পাসপোর্ট করতে কত টাকা লাগে
- আপডেট সময় : ১১:৫২:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০২৪ ৪১ বার পড়া হয়েছে
পাসপোর্ট করতে কত টাকা লাগে বা সরকারি কর্তৃক নির্ধারিত ফি কত, এ ব্যাপারে হয়তো অনেকের স্বচ্ছ ধারণা নেই। আজকের এই আর্টিকেলের মাধ্যমে পাসপোর্ট এর ফি নিয়ে বিস্তারিত আলোচনা করব।
অনেক সময় আমরা পাসপোর্ট করতে কত টাকা লাগে সেটা না জেনে নিজেদের অসতর্কতার কারণে বিভিন্ন দালালদের শরণাপন্ন হই। কিন্তু আমাদের অজ্ঞতার সুযোগে তারা অনেক বেশি টাকা হাতিয়ে নেয়। তাই আপনার যদি এই ব্যাপারে ধারণা থাকে তাহলে খুবই অল্প টাকায় পাসপোর্টটি সম্পন্ন করতে পারবেন।
পাসপোর্ট এর মেয়াদ এবং পৃষ্ঠা উপরে ভিত্তি করে বাংলাদেশের সাধারণত ৪ ধরনের পাসপোর্ট প্রদান করা হয়ে থাকে। এই মেয়াদ এবং পৃষ্ঠার উপরে ভিত্তি করেই পাসপোর্ট করতে কত টাকা লাগে সেটি নির্ধারিত হয় অর্থাৎ পাসপোর্ট এর ফি নির্ধারিত হয়। আবার একটি পাসপোর্ট আপনি কত তাড়াতাড়ি নিতে চান সেই অনুযায়ী টাকার পরিমাণ কমতে পারে এবং বাড়তে পারে। স্বল্প সময়ে পাসপোর্ট নিতে চাইলে সাধারণ ফি-এর চাইতে অনেক বেশি টাকা গুনতে হয়।
পাসপোর্ট করতে কত টাকা লাগে
৫ বছর মেয়াদী পাসপোর্ট
- সাধারণত ৫ বছর সময়ের জন্য ৪৮ পৃষ্ঠার একটি ইলেকট্রনিক পাসপোর্ট করার জন্য প্রয়োজন হয় ৪০২৫ টাকা। ঠিক এই একই পাসপোর্টে যদি আপনি আর্জেন্টভাবে এক্সপ্রেস ডেলিভারির মাধ্যমে নিতে চান তাহলে ফি পরিশোধ করতে হবে ৬৩২৫ টাকা।
- ৫ বছর মেয়াদ দিয়ে একটি ৬৪ পৃষ্ঠার পাসপোর্টের সরকারি সাধারণ ফি ৬৩২৫ টাকা।
- একই পাসপোর্টটি জরুরীভাবে নিতে গেলে সরকারি ফি প্রদান করতে হবে ৮৬২৫ টাকা। আরো জরুরিভাবে অর্থাৎ সুপার এক্সপ্রেস ডেলিভারি নিতে চাইলে খরচ হবে ১২০৭৫ টাকা।
১০ বছর মেয়াদে পাসপোর্ট
- ১০ বছর মেয়াদে একটি ৪৮ পৃষ্ঠার পাসপোর্ট এর সাধারণভাবে খরচ হবে ৫৭৫০ ঢাকা। একই পাসপোর্ট যদি আপনি জরুরীভাবে এক্সপ্রেস ডেলিভারির মাধ্যমে নিতে চান তাহলে খরচ হবে ৮০৫০ টাকা। পাসপোর্টের এই ফি গুলো সরকার নির্ধারিত।
- ১০ বছরের মেয়াদী ৬৪ পৃষ্ঠার একটি পাসপোর্টের সাধারণ সরকারি ফি ৮০৫০ টাকা। জরুরিভাবে সেটি নেওয়ার জন্য খরচ হবে ১০৩৫০ টাকা এবং সুপার এক্সপ্রেস ডেলিভারির জন্য খরচ হবে ১৩৮০০ টাকা।
আশা করি পাসপোর্ট করতে কত টাকা লাগে সে সম্পর্কে আপনাদের ধারণাটি পরিষ্কার হয়েছে। বর্তমানে সরকার প্রদত্ত সকল পাসপোর্ট ই পাসপোর্ট অর্থাৎ ইলেকট্রনিক পাসপোর্ট।
তবে যারা সরকারি কর্মকর্তা বা সরকারি কাজে কর্মরত আছেন তাদের পাসপোর্ট এে ডেলিভারি ফি কিছুটা পরিবর্তিত হতে পারে। তাই পাসপোর্ট এর জন্য কোন দালালের দ্বারা প্রতারিত হবেন না।
পাসপোর্ট করতে কত টাকা লাগে
পাসপোর্ট এর ফি কি বিকাশের মাধ্যমে জমা দেওয়া যায়?
পাসপোর্ট করতে কত টাকা লাগে সেটি জেনে আপনি অবশ্যই বিকাশের মাধ্যমে টাকা পরিশোধ করতে পারবেন। এজন্য বিকাশ অ্যাপ ব্যবহার করে পাসপোর্ট এর জন্য আবেদনের সময় অনলাইন পেমেন্ট অপশনটি বাছাই করতে হবে।
পাসপোর্ট করতে কি কি কাগজপত্র লাগে?
• পাসপোর্ট এর জন্য আবেদন করার অনলাইন কপি।
• পাসপোর্ট এর জন্য আবেদনের একটি সামারি
• জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ
• পাসপোর্ট এর ফি পরিশোধের প্রমাণপত্র বা চালান রশিদ
• চেয়ারম্যান বা ওয়ার্ড কমিশনার হতে প্রদত্ত নাগরিক সনদপত্র বা চেয়ারম্যান সার্টিফিকেট
• আপনি কি পেশা নিয়ে যত আছেন সেটির ডকুমেন্ট
শিশুদের পাসপোর্ট করার জন্য পিতা-মাতার জন্ম নিবন্ধনের অনলাইন কপি প্রয়োজন হয়। উপরিক্ত কাগজ গুলো ছাড়া পাসপোর্ট করতে ছবি প্রয়োজন পড়বে।
পাসপোর্ট এর জন্য আবেদন করার আগে অবশ্যই প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে রাখবেন। তা না হলে নানা রকম বিরম্বনায় পড়তে পারেন। যেহেতু পাসপোর্ট করতে কত টাকা লাগে সেটি আপনি এখন জানেন তাই আশা করি কোন দালালদের খপ্পড়ে পড়ে প্রতারিত হবেন না।