মোবাইলের ডিলিট করা ছবি ফিরিয়ে আনার উপায়
- আপডেট সময় : ০৭:৪০:৫১ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪ ৪৫ বার পড়া হয়েছে
দুর্ঘটনা বসত অনেক সময় আমাদের মোবাইলে গুরুত্বপূর্ণ ছবিগুলো ডিলিট হয়ে যায়। তখন আমরা খুঁজতে থাকি মোবাইলে ডিলিট করা ছবি ফিরিয়ে আনার উপায় গুলো কি কি। কিছু পদ্ধতি ফলো করে আপনি এ সকল ছবি পুনরায় উদ্ধার করতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক সে পদ্ধতি গুলো সম্পর্কে বিস্তারিত।
Google Photos
বেশিরভাগ ফোনেই এই সফটওয়্যারটি স্থায়ী ভাবে ইন্সটল করা থাকে। আপনার যদি এই সফটওয়্যারটি থাকে এবং সেটাতে ব্যাকআপ চালু থাকে তাহলে ছবি নিয়ে কোন ভয় নেই।
google photos অ্যাপটি ওপেন করে লাইব্রেরী ফোল্ডারে চলে যান। তারপরে সেখান থেকে Trash ফোল্ডার অপশনে চলে গেলে আপনার ডিলেট হওয়ার সবগুলো ছবি দেখতে পারবেন। যে ছবিগুলো আপনি পুনরায় ফেরত আনতে চান সেগুলো সিলেক্ট করে রিস্টোর বাটনে ক্লিক করুন। তাহলে সকল ছবি আপনার গ্যালারিতে চলে আসবে।
মোবাইলের ডিলিট করা ছবি ফিরে আনার উপায় গুলোর মধ্যে এটি সবচাইতে কার্যকরী পদ্ধতি। ভবিষ্যতে যাতে এরকম আর কোন অসুবিধার সম্মুখীন হতে না হয় তাই আগে থেকেই গুগলে ফটো গুলো ব্যাকআপ দিয়ে রাখুন। তাহলে ছবি হারানো নিয়ে আর কখনো ভয় থাকবে না।
আপনার মোবাইল যদি হারিয়ে যায় তাহলে এই পদ্ধতিতে ছবিগুলো ফিরিয়ে আনতে পারবেন। সেজন্য আপনার হারানো মোবাইলে ব্যবহার করা জিমেইল অন্য একটি মোবাইলে লগইন করতে হবে এবং গুগল ফটোস অ্যাপটি ওপেন করে উপরের পদ্ধতি অনুযায়ী কাজ করতে হবে।
ডিস্ক ডিগার অ্যাপ
যদি google photos না থাকে কিংবা ফোনের মেমোরি থেকে ছবি ডিলিট হয়ে যায় তাহলে সেটি রিকভার করা বেশ কষ্টসাধ্য। তবে এ ব্যাপারে আপনাকে অনেক বেশি সাহায্য করতে পারে ডিস্ক ডিগার অ্যাপটি। গুগল প্লে স্টোরে সার্চ দিলেই আপনি এই অ্যাপটি ডাউনলোড এবং ইন্সটল করতে পারবেন।
তবে আপনার ফোনটি অবশ্যই রুট করার প্রয়োজন হবে। আর যদি ফোনটি আগে থেকে রুট করা হয়ে থাকে তাহলে তো কথাই নেই। অ্যাপটি ওপেন করে ডিলিট হওয়া ছবি গুলো বেছে নিয়ে সেগুলো রিস্টোর করুন।
মোবাইলের ডিলিট করা ছবি ফিরিয়ে আনার উপায়
মোবাইলের ডিলিট করা ছবি ফিরিয়ে আনার উপায় গুলোর মধ্যে এটি অনেকটা জটিল প্রক্রিয়ার। অনেকেই ফোন রুট করার পদ্ধতি সম্পর্কে জানেন না আবার রুট করতে গিয়ে ফোন নষ্ট করে ফেলেন। তাই এই পদ্ধতিটি অবলম্বন করার আগে অবশ্যই অভিজ্ঞ কারো সাহায্য নিবেন।
গ্যালারির Trash/Recycle Bin বক্স
এখনকার সকল স্মার্টফোনে ট্র্যাশ বক্স থাকে। যেটি আসলে রিসাইকেল বিন নামে পরিচিত। আপনার ফোনের গ্যালারিতে প্রবেশ করে সেটিংস, থ্রি ডট অথবা অপশন আইকনে ক্লিক করলেই Trash অথবা রিসাইকেল বিন অপশন পেয়ে যাবেন। সেটা চেক করে দেখুন যে আপনার ডিলিট করার ছবিগুলো জমা হয়ে আছে কিনা। সাধারণত এ সকল ট্র্যাশ বক্সের ছবি ৩০ দিন পরে অটোমেটিক ভাবে ডিলিট হয়ে যায়।
কম্পিউটারের সাহায্যে
কম্পিউটারের জন্য অনেক রিকভারি সফটওয়্যার পাওয়া যায় সেগুলো দিয়ে মোবাইলে ইন্টারনেট মেমোরি থেকে ডিলিট হওয়া ছবি কিংবা অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টস রিকভার করা যায়। আপনি পিসিতে মোবাইল রিকভারি সফটওয়্যার লিখে সার্চ দিলেই অনেক ধরনের অ্যাপ পেয়ে যাবেন।
আশা করি মোবাইলের ডিলিট করা ছবি ফিরে আনার উপায় গুলো সম্পর্কে আপনার স্পষ্ট ধারণা হয়েছে। কোথায় আছে প্রতিকারের চাইতে প্রতিরোধ উত্তম। ভবিষ্যতে যাতে এ ধরনের ঝামেলা না করতে হয় সেজন্য আগে থেকেই সকল ডকুমেন্টস এবং ছবির জন্য আলাদা ব্যাখা রাখা উচিত।