সিম কতদিন বন্ধ রাখলে মালিকানা পরিবর্তিত হয়ে যায়
- আপডেট সময় : ১২:৩১:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪ ৪৭ বার পড়া হয়েছে
আমরা অনেকেই সিম কেনার পর সেটি দীর্ঘদিন ফেলে রাখি কিন্তু ব্যবহার করিনা। কিন্তু আমরা কি জানি সিম কতদিন বন্ধ রাখলে সেটির মালিকানা পরিবর্তিত হয়ে যায়। এই তথ্যটি না জানার কারণে আমাদের অনেকেরই প্রয়োজনীয় সিমটি আর সচল হয় না। যখন দেখেন আপনার সিমটি অন্য কেউ ব্যবহার করছে তখন সবচাইতে বেশি খারাপ লাগে।
সিম কতদিন বন্ধ রাখলে মালিকানা পরিবর্তিত হয়ে যায়
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বা বিটিআরসি এর সিমের মালিকানা সংক্রান্ত একটি নিয়ম রয়েছে। সেই নিয়ম অনুযায়ী কোন গ্রাহক সিম একটানা ১৫ মাস অথবা ৪৫০ দিন বন্ধ রাখে তাহলে সেটির মালিকানা পরিবর্তিত হয়ে যাবে। বিভিন্ন সিম অপারেটরদের পক্ষ থেকে গ্রাহকদেরকে এই বিষয়ে সতর্কতা মেসেজ দেওয়া হয়ে থাকে।
সিম কতদিন বন্ধ রাখলে সেটির মালিকানা পরিবর্তিত হয়ে যাবে এ ব্যাপারে রবি আজিয়াটা কোম্পানি জানিয়েছে, আপনার যদি একটি রবি সিম থাকে এবং সেটা যদি ১৫ মাস অথবা ৪৫০ দিনের বেশি ধরে অব্যবহৃত থাকে তাহলে সেটির মালিকানা পরিবর্তিত হয়ে যাবে। আপনার প্রিয় সিমটির মালিকানা যাতে পরিবর্তিত না হয় সেজন্য সেটি এই নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই ব্যবহার করতে হবে।
বাংলাদেশের সকল সিম অপারেটরকে মূলত বাংলাদেশ যোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের নিয়োগ অনুযায়ী চলতে হয়। তাই কেউ যদি দীর্ঘ সময় ধরে নিজের সিমটি ব্যবহার না করে তাহলে সিম কোম্পানি বৈধভাবে সেটি আরেক জনের কাছে বৈধ ভাবে বিক্রি করে দেয়।
সিম কতদিন বন্ধ রাখলে মালিকানা পরিবর্তিত হয়ে যায়
আমরা অনেকে বিভিন্ন সময় সিম কিনে থাকি কিন্তু সব গুলো সিম একসাথে প্রয়োজন না হয় সেগুলো বন্ধ রাখি। কিছুদিন পর আবার হঠাৎ সেই সিম কার্ডটি প্রয়োজন হতে পারে। তখন অন করে দেখা যায় সেটির মালিকানা আর আপনার কাছে নেই। তাই এ ধরনের অপ্রীতিকর পরিস্থিতিতে পড়া থেকে নিজেকে বাঁচাতে আগে থেকে সতর্ক থাকুন।
অনেক সময় আমরা সিম কার্ড ব্যবহার করে বিভিন্ন গুরুত্বপূর্ণ অ্যাকাউন্ট কিংবা ব্যাংক একাউন্টের মত গুরুত্বপূর্ণ স্থানে নম্বর গুলো ব্যবহার করি। তাই আপনি যেই সিমটির মাধ্যমে এসকল অ্যাকাউন্ট খুলছেন সেই সিমটি অবশ্যই সুরক্ষিত অবস্থায় রাখতে হবে। তা না হলে একবার মালিকানা চলে গেলে বেশ বিড়ম্বনায় পড়তে হতে পারে।
নকল দাঁত লাগানোর খরচ এবং পদ্ধতি সম্পর্কে জানতে এখানে প্রবেশ করুন।