ল্যাপটপ নাকি ডেক্সটপ কোনটি কেনা উচিত
- আপডেট সময় : ০৯:৫২:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪ ৪৩ বার পড়া হয়েছে
কম্পিউটার কেনার সময় আমাদের সবার মনের মাঝে একটি কনফিউশন কাজ করে। ল্যাপটপ নাকি ডেক্সটপ কোনটি কিনবো। ব্যবহার এবং প্রয়োজনীয়তার উপর নির্ভর করে নির্ধারণ করা উচিত কোনটি আপনি কিনবেন।
চলুন এ ব্যাপারে সকল কনফিউশন দূর করে দিচ্ছি।
প্রথমে জেনে নেই ল্যাপটপ এবং ডেক্সটপ এর মধ্যে পার্থক্য:
ল্যাপটপ নাকি ডেক্সটপ কোনটি কিনবেন সেটি সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে জানতে হবে ল্যাপটপ এবং ডেক্সটপ এর মধ্যে পার্থক্য।
১. ল্যাপটপ সহজে বহন করা যায় কিন্তু ডেক্সটপ সহজে বহন করা যায় না। কারণ ল্যাপটপ সাইজে খুবই ছোট হয়। কিন্তু ডেক্সটপে বিভিন্ন যন্ত্রাংশ একত্রিত থাকার কারণে এটির সাইজ বেশ বড় হয়।
২. ল্যাপটপে আলাদাভাবে মনিটর, কিবোর্ড, মাউস কিংবা স্পিকার সহ অন্যান্য সুবিধা সম্বলিত যন্ত্র গুলি আলাদাভাবে ব্যবহার করতে হয় না। কিন্তু ডেক্সটপে প্রতিটা যন্ত্রই আলাদা ভাবে ব্যবহার করতে হয় এবং সেটি কিনতে হয়।
৩. ল্যাপটপের ক্ষেত্রে যেহেতু ব্যাটারি থাকে তাই বিদ্যুৎ ছাড়াও আপনি দুই থেকে তিন ঘন্টা ব্যবহার করতে পারবেন। এছাড়া মোবাইলের হটস্পট কিংবা ওয়াইফাই দিয়ে খুব সহজেই ইন্টারনেটে ব্যবহার করতে পারবেন।
কিন্তু ডেক্সটপে এ ধরনের সুবিধা নেই। বিদ্যুৎ ছাড়া ডেস্কটপ ব্যবহার করতে চাইলে আপনাকে আলাদা ইউপিএস বা আইপিএস ব্যবহার করতে হবে।
ল্যাপটপ নাকি ডেক্সটপ কোনটি কেনা উচিত
৪. ডেস্কটপে আপনি চাইলেই অতিরিক্ত গ্রাফিক্স কার্ড সহ নানা পার্টস এবং ফিচার গুলো আপডেট করতে পারবেন।
কিন্তু ল্যাপটপে সেগুলো পারবেন না। অর্থাৎ আপডেট করতে পারবেন না। এক্ষেত্রে ল্যাপটপ নাকি ডেক্সটপ কোনটি কিনবে সেই সিদ্ধান্তে ডেস্কটপ অবশ্যই এগিয়ে থাকবে।
৫. দামের ক্ষেত্রে একই কনফিগারেশনের ডেস্কটপের দামের চাইতে ল্যাপটপের দামের চাইতে কিছুটা বেশি।
ল্যাপটপ নাকি ডেক্সটপ কোনটি কিনবেন?
আপনার যদি কম্পিউটারটি এখানে সেখানে নড়াচড়া কিংবা বহন করার প্রয়োজন না হয়। এবং খুব একটা ভারী কাজ কিংবা গেমিং করেন না। ছোটখাটো অফিসের কাজ, সিনেমা দেখা, কিংবা ফ্রিল্যান্সিং করেন। এ ধরনের ব্যবহার ক্ষেত্রে আপনি অবশ্যই ল্যাপটপ কিনবেন। যেহেতু ল্যাপটপে বাড়তি কোন পার্টস এর প্রয়োজন পড়ে না তাই ছোট কাজের জন্য এটি সবচাইতে বেশি সুবিধা জনক।
আর যদি এমন হয় আপনি অনেক বেশি গেম খেলেন, গ্রাফিক্স কিংবা ভিডিও এডিটিং এর কাজ করেন। অথবা একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার। তাহলে আপনার অবশ্যই ডেস্কটপ কেনা উচিত। কারণ এ ধরনের কাজের ক্ষেত্রে কিছুদিন পর পরই র্যাম সহ গ্রাফিক্স কার্ড ইত্যাদি আপডেট করার প্রয়োজন পড়ে। এছাড়া একই কনফিগারেশনে ল্যাপটপের তুলনায় ডেক্সটপে অনেক বেশি স্পিড পাওয়া যায়।
আশা করি ল্যাপটপ নাকি ডেক্সটপ কোনটি কিনবেন সেটি সম্পর্কে আপনারা এখন সিদ্ধান্ত নিতে পারবেন।
এবারের সেরা তামিল সিনেমা মহারাজা বিস্তারিত জানতে এখানে প্রবেশ করুন।