বাইতুল মোকাররমের খতিব ড. মুফতি ওয়ালিযুর রহমান খান
- আপডেট সময় : ১২:২৭:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪ ৪৪ বার পড়া হয়েছে
গণআন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর বায়তুল মোকাররমের খতিব পলাতক রয়েছেন। বাইতুল মোকাররম মসজিদের খতিব ছিলেন হাফেজ মুফতি মাওলানা মোঃ রুহুল আমিন। তার চলে যাওয়ায় বর্তমানে নতুন খতিবের দায়িত্ব পেয়েছেন হাফেজ মাওলানা ডক্টর মুফতি ওয়ালিযুর রহমান খান।
২৯ আগস্ট বৃহস্পতিবার ধর্ম মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুল হামিদ জমাদ্দার সাংবাদিকদের কে বিষয়টি নিশ্চিত করেছেন। সাংবাদিকদের কে তিনি জানান বাইতুল মোকাররমের খতিব গত ৫ আগস্ট এর পর থেকে মসজিদে নামাজ পড়াতে আসেননি। তাকে বেশ কয়েকবার কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পরেও তিনি মসজিদে যোগদান করেননি। তাই নতুন একজনকে মসজিদের খতিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
জানা গিয়েছে, হাফেজ মাওলানা ডক্টর মুফতি ওয়ালিযুর রহমান খান বিগত ২ সপ্তাহ ধরে বায়তুল মোকাররম মসজিদের খতিবের দায়িত্ব পালন করছেন। তিনি ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশের মুহাদ্দিস পদে বিগত ১৮ বছর ধরে দায়িত্ব পালন করছেন। তিনি কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেছেন।
বায়তুল মোকাররমের খতিব ড. মুফতি ওয়ালিযুর রহমান খান বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সাবেক মহাসচিব এবং আজীবন সহ-সভাপতি। এছাড়াও তিনি ফরিদাবাদ জামিয়া ও দারুল উলুম মিরপুর ৬ মাদ্রাসার অধ্যক্ষ পদে দায়িত্ব পালন করছেন।
বাইতুল মোকাররমের খতিব ড. মুফতি ওয়ালিযুর রহমান খান
বায়তুল মোকাররমের খতিব ড. মুফতি ওয়ালিযুর রহমান খান কিশোরগঞ্জের জামিয়া ইমদাদিয়াতে পড়াশোনা করেছেন। ঢাকার নেসারিয়া কামিল মাদ্রাসা থেক কৃতিত্বের সাথে কামিল পরীক্ষায় উত্তীর্ণ হন। তারপর একটি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রী সম্পন্ন করেন। এছাড়াও তিনি ঢাকার জামিয়া হুসাইন মিয়া আরজাবাদ মাদ্রাসা থেকে মুফতি সনদ অর্জন করেন।
এছাড়াও বাইতুল মোকাররমের খতিব ড. মুফতি ওয়ালিযুর রহমান সোদীর ৪৩ তম বাদশা আব্দুল আজিজ এর আন্তর্জাতিক হিফজুল কোরআন ও তফসির প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বিগত বেশ কয়েকদিন ধরে বায়তুল মোকাররমের খতিব পলাতকের বিষয়টি হয়েছে। বিষয়টা নিয়ে নানা রকম আলোচনা এবং সমালোচনাও হয়েছে। সংবাদ মাধ্যমে খবরটি প্রচারিত হয় এবং বাইতুল মোকাররমের খতিব ড. মুফতি ওয়ালিযুর রহমানের পরিচয় ও সবার সামনে আসে।
ড. মুফতি ওয়ালিযুর রহমান এর আগে মিশর, আলজেরিয়া, সৌদি আরব, জর্ডান এবং বিভিন্ন দেশে হিফজুল কোরআন এবং সম্মেলন গুলোতে প্রতিনিধিত্ব করেছেন।
ছাত্র-জনতার আন্দোলনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বাইতুল মোকাররমের খতিব মাওলানা মুফতি রুহুল আমিন আত্মগোপনে চলে যাওয়ার পরে দায়িত্ব পেয়েছেন হাফেজ মাওলানা ড. মুফতি ওয়ালিযুর রহমান খান।
সোলার প্যানেল এর দাম ২০২৪ জানতে এখানে প্রবেশ করুন।