হামাসের নতুন নেতা হতে পারেন খালেদ মাশাল
- আপডেট সময় : ১১:০৯:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪ ৪০ বার পড়া হয়েছে
সম্প্রতি নিহত হয়েছেন হামাসের রাজনৈতিক শাখার প্রধান নেতা ইসমাইল হানিয়া। তারপর থেকে জল্পনা কল্পনা চলছে হামাসের নতুন নেতা কে হবে। হিন্দুস্তান টাইমেসর একটি খবরে বলা হয়েছে, ফিলিস্তিনের এই সংগঠনের নতুন শীর্ষ নেতা হওয়ার তালিকায় এগিয়ে আছেন আরেক নেতা খালেদ মাশাল। তবে খলিল আল-হাইয়ার নামও তালিকায় এসেছে। তিনি ফিলিস্তিনের গাজার এবং হামাসের একজন শীর্ষ কর্মকর্তা। তবে সার্বিকভাবে বিবেচনায় খালেদ মাশাল সবচাইতে বেশি এগিয়ে।
হামাসের নতুন নেতা হতে পারেন খালেদ মাশাল
এদিকে হামাস নেতা ইসমাইল হানিয়ার আর মৃত্যুর কয়েক ঘন্টা পরেই ইসরাইলের সরাসরি হা ম লা র নির্দেশ দিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামিনি। তিনি ইরানের নতুন প্রেসিডেন্ট পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানের যোগ দিতে সেখানে উপস্থিত হয়েছিলেন। গতকাল বৃহস্পতিবার তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। আয়াতুল্লাহ আলি খামিনি নিজে ওই জানাজার নামাজটি পড়ান। সে জানাজার নামাজে অংশ নিয়েছিল লাখ লাখ মানুষ।
এদিকে ইসমাইল হালিয়ার মৃত্যু নিয়ে পররাষ্ট্র বিষয়ক রিসার্চার লিসা দফতরি সাংবাদিকদের কে জানান, ইসলামিক রিপাবলিকের সর্বোচ্চ নেতা হানিয়া হ ত্যা কাণ্ডের বিষয়ে প্রতিশোধ নেওয়ার কথা বলে থাকলেও এতে অবাক হওয়ার কিছুই নেই। কারণ হানিয়া তাদের দেশে অতিথি ছিলেন। ইরানে গিয়েছিলেন তিনি নতুন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে উপস্থিত হতে। তখনই তাকে হ ত্যা করা হয়। স্বাভাবিকভাবেই এটি শুধু হানিয়ার উপরেই হা ম লা নয় বরং ইরানের উপরে হামলা কেউ ইঙ্গিত করে।”
তাই বর্তমান পরিস্থিতিতে হামাসের নতুন নেতৃত্ব নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এরই মধ্যেই ব্রিটিশ সংবাদ সংস্থা লিখেছে, মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের শঙ্কা দিন দিন বেড়েই চলছে। নেতানিয়াহু বলেছেন, ইসরাইল তাদের প্রতিপক্ষকে বেশ শক্তিশালী একটি আঘাত করতে সক্ষম হয়েছে। তাদের দাবি লেবাননে তারা হিজবুল্লাহ কমান্ডারের উপরে হামলা চালিয়েছেন এবং তাকে হ ত্যা করেছেন। সেই সাথে তিনি ইসরাইলের জনগণের উদ্দেশ্যে ভাষণ দেন যে সামনে অনেক বড় চ্যালেঞ্জ আসছে।
হামাসের নতুন নেতা হতে পারেন খালেদ মাশাল
গাজা হামাসকে কেন্দ্র করে ইসরাইল আরও দাবী করে, গত মাসেই তারা হামাসের সামরিক শাখার প্রধান মোঃ দাইফকে বিমান হামলায় নিহত করেছেন। গত ১৩ জুলাই তারা গাজার একটি ভবনের দাইফকে লক্ষ্য করে বিমান হা ম লা চালান। উক্ত হামলায় প্রায় ৯০ জনের বেশি ফিলিস্তিন নি হ ত হয়েছে বলে তাদের দাবি।
তবে হামাস প্রধান দাইফ নিহতের ব্যাপারে তাদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন বিবৃতি আসেনি। শুধুমাত্র তাদের এক সদস্য বলেছেন ইসরাইলের এ দাবির কোন ভিত্তি নেই।
মশা তাড়ানোর ঘরোয়া উপায় জানতে এখানে প্রবেশ করুন।