সুশান্ত পালও ফাঁস প্রশ্নে বিসিএস ক্যাডার এই তথ্যটি গুজব
- আপডেট সময় : ০৭:১৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪ ৪৪ বার পড়া হয়েছে
বিগত কয়েকদিন ধরে সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম গুলোতে আলোচনার শীর্ষে রয়েছে সরকারি চাকরি এবং বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁসের খবর। এরমধ্যে নতুন করে আরেকটি খবর ভাইরাল হয়েছে যে সুশান্ত পাল ফাসঁ হওয়া প্রশ্নে বিসিএস পরীক্ষায় প্রথম হয়েছেন। ভাইরাল সে খবরটিতে দাবী করা হচ্ছে আবেদ আলীর দেওয়া বিসিএস ক্যাডারদের তালিকায় ১১ নম্বরে আছেন ৩০ তম বিসিএস এর প্রথম হওয়া সুশান্ত পাল। অবশ্য দাবিটার সত্যতা যাচাই করে দেখছে দেশের জনপ্রিয় বিভিন্ন সংবাদ মাধ্যম এবং ফ্যাক্টচেক বিভাগ।
ফাঁস হওয়া প্রশ্নের ব্যাপারে আদালতে ইতিমধ্যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ড্রাইভার আবেদ আলী। তিনি জানিয়েছেন তার থেকে প্রশ্ন নিয়ে অনেকে বিসিএস ক্যাডার হয়েছেন এবং দেশের সকল সেক্টরেই তার লোক রয়েছে। আবেদ আলীর দেওয়া তথ্য মতে ফাঁস হওয়া প্রশ্নের বিসিএস ক্যাডারদের তালিকা করছে একটি গোয়েন্দা সংস্থা। গত ৯ জুলাই মঙ্গলবার থেকে এই তালিকা তৈরি করার কাজ শুরু হয়েছে। তবে সেই প্রতিবেদনটিতে কত সংখ্যক ক্যাডার রয়েছে কিংবা সুনির্দিষ্ট নাম এখনো পাওয়া যায়নি। কিন্তু ইতিমধ্যেই ভাইরাল হয়েছে যে সেই তালিকার ১১ নম্বর স্থানে নাম রয়েছে সুশান্ত পালের। সুশান্ত পাল ফাঁস হওয়া প্রশ্নে বিসিএস ক্যাডার এরকমটাই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হচ্ছে।
সুশান্ত পালও ফাঁস প্রশ্নে বিসিএস ক্যাডার এই তথ্যটি গুজব
ভাইরাল হওয়া সেই ফেসবুক পোস্টে বাংলাদেশের জাতীয় দৈনিক কালবেলার নাম এবং ফটো কার্ড ব্যবহার করা হচ্ছে। কিন্তু ফ্যাক্টচেক বিভাগের যাচাই অনুযায়ী দৈনিক কালবেলায় ফাঁস হওয়া প্রশ্নে বিসিএস ক্যাডার সুশান্ত পাল এই ধরনের কোন খবর কিংবা কনটেন্ট পাওয়া যায়নি। এছাড়া ফেসবুকে কালবেলার লোগো সম্বলিত যে কার্ডটি ব্যবহার করা হচ্ছে সেটিও কাল বেলার প্রকাশিত নয়। অর্থাৎ আবেদ আলীর কাছ থেকে প্রশ্ন নিয়ে হওয়া বিসিএস ক্যাডারদের তালিকায় সুশান্ত পালের পালের নাম রয়েছে এই দাবিটি সঠিক নয়।
এ ব্যাপারে সুশান্ত পাল তার ভেরিফাইড ফেসবুক পেইজে একটি পোস্ট করেছেন। তিনি বলেন বাংলাদেশের চলমান আন্দোলন কোটা এবং প্রশ্ন ফাঁস বিষয়ে কিছু না লিখতে যদি আপনাদের মনে খারাপ অনুভব হয় তাহলে আমাকে আন ফলো করে দিতে পারেন। তবে ব্লক করে দিলে আরো ভালো হয়। এত কিছু বুঝিয়ে বলার পরও যদি আমাকে বিরক্ত করে যান তাহলে আমি বুঝে নেব আপনার কোন লজ্জা শরম এবং কান্ডজ্ঞান নেই। এগুলো আমার ব্যক্তিগত বিষয়।