মেয়েরা ব্রা পরে কেন
- আপডেট সময় : ০৪:২৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪ ৫৩ বার পড়া হয়েছে
মেয়েরা ব্রা পরে কেনো এটি খুবই সাধারণ একটি প্রশ্ন। অন্তর্বাস মেয়েদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি পোশাক। এটি ছাড়া মেয়েদের জীবন চালানো প্রায় অচল বলা চলে। কিন্তু মেয়েদের ব্রা পরা কেন এত গুরুত্বপূর্ণ? চলুন জেনে নেই এর কারণ এবং ব্যবহার সম্পর্কে।
মেয়েদের স্তনকে সুরক্ষিত রাখার অন্যতম একটি পোশাক হচ্ছে ব্রা। বাইরের যে কোন আঘাত থেকে ভেতরের অঙ্গকে সুরক্ষিত রাখে এটি। এছাড়াও দৈনন্দিন জীবনে মেয়েদের অনেক ধরনের কাজ করতে হয়। কখনো নিচের দিকে ঝুঁকে কাজ করতে হয় আবার কখনো কর্মজীবী নারীদের নানা রকম পরিস্থিতিতে শরীরকে সুরক্ষিত রাখতে এটা প্রয়োজন হয়।
মেয়েরা ব্রা পরে কেন
স্তনকে সঠিক সাপোর্ট দিতে
শরীরচর্চা, দৌড়ঝাপ করা, কর্মজীবী মহিলাদের অফিস করা, গৃহস্থলীর কাজ করা ইত্যাদি সময় মেয়েদের স্তনকে সুরক্ষিত এবং সাপোর্ট দিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ এ সকল কাজে মেয়েদের স্তনের আকার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বাড়ির কাজ করার সময় মেয়েদের বিশেষ অঙ্গটি নিচের দিকে ঝুলে থাকার কারণে নানা রকম অসুবিধা হয়। এক্ষেত্রে স্তনকে সাপোর্ট দিতে এই পোশাকটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
পোশাকের সাথে মানানসই হতে
অনেকেরই স্তনের আকার সঠিক নয় বা একেক রকমের হয়ে থাকে। তাই সব ধরনের পোশাকের সাথে সব মেয়েদের এই অঙ্গটি অনেক সময় বেমানান দেখায়। তাই বিভিন্ন ধরনের পোশাকের সাথে স্তনকে ভালোভাবে মানিয়ে নেওয়ার জন্য ব্রা পরিধান করতে হয়।
স্তনের ওজন ঠিক রাখতে
মেয়েরা ব্রা পরে কেন এই প্রশ্নের আরেকটি গুরুত্বপূর্ণ উত্তর হচ্ছে স্তনের ওজন ঠিক রাখা। একটি মেয়ের স্তনের ওজনের প্রায় ৮০ ভাগ ওজন বহন করে ব্রা। তাই বিভিন্ন রকম অসুখ এবং সমস্যা থেকে বাঁচতে এই পোশাকটি খুবই প্রয়োজনীয়। সঠিক মাপের পোশাক ব্যবহার না করলে স্তনে ব্যথাসহ ঘাড়ে এবং কাঁধেও ব্যথা হতে পারে।
মেয়েরা ব্রা পরে কেন
ব্রা পরার বেশ কিছু সুবিধা থাকলেও সব সময় এটি পড়ে থাকা একদমই স্বাস্থ্যের জন্য ভালো নয়। একটি গবেষণায় দেখা গিয়েছে যে সকল মেয়েরা নিয়মিত এই পোশাকটি পরেন তাদের রক্ত সঞ্চালন সঠিকভাবে হতে পারে না। আর রক্ত সঞ্চালন সঠিকভাবে না হলে বেস্ট ক্যান্সার সহ নানা রকম সমস্যা বৃদ্ধি পায়। আর যে সকল মেয়েরা ব্রা যথাসম্ভব কম ব্যবহার করেন তাদের স্তন সুগঠিত হয়।
প্রেগনেন্ট অবস্থায় কি ব্রা পরা উচিত?
মেয়েরা কেন ব্রা পড়ে সে সম্পর্কে আপনারও আশা করি বুঝে গিয়েছেন। কিন্তু আপনারা কি জানেন প্রেগন্যান্ট অবস্থায় এটি পড়ালেখা ধারণ করা উচিত কিনা?
প্রেগনেন্ট অবস্থায় মেয়েদের স্তন অনেক সেনসিটিভ অবস্থায় থাকে। এটি আকারে একটু বড় হয় এবং খুব নরম হয়ে যায়। তাই এটিকে সঠিক সাপোর্ট দেওয়ার জন্য অবশ্যই ব্রা পরিধান করা উচিত। তবে সেটি অবশ্যই সঠিক সাইজের হতে হবে। তা না হলে কাঁধে ব্যথা হয়ে যেতে পারে। এছাড়াও আরো কিছু সাধারন সমস্যা হতে পারে। প্রেগনেন্ট নারীদের জন্য বাজারে স্পেশাল ব্রা পাওয়া যায়। সেগুলো ব্যবহার করা উচিৎ।
আশা করি মেয়েরা ব্রা পরে কেন সে সম্পর্কে আপনাদের স্পষ্ট ধারণা হয়েছে। তবে আপনি যদি স্তনে কোন অস্বাভাবিক কিছু লক্ষ্য করেন অথবা সমস্যা অনুভব করেন যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নেয়।
যৌনাঙ্গে চুলকানির কারণ এবং প্রতিকার জানতে এখানে প্রবেশ করুন।