ভারতের কেরালায় ভূমিধসের নিহত ২৮৮
- আপডেট সময় : ১১:২৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪ ৪১ বার পড়া হয়েছে
ভারতের কেরালা রাজ্যের ওয়ানাডে ভূমি ধসে নিহতের সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২৮৮ জনের অধিক। সেই সাথে আহতেে সংখ্যা ছড়িয়ে গেছে প্রায় দুই শতাধিক। এখন পর্যন্ত প্রায় শতাধিক মানুষ আটকে থাকায় হতাহতের সংখ্যা আরো বৃদ্ধি পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ভারতের কেরালায় ভূমিধসের ঘটনা নিয়ে স্থানীয় কর্তৃপক্ষ ভারতীয় সংবাদমাধ্যম গুলোকে জানিয়েছে, ওয়ানাডের মেপাড্ডি পাহাড়ি এলাকায় প্রবল বৃষ্টিপাতের কারণে বুধবার সকালে এই ভূমি ধসটি তৈরি হয়। বৃষ্টিপাত একটানা হচ্ছিল। উক্ত ভূমিধসে বিধ্বস্ত হয় মেপাড্ডি, মুনডাক্কাইকাই টাউন ও চুরাল মালা। ইতিমধ্যে ভূমিধসের বিধ্বস্ত এলাকা গুলোতে উদ্ধার কাজে অংশ নিয়েছেন ভারতের জাতীয় বিপর্যয় মোকাবেলা ফোর্স।
ভারতের কেনালায় ভূমিধসে ইতি মধ্যপ্রায় দেড় হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত প্রায় ২৫০ জনের মত নিখোঁজ রয়েছে যাদের কোনো হদিস মেলেনি।
এদিকে কেরালায় ভূমিধসের ঘটনায় এলাকা পরিদর্শন করেন ভারতের কংগ্রেস নেতা ও সংসদ সদস্য রাহুল গান্ধী। তার সাথে প্রিয়াঙ্কা গান্ধীও সেখানে উপস্থিত ছিলেন। বিপর্যস্ত এলাকা তারা ইতিমধ্যে ঘুরে দেখেছেন। সেখানে উপস্থিত হয়ে রাহুল গান্ধী দুর্গতদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
ভারতের কেরালায় ভূমিধসের নিহত ২৮৮
ভারতের কেরালায় ভূমিধসের ঘটনায় এই কংগ্রেস নেতা বলেন, রাজনৈতিক ইস্যু নিয়ে এই মুহূর্তে কথা বলা উচিত নয়। এখানকার মানুষের সহায়তা প্রয়োজন। যে মানুষ গুলোর সমস্যার মধ্যে রয়েছেন তাদের সবার আগে চিকিৎসা সেবা প্রদান করা দরকার। আমি এই মুহূর্তে রাজনীতি নিয়ে খুব একটা উৎসাহী নই বরং এখনকার মানুষের সবচাইতে ভালো সুরক্ষা কিভাবে প্রদান করা যায় সেটা আলোচনা করা দরকার।
কংগ্রেস নেতা রাহুল গান্ধীর পর উক্ত এলাকা পরিদর্শন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ ব্যাপারে উক্ত এলাকার মুখ্যমন্ত্রী বলেন এটা নিয়ে এখন দোষারোপের সময় নয়।
এদিকে ভারতের তৃণমূল নেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এলাকায় ভূমি ধসে বিধ্বস্ত এলাকায় পরিদর্শন করার জন্য দুজন প্রতিনিধি পাঠিয়েছেন। এ বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেল থেকে ইতিমধ্যে একটি পোস্ট করেছেন।
উক্ত পোস্টে কেরালার ভূমিধসের ঘটনা নিয়ে তিনি লিখেছেন, কেরালার ওয়ানাডে ভূমিধসের খবরটি শোনার পর থেকে আমি খুবই উদ্বিগ্ন। এটি সত্যিই একটি ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়। মানবিক কারণে আমি ইতিমধ্য ২ সদস্যের প্রতিনিধি দল পাঠানোর ব্যবস্থা করেছে। সাকেত গোখলে ও সুস্মিতা দেব ওই বিধ্বস্ত এলাকা পরিদর্শন করতে যাবেন এবং সেখানে দুদিন অবস্থান করবেন। সেই সাথে তারা হতাহতদের পরিবারের সঙ্গে দেখা করবেন।