শাহরুখ খান যুক্তরাষ্ট্রে যাচ্ছেন চিকিৎসা নিতে
- আপডেট সময় : ০৮:৫৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪ ৪২ বার পড়া হয়েছে
বলিউডের বাদশা শাহরুখ খানের সময় খুব একটা ভালো যাচ্ছে না ইদানিং। বিগত বেশ কয়েকদিন যাবৎ বিপদ যেনো তার পিছু লেগেই আছে। এইতো কিছুদিন আগেও আইপিএল চলাকালে হিট স্ট্রোক করে মারাত্মক অসুস্থ হয়ে গিয়েছিলেন তিনি। চিকিৎসা গ্রহণ করে আবার সুস্থ হয়ে কাজেও ফিরে এসেছেন। কিন্তু তাকে নিয়ে আবারও খারাপ সংবাদ শোনা গেল।
গত ৩০ জুলাই মঙ্গলবার শাহরুখ খান চিকিৎসার জন্য আমেরিকা গিয়েছেন। চোখের সমস্যায় ভুগছেন বলিউডের এই কিং খান। মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির বিয়ের সময়ও তিনি চোখের সমস্যায় আক্রান্ত ছিলেন। বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে তিনি সেই সময় থেকেই মুম্বাইয়ে চোখের চিকিৎসা সেবা গ্রহণ করছেন। কিন্তু তাতে করে পুরোপুরি সমস্যা কেটে যায় নি শাহরুখ খানের। আবারো বাম চোখে বেশ সমস্যা দেখা দিয়েছে। তাই উন্নত চিকিৎসার জন্য এবার তিনি আমেরিকায় পাড়ি জমাচ্ছেন।
অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন বলিউডের কিং শাহরুখ খান। এমনকি সম্প্রতি ফারহান খানের মায়ের শেষকৃত্যের অনুষ্ঠানেও গিয়েছিলেন তিনি। তবে এই সময় গুলোতে শাহরুখ খানকে সবসময় কালো চশমা পরিহিত অবস্থায় দেখা গিয়েছে।
শাহরুখ খান যুক্তরাষ্ট্রে যাচ্ছেন চিকিৎসা নিতে
বিগত বছরে শাহরুখ খানের অ্যাকশন ধর্মী সিনেমা পাঠান এবং জাওয়ান ব্যাপক হিট হয়েছে। সারা বিশ্বজুড়ে আয় করেছে রেকর্ডসংখ্যা টাকা। জাওয়ান সিনেমায় শাহরুখ খানের সাথে প্রথমবারের মতো অভিনয় করেছে সাউথ ইন্ডিয়ান এর জনপ্রিয় অভিনেতা বিজয় সেতুপতি। জওয়ান সিনেমাটির পরিচালক ছিলো অ্যাটলি কুমার
বিগত কয়েক বছরে শাহরুখ খান রোমান্টিক ধাঁচের সিনেমা থেকে বোর হয়ে অ্যাকশন সিনেমাতে বেশি আগ্রহী হচ্ছেন। দর্শকও এ ধরনের সিনেমা খুব আনন্দে গ্রহণ করছে। অনেকে মনে করেছিল শাহরুখ খানের দিন হয়তো বা শেষ হতে যাচ্ছে। কিন্তু জাওয়ান এবং পাঠান সিনেমার মাধ্যমে বেশ ভালোভাবেই কাম ব্যাক করেছেন।
তারপরে মুক্তি পাওয়া ডানকি সিনেমাটিও দর্শকদের মনে দেশ জায়গা করে নিয়েছে। শাহরুখ খানের আপকামিং যে সিনেমাটি “কিং” সেটিও অ্যাকশন সিনেমা।
শাহরুখ খানের কিং সিনেমাতে প্রথমবারের মতো অভিনয় করবেন তার মেয়ে সুহানা। সিনেমাটির নির্মাতা সুজয় ঘোষ। শাহরুখ খানের কিং সিনেমা সম্পর্কে অনেকে ধারণা করছে এটি কোরিয়ান সিনেমার রিমেক হতে পারে। তবে শেষ পর্যন্ত কি হবে সেটি সিনেমার পরবর্তী আপডেট এই জানা যাবে।