সাবেক মন্ত্রী দীপু মনি গ্রেফতার হয়েছেন
- আপডেট সময় : ১১:৫২:০৩ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪ ৪৬ বার পড়া হয়েছে
বাংলাদেশের সাবেক সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনিকে গ্রেফতার করেছে পুলিশ। আজকে ১৯ আগস্ট সোমবার ঢাকার বারিধারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
রাত ৮ টার দিকে এই তথ্য জানায় ঢাকা মহানগর পুলিশ বা ডিএমপি।
পরবর্তীতে ডিএমপি এর একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলে জানা যায়, সাবেক মন্ত্রী দীপু মনিকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের কার্যালয় নেয়া হয়েছে। তাকে গ্রেফতার করা হয়েছে ঢাকার মোহাম্মদপুর থানার একটি হ ত্যা মামলায়।
উল্লেখ্য, দীপু মনি বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক। এর আগে তিনি আওয়ামী লীগ সরকারের শিক্ষামন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ছিলেন।
বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত ৫ আগস্ট পদত্যাগ করেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকেই আওয়ামী লীগের ঊর্ধ্বতন নেতাকর্মীদের জনসম্মুখে খুব একটা দেখা যায় নি। দলীয় নেতা কর্মী ছাড়াও বিভিন্ন সরকারি কর্মকর্তা এবং রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে বহাল থাকা ব্যক্তিদেরও কেউ কেউ গ্রেফতার হচ্ছেন।
শেখ হাসিনা সরকারের মন্ত্রীদের মধ্যে ইতিমধ্য সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান কেও গ্রেফতার করা হয়। দেশ ছেড়ে চলে যাওয়ার সময় তাদেরকে ঢাকার সদরঘাট এলাকা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা কলেজের সামনে একটি সংঘর্ষে একজন হকার নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে হওয়া মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়।
সাবেক মন্ত্রী দীপু মনি গ্রেফতার হয়েছেন
এছাড়াও গ্রেফতার হয়েছেন বাংলাদেশের সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এরপর ১৬ ই আগস্ট সাবেক পানিসম্পদ মন্ত্রী এবং আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রমেশচন্দ্র সেনকেও গ্রেফতার করা হয় তার ঠাকুরগাঁয়ের বাড়ি থেকে।
তারপর ১৬ই আগস্ট গ্রেফতার করা হয় বাংলাদেশ সেনাবাহিনী হতে সদ্য অবসর প্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানকে। তিনি বাংলাদেশের জাতীয় সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন সেন্টারের দায়িত্বরত ছিলেন। তাকেও একই মামলায় গ্রেফতার দেখানো হয়।
সাবেক মন্ত্রী দীপু মনির ছাড়াও আরো গ্রেপ্তার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখার সাধারণ সম্পাদক হাসান সৈকত। তাকে পল্টন থানার একটি মামলা গ্রেপ্তার দেখানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয় ঢাকার থানা নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।