শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে জানা গেলো
- আপডেট সময় : ০৯:০৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪ ৪৪ বার পড়া হয়েছে
শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে এ ব্যাপারে এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি। তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে দেশের চলমান পরিস্থিতি বিবেচনা করে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে।
বাংলাদেশের মাননীয় শিক্ষা মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল আজ ২৫ জুলাই বৃহস্পতিবার সাংবাদিকদের কে বলেন, বাংলাদেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতি বিবেচনায় এখন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পরিবেশ তৈরি হয়নি।
শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবেন সে ব্যাপারে তিনি আরো বলেন, চলমান পরিস্থিতিতে শতভাগ নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা দেশের কোন শিক্ষা প্রতিষ্ঠান খোলার অনুমতি দিতে পারছে না। শিক্ষার্থীদের নিরাপত্তায় আমাদের কাছে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। এইচএসসি ও সমমান পরীক্ষার ব্যাপারে সাংবাদিকদেরকে এক প্রশ্নের মাননীয় শিক্ষামন্ত্রী বলেন, চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা শেষ করাই এখন আমাদের মূল উদ্দেশ্য।
কোটা সংস্কার আন্দোলনে সৃষ্ট অস্থিতিশীল পরিবেশের কারণে গত ১৬ জুলাই থেকে সারা বাংলাদেশের স্কুল, কলেজ, মাদ্রাসা এবং জাতীয় বিশ্ববিদ্যালয় সহ সকল প্রাইভেট বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। এ সকল প্রতিষ্ঠানের পাশাপাশি আরও বন্ধ ঘোষণা করা হয় বাংলাদেশের সকল মেডিকেল কলেজ এবং অন্যান্য ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে জানা গেলো
শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে এই প্রশ্ন এ ব্যাপারে আরও একটি আপডেট হচ্ছে গত ২৪ জুলাই বুধবার সরকারি প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ঘোষনার মাধ্যমে সাংবাদিকদের কে নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের কর্মকর্তা মাহবুবুর রহমান। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে বলে তিনি সাংবাদিকদেরকে জানান। সেই সাথে পরবর্তী ঘোষণা দেওয়া পর্যন্ত এই সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে এই বিষয়ে গতকাল ঢাকার আয়োজিত একটি সাংবাদিক সম্মেলনে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, যত তাড়াতাড়ি শিক্ষার প্রতিষ্ঠান ফিরে আনা সম্ভব হয় ততই তাড়াতাড়ি শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হবে। এ ব্যাপারে বাংলাদেশ সরকার যথেষ্ট সদস্য রয়েছে। আশা করতে পারেন খুব শীঘ্রই শিক্ষা প্রতিষ্ঠান গুলো খুলে দেওয়া হবে। তবে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিলেও শিক্ষার্থীদের নিরাপত্তা লক্ষে আবাসিক হল গুলো এই মুহূর্তে খোলা সম্ভব হবে না।
শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে এই ব্যাপারে পরবর্তী দিকনির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশে সকল শিক্ষা প্রতিষ্ঠান আপাতত বন্ধ থাকবে।