারণে অনেকেই সঠিকভাবে না জেনে পোস্টটি শেয়ার করছেন। তবে এটাকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন চট্টগ্রাম মেট্রো-পলিটন পুলিশের নবনিযুক্ত পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম। তিনি বলেন চট্টগ্রামের ৩৫ শিশু নিখোঁজ হয়েছে খবরটি একদমই সঠিক নয়।
গত ৮ জুলাই সোমবার সকালে দামপাড়া পুলিশ লাইনের মাল্টিপারপাসে সাংবাদিকদের সাথে একটি প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এই কথা বলেন তিনি। তিনি আরো বলেন প্রেম ঘটিত কিংবা পরিবারের উপর রাগ করে বের হয়ে যাওয়ার ঘটনা কেউ নিখোঁজের ঘটনা বলে সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে চালিয়ে দেওয়া হচ্ছে। আবার তাদেরকে খুঁজেও পাওয়া যাচ্ছে।
৪৮ ঘন্টায় ৩৫ শিশু নিখোঁজের ব্যাপারে যা বললেন পুলিশ কমিশনার
এ সময় তিনি ৩৫ শিশু নিখোঁজের ব্যাপারে আরো বলেন, নিখোঁজ ঘটনার ভেতরে ৮ টি হচ্ছে প্রেম ঘটিত বিষয়ে ঘর থেকে বের হয়ে যাওয়ার ঘটনা। সেই সাথে পারিবারিক কলহের ঘটনায় বের হয়ে গিয়েছে প্রায় ৫ জন। বাকিরা ও বিভিন্ন কারণে ঘর থেকে বের হয়ে গিয়েছে। কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম গুলোতে খবর গুলো এমন ভাবে প্রচার করা হচ্ছে যেন ৩৫ শিশু নিখোঁজ হয়েছে। কিন্তু বাস্তবে এগুলো নিছকই গুজব বলে জানিয়েছেন এই পুলিশ কমিশনার।
এদিকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন,ডি সেপারেটলি সিকিং চট্টগ্রাম, হেল্পিং চট্টগ্রাম, অক্সিজেন মোড় এবং এজাতীয় কয়েকটি জনপ্রিয় পেইজ থেকে এই গুজবের খবরটি ছড়ানো হয়। আমরা ইতিমধ্যে তাদেরকে ডেকে ৩৫ শিশু নিখোঁজের খবর ছড়ানোর ব্যাপারে কথা বলেছি আমরা। তারা বলেছে নিখোঁজের খবর শুনে তারা পোস্ট করেছে। কিন্তু কোন যাচাই বাছাই করেনি। ভবিষ্যতে তারা থানায় জিডি না হওয়া পর্যন্ত কোন নিখোঁজের খবর প্রচার করবে না বলে জানিয়েছেন।
সম্প্রতি চট্টগ্রামে ৩৫ শিশু নিখোঁজের খবরে সয়লাব হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম। মাত্র ৪৮ ঘণ্টার ভিতরে এত শিশু কিভাবে নিখোঁজ হয় এ নিয়ে জনমনে বেশ আতঙ্ক দেখা যায়। যার কারণে মুহূর্তেই ভাইরাল হয়ে যায় ওই পোস্টটি।
এই চট্টগ্রামে ৩৫ শিশু নিখোঁজের ঘটনাটি আসলে গত ৪৮ ঘন্টার ঘটেনি। বিভিন্ন সময় বাসা থেকে বিভিন্ন কারণে বের হয়ে যাওয়া শিশুদের চলে যাওয়ার ঘটনাকে আসলে হারানো বলে চালিয়ে দেওয়া হয়েছে। তাই আমাদেরকেও কোন খবর প্রচার করার আগে অবশ্যই সেটি যাচাই-বাছাই করা উচিত। তা না হলে যেন মনে আতঙ্ক সৃষ্টি হতে পারে।