পঞ্চম গণ বিজ্ঞপ্তিতে ১৯৫৮৬ জন শিক্ষকের নিয়োগ চূড়ান্ত
- আপডেট সময় : ০৯:২৯:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪ ৪৬ বার পড়া হয়েছে
বেসরকারি স্কুল কলেজ এবং মাদ্রাসায় শিক্ষক নিয়োগের জন্য পঞ্চম গণ বিজ্ঞপ্তিতে ১৯৫৮৬ জন শিক্ষকের নিয়োগ চূড়ান্ত করা হয়েছে। আজ এই ঘোষণাটির প্রদান করেন বাংলাদেশ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ বা এনটিআরসিএ।
শিক্ষা মন্ত্রণালয়ের একটি ঘোষণায় বলা হয়েছে, বাংলাদেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে শিক্ষকের সংকট এবং মানবসম্মত ক্লাস, পাঠক্রম পরিচালনা করার জন্য বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ বা এনটিআরসিএ পঞ্চম গণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। সেই গণবিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য ঘোষণা দিয়েছেন।
উল্লেখ্য নির্বাচিত প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন এখন পর্যন্ত চলমান রয়েছে। এটি ছাড়াই তারা যোগদান করতে পারবেন। কিন্তু পরবর্তীতে ভেরিফিকেশনে যদি কোন অসঙ্গতি কিংবা অভিযোগ প্রমাণিত হয় তাহলে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
পঞ্চম গণ বিজ্ঞপ্তিতে যে সকল প্রার্থী চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন তাদেরকে আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্য যোগদান করতে হবে।
আমরা জানি এনটিআরসিএ বাংলাদেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে শিক্ষক নিয়োগ করে থাকে।
এই শিক্ষক নিয়োগের প্রক্রিয়াটি পুরো ৩ টি ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপে একজন আগ্রহী প্রার্থীকে প্রিলিমিনারি বা এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। পরবর্তী ধাপে প্রার্থীকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্ত ভাইভা পরীক্ষা নেওয়া হয়।
পঞ্চম গণ বিজ্ঞপ্তিতে ১৯৫৮৬ জন শিক্ষকের নিয়োগ চূড়ান্ত
তারপর সম্পূর্ণ ফলাফলের ভিত্তিতে প্রার্থীকে নিবন্ধন সনদ প্রদান করা হয়। এই নিবন্ধন সনদে একজন প্রার্থী বিভিন্ন গণ বিজ্ঞপ্তিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করতে হবে। তবে উল্লেখ্য স্কুল কলেজ এবং মাদ্রাসার জন্য আলাদা আলাদা পরীক্ষা অংশগ্রহণ করতে হয়।
অর্থাৎ নিবন্ধন সনদ দিয়ে স্কুল এবং কলেজে আবেদন করা যাবে না এর জন্য ভিন্ন সনদ লাগবে।
তারপর সেই সনদ দিয়ে বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন করতে হবে। পঞ্চম গণ বিজ্ঞপ্তি মাধ্যমে বিভিন্ন নিবন্ধন সনদ দ্বারা স্কুল, কলেজ এবং মাদ্রাসা প্রতিষ্ঠানে আবেদন করেছিল। যার পরিপ্রেক্ষিতে এবার ১৯৫৮৬ জনকে চূড়ান্ত ভাবে সুপারিশের সম্মতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
এবছর পঞ্চম গণ বিজ্ঞপ্তিতে মোট শূন্য পদ ছিল ৯৬ হাজার ৭৩৬ টি। আবেদন করার পর পর্যাপ্ত সংখ্যক প্রার্থী না থাকায় প্রাথমিক ধাপে ২২ হাজার ৩৩ জনকে নির্বাচিত করা হয়। এসকল প্রার্থী ভি-রোল ফরম পূরণ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষকে তাদের সনদ জমা দিয়েছেন। যাদের মধ্য থেকে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়েছে ১৯৫৮৬ জন প্রার্থীকে।