প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষক নিয়োগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৪:৩০ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪ ৪৯ বার পড়া হয়েছে

প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষক নিয়োগ

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খুব শীঘ্রই বাংলাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ক শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে বাংলাদেশ সরকার। তবে শুরুতে সকল প্রাথমিক বিদ্যালয়ে এই ২ টি পদে সরাসরি শিক্ষক নিয়োগ দেওয়া হবে না। প্রাথমিক অবস্থা ক্লাস্টারের ভিত্তিতে শিক্ষক নিয়োগ দেওয়া হবে এবং পরবর্তীতে নিয়োগ বিজ্ঞাপ্তি সংশোধন করে চূড়ান্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে।

বাংলাদেশের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা যায়, একটি জেলা বা উপজেলার সর্বমোট ২০ থেকে ২৫ টি প্রাথমিক বিদ্যালয় মিলে একটি করে ক্লাস্টার তৈরি হয়। সেই হিসেবে সারা বাংলাদেশের ক্লাস্টারের মোট সংখ্যা ২ হাজার ৫৩৮টি। শুরুতে একটি ক্লাস্টারের জন্য একজন করে সংগীত ও শারীরিক শিক্ষক নিয়োগ দেয়া হবে। অর্থাৎ একজন শিক্ষক ২০ থেকে ২৫ টি বিদ্যালয়ের জন্য দায়িত্ব পালন করবেন। সংগীত ও শারীরিক শিক্ষকদের পদবী হবে সহকারী শিক্ষক। এই পদ অনুসারেই তারা বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবে।

যেহেতু একজন শিক্ষক ২০ থেকে ২৫টি স্কুলের দায়িত্ব পালন করবে তাই তাদের অফিসটি ঠিক কোথায় হবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষক নিয়োগ

প্রাথমিক বিদ্যালয় ক্লাস্টারের হিসেবে মোট ৫ হাজার ১৬৬ জন সরকারি শিক্ষক নিয়োগ দেয়া হবে এই দুটি পদে। যার ভিতরে সংগীত বিষয়ে নিয়োগ ২৫৮৩ জন এবং শারীরিক বিষয়ে নিয়োগ পাবে আরও ২৫৮২ জন। এই দুটি পদের শিক্ষক নিয়োগের জন্য ইতিমধ্যে সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে। বাংলাদেশ জন প্রশাসন ও অর্থ বিভাগের শর্ত অনুসারে প্রাথমিক শিক্ষকের নিয়োগ নীতিমালা ২০১৯ এ অন্তর্ভুক্ত করে নিয়োগ কার্যক্রম করা হবে। প্রাথমিক বিদ্যালয়ের সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ক শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য ইতিমধ্য সংশোধনী প্রস্তাব মন্ত্রণালয় পাঠানো হয়েছে।

প্রাথমিক অবস্থায় ৫ হাজার ১৬৬ টি পদের জন্য কবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারবে এমন প্রশ্নের অধিদপ্তরে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা বলেন, নিয়োগ বিধির সংশোধনীর প্রক্রিয়ার জন্য বেশ কিছু সময় লাগবে। এজন্য আনুমানিক ৩ মাসের সময় প্রয়োজন হবে। তাতে করে সব প্রক্রিয়া সম্পন্ন করে আগামী ৫ মাসের ভিতরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।

তবে শিক্ষক নিয়োগের জন্য কিছু শর্ত রয়েছে। সেগুলোর মধ্যে হচ্ছে অর্থ বিভাগের ব্যবস্থাপনা কোন বিভাগের সম্মতি নিয়ে বেতন স্কেল নির্ধারণ করতে হবে। অস্থায়ী পদের ক্ষেত্রে মন্ত্রী পরিষদ বিভাগের সরকারি আদেশ মান্য করে চলতে হবে। সবকিছু ঠিকঠাক ভাবে সম্পন্ন হলে আগামী ৫ মাসের ভিতরে প্রাথমিক বিদ্যালয়ের সংগীত এবং শারীরিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষক নিয়োগ

