ভালো মানুষের বৈশিষ্ট্য কি কি
- আপডেট সময় : ০৮:৩০:১৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪ ৬৩ বার পড়া হয়েছে
ভালো মানুষের বৈশিষ্ট্য দেখেই নাকি চেনা যায়। আমাদের সমাজ বিচিত্র ধরনের। এই বিচিত্র সমাজে বিভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন মানুষ বসবাস করে। কিন্তু এই বৈশিষ্ট্য যাই হোক না কেন সবাই চায় ভালো মানুষ হতে এবং ভালো মানুষের সঙ্গ পেতে। কিন্তু আমরা প্রায়ই এই মানুষ চিনতে ভুল করে থাকি।
প্রথম দিকে কারো সাথে পরিচয় হলে মিষ্টি মিষ্টি কথা শুনে আমরা মনে করি সে অত্যন্ত ভালো মানুষ। কিন্তু কিছুদিন পর তার প্রকৃত রূপ গুলো বের হয়ে আসতে শুরু করে। আসলে মিষ্টি মিষ্টি কথায় ভালো মানুষের বৈশিষ্ট কি তা বোঝা যায় না। চলুন আজকে ভালো মানুষের কিছু বৈশিষ্ট্য জেনে নেই যেগুলো দ্বারা আপনি অন্তত একজন মানুষকে প্রাথমিকভাবে যাচাই করতে পারবেন।
১. একজন ভালো মনের অধিকারী মানুষ কখনোই অন্যের খারাপ চাইবে না। অন্য কোন অবস্থাতেই অন্য কাউকে অভিশাপ করা কিংবা খারাপ চাওয়া কখনোই একজন ভালো মানুষের বৈশিষ্ট্য হতে পারে না।
২. আমাদের সবার মাঝে কম বেশি হিংসা এবং অহংকার রয়েছে। ভালো মানুষের বৈশিষ্ট্য গুলোর মধ্যে অন্যতম হচ্ছে সে কাউকে দেখে হিংসা করে না কিংবা তার মনের মধ্যে কোন অহংকার বোধ নেই। আমাদের পৃথিবীর অনেক অপরাধী অহংকার থেকে শুরু হয়।
৩. যে ব্যক্তি যত বেশি ন্যায়পরায়ন সেই ব্যক্তি তত বেশি ভালো মানুষ। কারো মনে যদি ন্যায় পরায়ণতা এবং বিবেকবোধ থাকে সে নিঃসন্দেহে একজন ভালো মানুষ।
ভালো মানুষের বৈশিষ্ট্য কি কি
৪. যদিও এটা বলা মুশকিল তবে ভালো মানুষের মন অনেক নরম থাকে। মানুষের প্রতি তার মায়াবোধ কাজ করে বেশি।
৫. এই স্বার্থপর দুনিয়ায় নিজের স্বার্থ বিকিয়ে দিয়ে অন্যের ভালো চায় এরকম মানুষ খুব কমই আছে। আর যারা অন্যের উপকারের সর্বদা প্রস্তুত থাকে তারা অবশ্যই ভালো মানুষ।
৬.. একজন ভালো মনের অধিকারী অবশ্যই সমাজে অনেক বেশি শ্রদ্ধা পেয়ে থাকেন। অবশ্য ভালো মানুষ হওয়ার দরুন তাকে মাঝে মাঝেই বিভিন্ন রকম সমস্যায় পড়তে হয়।
৭. ভালো চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন মানুষ বেশির ভাগ সময় ভালো হয়ে থাকে। তবে কিছু কিছু ভুল ভ্রান্তি কিংবা দোষ গুণ সব মানুষের মধ্যেই থেকে থাকে।
৮. ভালো মানুষের বৈশিষ্ট্য গুলোর মধ্যে অন্যতম হচ্ছে তার ব্যবহার এবং কথার ধরন। এ ধরনের মানুষেরা কখনোই অন্যকে কষ্ট দিয়ে কথা বলে না। প্রয়োজনে নিজের চুপ থাকে কিন্তু কারো সাথে তর্কে জড়ায়।
৯. একজন প্রতারক কখনোই ভালো মানুষ হতে পারে না। আর ভালো মানুষ কখনোই প্রতারক হয় না। এরা কখনোই কথার বরখেলাপ করে না এবং মানুষকে ঠকায় না।
ভালো মানুষের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আপনাদেরকে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। এ সকল বৈশিষ্ট্য ছাড়াও এদের আরো অনেক বৈশিষ্ট্য রয়েছে। ভালো মানুষকে সমাজের সবাই পছন্দ করে এবং ভালোবাসে। তাই এ ধরনের গুণাবলী আমরা নিজেদের মধ্যে ধারণ করার চেষ্টা করব।