মৃত্যুর আগে ফেসবুকে যা লিখেছিলেন সাংবাদিক রাহানুমা

- আপডেট সময় : ০৫:২৫:১৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪ ১০০ বার পড়া হয়েছে
জি টিভির নিউজরুম এডিটর সাংবাদিক রাহানুমান মরদেহ উদ্ধার করা হয়েছে রাজধানীর হাতেরঝিল থেকে। গত ২৭ আগস্ট মঙ্গলবার দিবাগত রাত ১ বেজে ৩০ মিনিটের দিকে হাতিরঝিল লেক থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। তারপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নেয়া হলে কর্তব্যরত চিকিৎস তাকে মৃত ঘোষণা করে।
সেই ঘটনার কিছু সময় আগে সাংবাদিক রাহানুমা তার ফেসবুকে ২ টি স্ট্যাটাস দিয়েছিলেন। এর মধ্যেও একটিতে তিনি লিখেছিলেন, জীবন্মৃত হয়ে থাকার চাইতে মরে যাওয়াই ভালো।
তার কিছু সময় পর সাংবাদিক রাহানুমা ঢাকা বিশ্ববিদ্যালয় অবস্থিত রাজু ভাস্কর্যের লোকেশন দিয়ে ফাহিম ফয়সাল নামের এক ব্যক্তির সাথে কয়েকটি ছবি পোস্ট করেন।
পোস্টের ক্যাপশনে তিনি লিখেন, আপনার মত একজন ভালো বন্ধু পেয়ে আমি সত্যি আনন্দিত, আল্লাহ আপনাকে সর্বদা মঙ্গল করুন। আশা করি খুব দ্রুত আপনার সমস্ত স্বপ্ন পূরণ হবে। আমি জানি আমরা একসঙ্গে অনেক পরিকল্পনা করেছি। আমাদের পরিকল্পনা পূরণ করতে পেরে দুঃখিত। আল্লাহ আপনার প্রতিটি ধাপে মঙ্গল করুক।
সাংবাদিক রাহানুমার স্বামীর নাম হচ্ছে সায়েদ শুভ্র। তারা ঢাকায় অবস্থিত কল্যাণপুরে ভাড়া বাসায় বাস করতেন। রাহানুমার বাবার নাম হচ্ছে বখতিয়ার শিকদার। তাদের গ্রামের বাড়ি হচ্ছে নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলায়। তার বড় আরেকটি বোন আছে।
মৃত্যুর আগে ফেসবুকে যা লিখেছিলেন সাংবাদিক রাহানুমা
ঘটনার পর সাংবাদিক রাহানুমান স্বামী সাংবাদিকদেরকে জানান, তিনি পানিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এটি আসলেই আত্মহত্যা নাকি পরিকল্পিতভাবে তাকে মারা হয়েছে সেটি লাশের ময়নাতনদের প্রতিবেদন হতে পেলে বিস্তারিত জানা যাবে।
সাংবাদিক রাহানুমার স্বামী আরও বলেন, রাহানুমা গতকাল অফিসে গিয়েছিলাম। কিন্তু রাতে দিনে বাসায় ফিরেন নি। এক ব্যক্তির কাছে বাসা ভাড়ার টাকা পাঠিয়ে দেন। তারপর তিনি তাকে ফোন করে জিজ্ঞেস করেন বাসায় না এসে অন্যকে দিয়ে কেন টাকা পাঠিয়েছে। তখন রাহানুমা জানান তিনি ব্যস্ত আছেন এবং এই বলে ফোন রেখে দেন। তারপর রাত ৩ টার দিকে খবর পান হাতিরঝিল লেকে রাহানুমা ঝাঁপ দিয়েছেন। তারপর ঢাকা মেডিকেল হাসপাতালে তিনি লাশ দেখতে পান।
তার স্বামী আরো বলেন, ৭ বছর আগে তারা প্রেম করে বিয়ে করেছিলেন এবং পরিবারকে না জানিয়ে। পারিবারিক জীবনে এদের মধ্যে কখনো ঝগড়া হয়নি। তবে বেশ কিছুদিন আগে রাহানুমা সংসার থেকে আলাদা হয়ে যেতে চাইছিলেন। এমনকি কাজী অফিসে গিয়ে তাদের ডিভোর্স সম্পন্ন করতে চেয়েছিলেন। কিন্তু দেশের সার্বিক পরিস্থিতি তাই সেটি করা হয়নি।
এদিকে হাতিরঝিল জেলখানার ওসি সাইফুল ইসলাম সাংবাদিকদের কে জানান, হাতিরঝিল লেকের পানিতে সাংবাদিক রাহানুমার নিথর দেহটি ভেসে ছিল। পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এটি আ ত্ম হ ত্যা নাকি পরিকল্পিত ঘটনা সেটি ময়নাতদন্তের পর জানা যাবে।
নায়িকা হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন দীপ্তি চৌধুরী, বিস্তারিত জানতে এখানে প্রবেশ করুন।