আপডেট সময় : ০৪:৩৪:৩০ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪

খুব শীঘ্রই বাংলাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ক শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে বাংলাদেশ সরকার। তবে শুরুতে সকল প্রাথমিক বিদ্যালয়ে এই ২ টি পদে সরাসরি শিক্ষক নিয়োগ দেওয়া হবে না। প্রাথমিক অবস্থা ক্লাস্টারের ভিত্তিতে শিক্ষক নিয়োগ দেওয়া হবে এবং পরবর্তীতে নিয়োগ বিজ্ঞাপ্তি সংশোধন করে চূড়ান্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে।

বাংলাদেশের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা যায়, একটি জেলা বা উপজেলার সর্বমোট ২০ থেকে ২৫ টি প্রাথমিক বিদ্যালয় মিলে একটি করে ক্লাস্টার তৈরি হয়। সেই হিসেবে সারা বাংলাদেশের ক্লাস্টারের মোট সংখ্যা ২ হাজার ৫৩৮টি। শুরুতে একটি ক্লাস্টারের জন্য একজন করে সংগীত ও শারীরিক শিক্ষক নিয়োগ দেয়া হবে। অর্থাৎ একজন শিক্ষক ২০ থেকে ২৫ টি বিদ্যালয়ের জন্য দায়িত্ব পালন করবেন। সংগীত ও শারীরিক শিক্ষকদের পদবী হবে সহকারী শিক্ষক। এই পদ অনুসারেই তারা বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবে।

যেহেতু একজন শিক্ষক ২০ থেকে ২৫টি স্কুলের দায়িত্ব পালন করবে তাই তাদের অফিসটি ঠিক কোথায় হবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষক নিয়োগ

প্রাথমিক বিদ্যালয় ক্লাস্টারের হিসেবে মোট ৫ হাজার ১৬৬ জন সরকারি শিক্ষক নিয়োগ দেয়া হবে এই দুটি পদে। যার ভিতরে সংগীত বিষয়ে নিয়োগ ২৫৮৩ জন এবং শারীরিক বিষয়ে নিয়োগ পাবে আরও ২৫৮২ জন। এই দুটি পদের শিক্ষক নিয়োগের জন্য ইতিমধ্যে সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে। বাংলাদেশ জন প্রশাসন ও অর্থ বিভাগের শর্ত অনুসারে প্রাথমিক শিক্ষকের নিয়োগ নীতিমালা ২০১৯ এ অন্তর্ভুক্ত করে নিয়োগ কার্যক্রম করা হবে। প্রাথমিক বিদ্যালয়ের সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ক শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য ইতিমধ্য সংশোধনী প্রস্তাব মন্ত্রণালয় পাঠানো হয়েছে।

প্রাথমিক অবস্থায় ৫ হাজার ১৬৬ টি পদের জন্য কবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারবে এমন প্রশ্নের অধিদপ্তরে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা বলেন, নিয়োগ বিধির সংশোধনীর প্রক্রিয়ার জন্য বেশ কিছু সময় লাগবে। এজন্য আনুমানিক ৩ মাসের সময় প্রয়োজন হবে। তাতে করে সব প্রক্রিয়া সম্পন্ন করে আগামী ৫ মাসের ভিতরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।

তবে শিক্ষক নিয়োগের জন্য কিছু শর্ত রয়েছে। সেগুলোর মধ্যে হচ্ছে অর্থ বিভাগের ব্যবস্থাপনা কোন বিভাগের সম্মতি নিয়ে বেতন স্কেল নির্ধারণ করতে হবে। অস্থায়ী পদের ক্ষেত্রে মন্ত্রী পরিষদ বিভাগের সরকারি আদেশ মান্য করে চলতে হবে। সবকিছু ঠিকঠাক ভাবে সম্পন্ন হলে আগামী ৫ মাসের ভিতরে প্রাথমিক বিদ্যালয়ের সংগীত এবং শারীরিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে।