শাহরুখ খান বিশ্বের কত তম ধনী
- আপডেট সময় : ০২:৩৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪ ৬৩ বার পড়া হয়েছে
ভারতের অন্যতম সুপারস্টার শাহরুখ খান। অনেকেই জানতে চান শাহরুখ খান বিশ্বের কততম ধনী। পৃথিবীজুড়ে জনপ্রিয় এই তারকার রয়েছে কোটি কোটি ভক্ত।
১৯৬৫ সালের ২ নভেম্বর ভারতের রাজধানী দিল্লির একটি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন বিশ্বখ্যাত সুপারস্টার শাহরুখ খান। জন্মগ্রহণের পর পাঁচ বছর তিনি কাটিয়েছেন ম্যাঙ্গালোরের মায়ের পরিবারের সঙ্গে। সেখান থেকে পরবর্তীতে দিল্লিতে ফিরে যান এবং অর্থনীতি বিভাগে ডিগ্রী অর্জন করেন ১৯৮৮ সালে। কিন্তু নাম লেখালেন অভিনয় জগতে। আজ তিনি পৃথিবীর অন্যতম ধনী অভিনেতাদের মধ্যে একজন। আয়ে উৎস হিসেবে রয়েছে সিনেমা এবং বিজনেস।
শাহরুখ খান বিশ্বের কততম ধনী
ভারতীয় গণমাধ্যম গুলোর হিসাব মতে তার মোট সম্পদের পরিমাণ প্রায় ৭৭ কোটি ডলার। ভারতীয় মুদ্রায় যেটির পরিমাণ প্রায় ৬ হাজার ৩০০ কোটি রুপির অনেক বেশি। এই হিসাবে তিনি বিশ্বের ধনী অভিনেতাদের মধ্যে অন্যতম। তার আগে রয়েছেন ডোয়াইন জনসন রক, টেইলার পেরি, জেরি সিনফেল্ড ফ্রেন্ড। হলিউডের বিখ্যাত নায়ক টম ক্রুজ, জর্জ কুর্নির মত অভিনেতাদের পিছিয়ে ফেলেছেন শাহরুখ খান।
২০১৭ সালে বিশ্ব বিখ্যাত ম্যাগাজিন ফোবর্স এর তালিকা অনুযায়ী তিনি ছিলেন ৬৫ তম স্থানে। তারপর ২০২০ সালের পর থেকে সম্পদের পরিমাণ আরো অনেক বেড়েছে শাহরুখ খানের। বিশেষ করে ২০২৩ সালের পর থেকে তার বেশ কিছু ব্যবসা সকল ছবি রয়েছে যেমন পাঠান এবং জাওয়ান। পাঠান ছবি আয় করেছে সারা পৃথিবী জুড়ে ১ হাজার ৫০ কোটি রুপের বেশি। তবে তিনি এই সিনেমার জন্য নির্ধারিত কোন পারিশ্রমিক নেননি। নিয়েছেন সিনেমার মোট লাভের প্রায় ৬০%। এতে করে তার পকেটে ঢুকেছে প্রায় ২০০ কোটি রুপি। তাহলে বুঝতেই পারছেন শাহরুখ খান বিশ্বের কততম ধনী তারকা।
পাঠান সিনেমার সফলতার পর জাওয়ান সিনেমা থেকে আয় হয়েছে প্রায় এক ১১০০ কোটি রুপির উপরে। সেখান থেকেও কোন পারিশ্রমিক না নিয়ে মোট লাভের ৬০ ভাগ নিয়েছেন বলিউডের এই কিং খান।
শাহরুখ খান বিশ্বের কত তম ধনী
তার সম্পদ গুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় হচ্ছে মুম্বাইয়ের নজর করা বাড়ি মান্নাত। আজ থেকে প্রায় ২৩ বছর আগে তিনি এই বাড়িটি কিনেছিলেন ১৩ কোটি ৩২ লাখ রুপি দিয়ে। তারপর নিজের মত করে সাজিয়েছেন বাড়িটিকে। মুম্বাইয়ের অন্যতম সুন্দর বাড়ি বলে মনে করা হয় শাহরুখ খানের মান্নত কে। ভারতের অন্যতম গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের হিসাব মতে বর্তমানে এই বাড়িটির দাম প্রায় ২০০ কোটি রুপি।
শাহরুখ খানের ভারতের পাশাপাশি লন্ডনের বাড়ি আছে। সেখানকার অভিজাত এলাকা পার্ক লেনে তার যে বাড়িটি আছে তার দাম ১৮০ কোটি রুপি। প্রায় ১০০ কোটি রুপি মূল্যের আরেকটি বাড়ি রয়েছে যার নাম জান্নাত। যেটি দুবাইয়ের পাম্প জুমেরা নামের একটি মানুষের তৈরি করা দ্বীপে অবস্থিত।
আশা করি শাহরুখ খান বিশ্বের কততম ধনী সে সম্পর্কে অনেকটাই অনুমান করতে পারছেন। শুধুমাত্র এখানেই শেষ নয় শাহরুখ খানের সম্পদের মধ্যে আরও রয়েছে রেড চিলিস এন্টারটেইনমেন্ট। যে প্রতিষ্ঠানটির প্রতি বাৎসরিক আয় প্রায় ৫০০ কোটি রূপি।
কিং খানের ক্রিকেট ও গাড়ি
সরাসরি ক্রিকেটের সাথে যুক্ত এমন অনেক বলিউড তারকা রয়েছেন। তার মধ্যে বলিউডের কিং খান অন্যতম। তিনি কলকাতা নাইট রাইডার্স টিমের অন্যতম মালিক। বিশ্ব বিখ্যাত ম্যাগাজিন ফোর্বসের এর মতে আইপিএলের এই দলটির বর্তমান বাজার মূল্য প্রায় ১১০ কোটি মার্কিন ডলার। তার মানে বুঝতে পারছেন ক্রিকেট জগতেও শাহরুখ খান বেশ ভালো ব্যবসা করছে। তবে কলকাতা নাইট রাইডার্স এর বাইরেও শাহরুখ খান আরো বেশ কয়েকটি ক্রিকেট দলের বিনিয়োগ করেছেন। যেই বিনিয়োগকৃত সম্পদের পরিমাণ প্রায় ৭৪০ কোটি রুপি বলে অনুমান করা যায়।
ধনী ব্যক্তিদের শখের বস্তুগুলোর মধ্যে অন্যতম হচ্ছে গাড়ি।। শাহরুখ খানের গাড়ির লাইব্রেরীতে রয়েছে বুগতি ভেরন, BMW 7 সিরিজ, ল্যান্ড রোভার, টয়োটা ল্যান্ড ক্রুজার সহ আরো বেশ কয়েকটি বিলাসবহুল দামি গাড়ি।
আশা করি এখন আপনাদের আরো বেশি ধারণা স্পষ্ট হয়েছে যে শাহরুখ খান বিশ্বের কততম ধনী।
বলিউডের কিং খানের জনপ্রিয়তার শীর্ষে উঠে আসেন দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে সিনেমার মাধ্যমে। এটি ছিল ভারতের অন্যতম ব্যবসা সফল ছবি। যার মাধ্যমে শাহরুখ খান নিজেকে আন্তর্জাতিক অঙ্গনে তারকা হিসেবে আত্মপ্রকাশ করেন।
মোবাইল দিয়ে টাকা আয় করার উপায় জানতে এখানে প্রবেশ করুন।