বিয়ের সঠিক বয়স আসলে কোনটি
- আপডেট সময় : ১০:৩৫:১৬ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪ ৪৬ বার পড়া হয়েছে
বিয়ের সঠিক বয়স আসলে কোনটি এ নিয়ে আমাদের মনে নানা রকম জল্পনা কল্পনা তৈরি হয়। এই প্রশ্নটির সবচাইতে বেশি ঘুরপাক খায় মেয়েদের মাথায়। কিন্তু সত্যিই কি বিয়ের নির্দিষ্ট কোন বয়স আছে? অথবা বিয়ে করার ক্ষেত্রে সরাসরি বয়সের কোন সম্পর্ক কিংবা নির্ভরশীলতা আছে।
মানুষের পরিপক্কতা এবং আর্থিক ব্যাপার গুলো বিয়ের সাথে সরাসরি সম্পর্কিত। কিন্তু বিয়ের সাথে বয়সের সম্পর্কটা কিভাবে পরিমাপ করবেন?
সাধারণত একজন মানুষ তখনই বিয়ে করার জন্য প্রস্তুত থাকে যখন সে আর্থিকভাবে স্বাবলম্বী হয় কিংবা মানসিকভাবে পরিপক্কতা আসে। তারপরেও বিয়ের সময় আমাদের সবচাইতে বয়স নিয়ে বেশি চোখে ঝামেলা পোহাতে হয়। সে ক্ষেত্রে বিয়ের সঠিক বয়স আসলে কত?
বাংলাদেশের আইন অনুযায়ী একজন পুরুষের ক্ষেত্রে বিয়ের ন্যূনতম বয়স ২১ এবং নারীর ক্ষেত্রে বিভিন্ন সর্বনিম্ন বয়স হচ্ছে ১৮। দেশের আইন মতে এর আগে বিয়ের নিষেধ রয়েছে। কিন্তু এর বাইরে ও কম বয়সে অনেকে বিয়ে করে থাকেন
২৫ বছর বয়সের আগে বিয়ে
সাধারণত পড়ালেখা শেষ করে নিজের একটি ক্যারিয়ার কিংবা পরিচয় তৈরি করে নিতে বেশ খানিকটা সময় লাগে। আবার জীবন বোধ বুঝতে এবং মানসিক ব্যক্তিত্বের বিকাশ ঘটতে লেখাপড়া শেষে এক দুই বছর সময় তো নেয়াই প্রয়োজনে। হিসেবে বিয়ের সঠিক বয়স ২৫ কিংবা এর আশেপাশে। এতে করে ক্যারিয়ার গঠন করার সময় পাওয়া যায়, মানসিক বিকাশ ডেভেলপ করা যায় এবং বেশ কিছুদিন বোঝাপড়ার জন্য সময় পাওয়া যায়।
বিয়ের সঠিক বয়স আসলে কোনটি
নারীদের ক্ষেত্রে বিয়ের সঠিক বয়স
নারীদের ক্ষেত্রে বিয়ের সঠিক বয়স কোনটি সেটি নির্ভর করে কয়েকটি বিষয়ের উপর। যেমন কর্মজীবী নারীরা সাধারণত বিয়ের ক্ষেত্রে একটু দেরি করে থাকে। এক্ষেত্রে তারা ২৫ থেকে ৩০ বছর বয়সের মধ্য বিয়ের চিন্তাভাবনা করে থাকে।
কিন্তু যারা লেখাপড়া তেমন করছেন না কিংবা কোনো চাকুরীর সাথে সম্পর্কিত নয় তাদের বিয়ে সাধারণত ২০ বছর কিংবা তার আগেই সম্পূর্ণ হয়ে যায়। যদিও এতে আসলে সংসার জীবনের উপরে তেমন নেতিবাচক কোন প্রভাব পড়ে না। একজন মেয়ের ক্ষেত্রে ১৮ বছর বয়সে সংসার শুরু করাটা তেমন কঠিন এবং নেতিবাচক কিছু নয়।
আবার কোন নারীর চাইলে নিজের ক্যারিয়ার কিংবা পেশাগত কারণে ৩০ বছর বয়স পর্যন্ত দেরি করলেও সেটিও তার জন্য কোন অসুবিধা নয়।
শেষ কথা
বিয়ের মাধ্যমে আসলে মানুষের সংসার জীবনে যাত্রা শুরু হয়। আর এই যাত্রা এক একজনের জীবনে একেক রকম। তাই বিয়ের সঠিক বয়স কোনটি তার নির্দিষ্ট করে বলা প্রায় অসম্ভব। একেকজনের জীবনে এটি এক এক ভাবে প্রভাব ফেলে। তাই জীবনের ধারাবাদা নিয়মে নিজেকে না বেঁধে চাহিদা এবং নিজে অবস্থান অনুযায়ী সঠিক সিদ্ধান্তটি নিন।
সরকারি চাকরির প্রস্তুতি কিভাবে নিবেন জানতে এখানে প্রবেশ করুন।