সমাজের বৈশিষ্ট্য কি কি
- আপডেট সময় : ০৮:০৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪ ৫৩ বার পড়া হয়েছে
সমাজ হচ্ছে মানুষ জাতির আদি সংগঠন। মানুষ সমাজে নিরাপত্তা এবং শান্তির আশ্রয় খুঁজে পায়। তাই সমাজের বৈশিষ্ট্য কি কি ও সমাজের ধারণাটি ব্যাপক।
সমাজের বৈশিষ্ট্য কি কি
১. সমাজ বিশ্বজনীন সংগঠন
সময়ের বিচারে সবচাইতে বড় সংগঠন হচ্ছে সমাজ। কেননা সারা পৃথিবী জুড়ে সমাজের বিস্তৃত রয়েছে। পৃথিবীতে এমন কোথাও দেশ কিংবা সামনে যেখানে সমাজের বিস্তার নেই। তাই এটি একটি বড় সংস্থা।
২. সমাজ একটি বিমূর্ত ধারণা
সমাজে বৈশিষ্ট গুলোর মধ্যে অন্যতম হচ্ছে এটি একটি বিমূর্ত ধারণা। ধারণা বলা হচ্ছে এই কারণে, যে সমাজকে কখনো ধরা বা ছোঁয়া যায় না।
৩. সমাজ একটি ব্যাপক সংগঠন
সারা বিশ্বজুড়েই সমাজের বিস্তারের কারণে এটিকে ব্যাপক সংগঠন বলা হয়।
৪. আত্ম সচেতনতা
সমাজের বৈশিষ্ট্য গুলোর মধ্যে আরেকটি অন্যতম হচ্ছে আত্মসচেতনতা। কারণ সচেতনতা না থাকলে কখনো সমাজ গড়ে উঠতে পারে না।
৫. সামাজিক গতিশীলতা
প্রতিটি সমাজে গতিশীল। যুগ যুগ ধরে এই গতিশীল সমাজে নানা পরিবর্তন লক্ষ্য করা যায়। পৃথিবীতে যাই কিছু করে থাকুক না কেন সমাজ কখনো থেমে থাকে না।
সমাজের বৈশিষ্ট্য কি কি
৬. দ্বন্দ্ব এবং প্রবৃত্তি
মানুষে মানুষের দ্বন্দ্ব আগেও ছিলো এবং ভবিষ্যতেও থাকবে। এ নিয়ে সমাজে বিভিন্ন প্রতিযোগিতা হয়ে থাকে। সেই থেকে সমাজের সৃষ্টি হয় না রকম দ্বন্দ্ব।
৭. সামাজিক মূল্যবোধ এবং রীতিনীতি
সামাজিক মূল্যবোধের কারণেই আমাদের সমাজ ব্যবস্থা টিকে আছে। তাই এটি সমাজের বৈশিষ্ট্য গুলোর মধ্যে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ।
৮. সামাজিক প্রতিষ্ঠান
আমাদের সমাজে বিভিন্ন রকম সামাজিক প্রতিষ্ঠান এবং রীতি নীতি রয়েছে। যার মধ্যে রয়েছে বিয়ে, পরিবার, সংঘ, ইউনিয়ন পরিষদ, বিভিন্ন সমিতি, এনজিও ইত্যাদি। এগুলো সমাজের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এবং অংশ।
৯. নিজস্ব সংস্কৃতি
প্রতিটি সমাজের এই নিজস্ব সংস্কৃতি রয়েছে। যার মাধ্যমে একটি সমাজকে অপর একটি সমাজ থেকে আলাদা করা যায়। যদিও সকল সমাজের বৈশিষ্ট্য গুলো একই রকম তারপরেও নিজস্ব সংস্কৃতি দ্বারা এদের মধ্যে কিছুটা পার্থক্য পরিলক্ষিত হয়।
শেষ কথা
সমাজের বৈশিষ্ট্য গুলো কি কি এই ধরনের প্রশ্ন প্রায় বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই প্রশ্নের উত্তরটি পরীক্ষায় অবশ্যই উপরের মতো করে পয়েন্ট আকারে লিখবে। সমাজের বৈশিষ্ট্য কি কি, সমাজের প্রকৃতি গুলো কি কি, কি কি নিয়ে সমাজ গড়ে তো হয় সব গুলো প্রশ্নের উত্তর এইরকম।