সংহতি জানাতে এসে তোপের মুখে রাফসান দ্যা ছোট ভাই

- আপডেট সময় : ০২:৫৬:১৮ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪ ৭২ বার পড়া হয়েছে
কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে সংহতি জানাতে এসে তোপের মুখে পড়েছে বাংলাদেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্যা ছোট ভাই। গতকাল ৩ আগস্ট শনিবার রাজধানী ঢাকা বিশ্ববিদ্যালয় মোড়ে গাড়ি থেকে নেমে আসেন জনপ্রিয় এই কন্টেন্ট ক্রিয়েটর। শিক্ষার্থীদের সাথে একত্রিত হয়ে সংহতি জানাতে চাইলে ভুয়া ভুয়া করে চিৎকার করে তাকে পরিত্যাগ করে কোটা আন্দোলনকৃত শিক্ষার্থী। তারপর রাফসান দ্যা ছোট ভাই তোপের মুখে পড়ে নিজের গাড়িতে করে ফিরে যান।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয় মোড় বা টিএসসি চত্বরে নেমে কোটা আন্দোলনকৃত শিক্ষার্থীদের সাথে যোগ দিতে গেলে বাধার সম্মুখীন হন তিনি। এ সময় সেখানে উপস্থিত শিক্ষার্থীরা তাকে ফিরে যাওয়ার জন্য বলেন।
সংহতি জানাতে এসে তোপের মুখে রাফসান দ্যা ছোট ভাই
রাফসান ছোট ভাইকে উদ্দেশ্য করে শিক্ষার্থীদের কে বলতর শোনা যায়, ইতিমধ্যে অনেক মানুষ আহত এবং নিহত হয়েছে। আপনারা তখন শোক পর্যন্ত জানাতে পারেননি। আপনার আওয়ামী লীগের সাথে মিটিং করেছেন ইত্যাদি ইত্যাদি। এরপর থেকে সাধারণ শিক্ষার্থীরা রাফসান দা ছোট ভাইকে ভুয়া ভুয়া বলে স্লোগান দিতে থাকেন।
রাফসান দা ছোট ভাই বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর এবং ফুড ব্লগার। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার লক্ষ লক্ষ ফলোয়ার রয়েছে। সম্প্রতি একটি গাড়ি কেনা কে ক্রয় করে এবং তার বাবার একটি ঋণের বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার সমালোচনার শিকার হন তিনি।
তার কনটেন্ট থেকে আয় কিছু টাকা দিয়ে বাবা মাকে একটি গাড়ি উপহার দেন। যে গাড়িটি তুলনামূলকভাবে অনেক দামী একটি গাড়ি। তারপর থেকে রাফসান দা ছোট ভাইয়ের পক্ষে এবং বিপক্ষে বেশ আলোচনা সমালোচনা শুরু হয়। এর সকল আলোচনা এবং সমালোচনার মধ্যে প্রকাশিত হয় তার বাবার একটি ঋণের বিষয়। সেই বিষয়টি নিয়ে তিনি অবশ্য ফেসবুক লাইভে সরাসরি কথা বলেছেন।