শাকিব খান বিপিএলে দল কিনেছেন
- আপডেট সময় : ১২:৫৪:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪ ৪৯ বার পড়া হয়েছে
দেশের রাজনৈতিক পটভূমি পরিবর্তিত হয়েছে অল্প কিছুদিনই হল। অস্থিতিশীল এই সময়ের প্রভাব পড়েছে বাংলাদেশের ক্রীড়া অঙ্গনেও। এমনই এক সময়ে বাংলাদেশের জনপ্রিয় সুপারস্টার শাকিব খান বিপিএলে দল কিনেছেন বলে শোনা যাচ্ছে।
গত আসর থেকে গুঞ্জন উঠেছিল বাংলাদেশ প্রিমিয়ার লীগ বা বিপিএল থেকে নাম সরিয়ে নিতে পারে বেশ কয়েকটি ফ্রাঞ্চাইজি। কুমিল্লা ভিক্টোরিয়াস যেটি কিনা ৪ বারের বিপিএল চ্যাম্পিয়ন সেটির নাম সবার আগে ছিলো। চলতি বছরেই কুমিল্লা ভিক্টোরিয়ার্স এর কর্ণধার নাফিসা কামাল তার লাভের দাবিতে আসর শুরুর আগেই আর দল না রাখার হুমকি দিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিকে।
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর দেশজুড়ে যে পরিবর্তন হচ্ছে তার প্রভাব পড়েছে ক্রিকেট বোর্ডেও। তাই আপাতত অনুমান করা হচ্ছে যে নাফিসা কামাল হয়তোবা কুমিল্লার ভিক্টোরিয়াসে আর থাকছে না সামনের বিপিএলে। যেমনটা তিনি আগেই বলেছিলেন।
শাকিব খান বিপিএলে দল কিনেছেন
তবে কুমিল্লার ভিক্টোরিয়াসে তিনি না থাকলেও বিপিএলে তারকা মালিকের উপস্থিতি খুব একটা কমে যাচ্ছে না। শাকিব খানের বিপিএলে দল কেনার ব্যাপারে যে খবরটি প্রকাশিত হয়েছে সেটি হচ্ছে, ঢাকার এই ফ্রাঞ্চাইজটি শাকিব খানের কসমেটিকস ব্যবসার সাথে যুক্ত প্রতিষ্ঠান রিমার্ক হারল্যান কিনে নিচ্ছে।
চলতি বছরে শুরুর দিকে রিমার্ক হারল্যান নামের একটি প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশের অন্যতম সুপারস্টার শাকিব খান। তবে উক্ত প্রতিষ্ঠান মূল উদ্যোক্তা কিংবা মালিক শাকিব খান নন। বাংলাদেশের জনপ্রিয় ইলেকট্রনিক্স পণ্য সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটনের উদ্যোগে রিমার্ক এন্ড হারল্যান প্রতিষ্ঠানটি গড়ে উঠেছে।
আসছে আগামী বাংলাদেশ প্রিমিয়ার লিগের জন্য ঢাকার এই দলটির মালিকানা রিমার্ক এন্ড হারল্যান প্রতিষ্ঠানটি কিনে নিয়েছে। বাংলাদেশের ক্রিকেট বোর্ডের একটি সূত্র এই বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
শাকিব খানের বিপিএলের দল কেনার ব্যাপারে আরও জানা যায় ইতিমধ্যে সহ আনুষ্ঠানিক প্রক্রিয়ায় শুরু করেছে উভয়পক্ষ।