শিক্ষক হতে কি কি যোগ্যতা লাগে
- আপডেট সময় : ১১:৩৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪ ৭১ বার পড়া হয়েছে
সম্মানজনক পেশা গুলোর মধ্যে অন্যতম হচ্ছে শিক্ষকতা। কিন্তু আপনি কি জানেন শিক্ষক হতে কি কি যোগ্যতা লাগে? শিক্ষকরা আমাদের ছেলেবেলার নায়ক। সমাজের সবচাইতে সম্মান করা হয় শিক্ষকদেরকে। আমরা অনেক সময় প্রিয় শিক্ষকদের দেখে নিজেরাও শিক্ষকতা পেশায় যাওয়ার জন্য অনুপ্রাণিত হয়ে থাকি।
আবার জীবনের লক্ষ্য হিসেবে রচনায় আমরা প্রায় সবাই লেখা থেকে বড় হয়ে শিক্ষক হতে চাই। তাই আপনি যদি মনে মনে সংকল্প করে থাকেন শিক্ষকতা পেশায় প্রবেশ করবেন তাহলে আপনার অবশ্যই জানানো উচিত শিক্ষক হতে কি কি যোগ্যতা লাগে।
প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হতে কি কি যোগ্যতা লাগে
শুরুতেই প্রাথমিক বিদ্যালয়ের প্রসঙ্গে আসে। বর্তমানে প্রাথমিক বিদ্যালয় শিক্ষক হতে অনার্স সমমানের ডিগ্রী প্রয়োজন হয়। প্রথমে আপনাকে প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করতে হবে। তারপর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সেটাতে আবেদন করতে হবে।
নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার পর প্রথম ধাপে প্রিলিমিনারী পরিক্ষা নেওয়া হবে। এই পরিক্ষাটি মূলত এমসিকিউ বা বহুনির্বাচনি পদ্ধতিতে নেওয়া হয়। এতে মোট নম্বর থাকবে ৮০ নম্বর। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর পাওয়া যাবে এবং ভূল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ অধ্যায়ের পরবর্তীতে ২০ নম্বরের ভাইভা পরীক্ষার জন্য ডাকা হবে। ভাইবা পরীক্ষা শেষে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে। উক্ত ফলাফলে যারা উত্তীর্ণ হবে তারাই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগের জন্য সুপারিশ করতে হবেন।
সরকারি হাই-স্কুলের শিক্ষক হতে কি কি যোগ্যতা লাগে
সরকারি হাই স্কুলের শিক্ষক হতে সংশ্লিষ্ট বিষয়ে অনার্স পাস হতে হবে। সেই সাথে শিক্ষা জীবনে কোন পরীক্ষায় তৃতীয় বিভাগ থাকা যাবে না। অর্থাৎ ন্যূনতম দ্বিতীয় বিভাগে পাশ করতে হবে।
তারপর সরকারি হাইস্কুলের নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে হবে। এই পদ্ধতিতে শিক্ষক নিয়োগে মোট তিনটি ধাপে পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম ধাপে প্রিলিমিনারি, দ্বিতীয় ধাপে লিখিত এবং তৃতীয় ধাপে ভাইভা বা মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। তারপর প্রাপ্ত নম্বরের ভিত্তিতে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। হাই স্কুলের সরকারি পরীক্ষায় চূড়ান্ত ফলাফলের পর নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশের বিভিন্ন সরকারি স্কুলে পোস্টিং দেওয়া হয়।
এমপিও ভুক্ত হাই স্কুল বা কলেজের শিক্ষক হতে কি কি যোগ্যতা লাগে
এমপিও ভুক্ত বা আধা সরকারি হাই স্কুলে এবং কলেজের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া প্রায় একই রকম। এজন্য প্রথমে নিবন্ধন পরীক্ষা দিতে হয়। নিবন্ধন পরীক্ষা তিনটি ধাপে হয়ে থাকে। প্রথম ধাপে প্রিলিমিনারি, দ্বিতীয় ধাপে লিখিত এবং তৃতীয় ধাপে মৌখিকভাবে পরীক্ষা। পরীক্ষা শেষে চূড়ান্ত ফলাফলের ভিত্তিতে নির্বাচিত প্রার্থীদের নিবন্ধন সনদ প্রদান করা হয়।
তারপর বিভিন্ন এমপিও ভুক্ত হাই-স্কুল এবং কলেজের আসন খালি থাকার সাপেক্ষে গণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। নিবন্ধন সনদধারী প্রার্থীরা বিভিন্ন স্কুল এবং কলেজ গুলোতে আবেদন করে থাকে। তারপর নম্বরের ভিত্তিতে বিভিন্ন স্কুল এবং কলেজে তাদেরকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়।
সরকারি কলেজের শিক্ষক হতে কি কি যোগ্যতা লাগে
সরকারি কলেজে শিক্ষক হওয়ার জন্য বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। বিসিএস পরীক্ষায় প্রিলিমিনারি, রিটেন এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলে ক্যাডার চয়েস দেওয়া সাপেক্ষে সরকারি কলেজে যোগদান করা যায়।
বিশ্ববিদ্যালয় শিক্ষক হতে কি কি যোগ্যতা লাগে
পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে সবচাইতে যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে সিজিপিএ বা রেজাল্ট। কেউ যত ভালো বিশ্ববিদ্যালয় থেকে যত বেশি সিজিপিএ নিয়ে পাস করতে পারবে এবং বিভিন্ন গবেষণামূলক কাজে নিজেকে যোগ্য প্রমাণ করতে পারবে তার তথ্য ভালো পাবলিক অথবা প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষক হওয়ার সম্ভাবনা বেশি।
আশা করি শিক্ষক হতে কি কি যোগ্যতা লাগে সে সম্পর্কে আপনাদের ধারণা হয়েছে। আজকে আমি শুধু আপনাদের সাথে শিক্ষাগত যোগ্যতার বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। অন্য আরেকদিন শিক্ষাগত যোগ্যতা ছাড়া অন্যান্য কি বিষয়ে দক্ষ হওয়া প্রয়োজন সে বিষয় গুলো নিয়ে আলোচনা করব।