ফোনের চার্জ তাড়াতাড়ি কেনো ফুরিয়ে যায়
- আপডেট সময় : ০৩:৪৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪ ৪২ বার পড়া হয়েছে
ফোনের চার্জ তাড়াতাড়ি কেন যায়? আমাদের সবার মনে এই প্রশ্নটি রয়েছে। যেহেতু আমরা সবাই স্মার্টফোন ব্যবহার করি সেহেতু স্মার্টফোনের চার্জ সম্পর্কিত বিষয় গুলো নিয়ে আমাদের প্রায়ই বিরম্বনায় পড়তে হয়। অনেক সময় দ্রুত চার্জ শেষ হওয়ার কারণে গুরুত্বপূর্ণ কাজে ব্যাঘাত ঘটে।
স্মার্টফোনের চার্জ বেশ কিছু কারণে খুব দ্রুত ফুরিয়ে যেতে পারে। নিচের পুরো আর্টিকেলটি পড়ে সেই কারণ গুলো জেনে নিন এবং ফোনটির ব্যাটারি আরও দীর্ঘস্থায়ী করুন।
ফোনের চার্জ তাড়াতাড়ি কেন যায়:
ফোনের ব্রাইটনেস অনেক বেশি বাড়ানো থাকলে
অনেক সময় আমরা অকারনেই ফোনের ব্রাইটনেস বাড়িয়ে রাখি। অতিরিক্ত ব্রাইটনেস ফোনের চার্জ দ্রুত ফুরিয়ে ফেলে। তাই তেমন কোন প্রয়োজন না থাকলে ব্রাইটনেস একদম কমিয়ে রাখুন। অনেক ফোনে আবার এডাপটিভ ব্রাইটনেস সুবিধা রয়েছে। এর ফলে দিনের বেলা বাইরে গেলে ব্রাইটনেস অটোমেটিক বৃদ্ধি পায় এবং অন্ধকার কিংবা কম আলোতে গেলে ব্রাইটনেস অটোমেটিকভাবে কমে যায়।
মোবাইল ফোনের নেটওয়ার্ক
ফোনের চার্জ তাড়াতাড়ি কেন যায় সেই প্রশ্নের আরেকটি উত্তর হচ্ছে মোবাইলে নেটওয়ার্কজনিত সমস্যা। আপনার মোবাইলে যদি ইন্টারনেট, ওয়াইফাই কিংবা ডাটা কানেকশন এর নেটওয়ার্ক সমস্যা করে অথবা দুর্বল থাকে তাহলে ফোনের চার্জ দ্রুত ফুরিয়ে যায়। কম নেটওয়ার্ক থাকার কারণে মোবাইলের নেটওয়ার্ক আইসি এবং মাদারবোর্ড অনেক বেশি চাপ নিয়ে কাজ করতে থাকে। তাই চেষ্টা করুন যত সম্ভব নেটওয়ার্ক যুক্ত স্থানে ইন্টারনেট ব্যবহার করা।
ফোনের চার্জ তাড়াতাড়ি কেনো ফুরিয়ে যায়
মোবাইলের জিপিএস কিংবা গুগল ম্যাপ চালু রাখা
স্মার্টফোনের অন্যতম একটি সুবিধা হচ্ছে জিপিএস কিংবা গুগল ম্যাপ। কিন্তু এটি ফোনের চার্জ দ্রুত ফুরিয়ে যাওয়ার একটি অন্যতম কারণ। আপনার ফোনে যদি সব সময় লোকেশন কিংবা গুগল ম্যাপ চালু থাকে তাহলে এটি অনবরত ব্যাটারি থেকে চার্জ নিতে থাকবেন। তাই প্রয়োজন শেষে এটি বন্ধ করে দিন।
ব্যাকগ্রাউন্ডে অ্যাপ চালু থাকা
আমাদের অনেকের একটি অভ্যাস হচ্ছে ব্যাকগ্রাউন্ডে অনেক অ্যাপ চালু অবস্থায় রেখে দেওয়া। এটি ব্যাটারির আয়ুকে কমিয়ে ফেলে। তাই ফোন ব্যবহার শেষে রেখে দেওয়ার আগে ব্যাকগ্রাউন্ডের সব অ্যাপ রিমুভ করে দিন। এটি করলে ফোন গরম কম হবে এবং ব্যাটারী ও দীর্ঘস্থায়ী হবে।
কম দামী কিংবা নিম্নমানের চার্জার
ফোনের অরিজিনাল চার্জার হারিয়ে গেলে আমরা অনেক সময় বাজার থেকে চার্জার কিনে আনি। সেটি যদি নিম্নমানের হয় কিংবা ফোনের ব্যাটারি কনফিগারেশনের সাথে ম্যাচিং না করে তাহলে ব্যাটারি ঠিকমত চার্জ হবেনা। ফোনের চার্জ দ্রুত কেন ফুরিয়ে যায় আশাকরি এখন বুঝতে পেরেছেন। তাই মোবাইলে চার্জার কেনার আগে অবশ্যই সেটি কনফিগারেশনের সাথে মিলিয়ে নিবেন।। তানাহলে মোবাইলের ডিসপ্লে সহ মাদারবোর্ড ক্ষতিগ্রস্ত হতে পারে।
ফুল চার্জ হলে চার্জার খুলে রাখুন
মোবাইল ফোনের চার্জ তাড়াতাড়ি কেন ফুরিয়ে যায় এটির অন্যতম আরেকটি কারণ হচ্ছে মোবাইল চার্জে দিয়ে ঘুমানো। এতে করে মোবাইল ফুল চার্জ হওয়ার পরে অতিরিক্ত বিদ্যু এর মধ্যে প্রবেশ করতে থাকে। ফলে কমে যায় মোবাইলের আয়ু এবং ব্যাটারীর পারফরম্যান্স। তাই সম্পূর্ণ চার্জ হওয়ার পর মোবাইল ফোনটিকে চার্জার হতে খুলে রাখুন।
আশা করি আপনারা এখন বুঝতে পারছেন আপনার ফোনের চার্জ তাড়াতাড়ি কেন দ্রুত ফুরিয়ে যায়। মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রে উপরিক্ত নিয়ম গুলো মেনে চললে ব্যাটারি এবং মোবাইল দুটো দীর্ঘস্থায়ী হবে এবং কম গরম হবে।
বদনজর থেকে বাঁচার দোয়া জানতে এখানে প্রবেশ করুন।