দেশে প্রথম তার বিহীন ব্রডব্যান্ড সেবা চালু করলো গ্রামীণফোন জিপিফাই
- আপডেট সময় : ০২:১৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪ ৬২ বার পড়া হয়েছে
গতকাল ১৫ জুলাই সোমবার রাজধানীর একটি বিখ্যাত হোটেলে গ্রামীণফোনের তারবিহীন ব্রডব্যান্ড সেবা চালু করেন বাংলাদেশের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।
গ্রামীণফোনের তারবিহীন ব্রডব্যান্ড সেবায় প্রাথমিকভাবে তিনটি প্যাকেজ চালু করা হয়েছে। যার নাম হচ্ছে জিপিফাই। ২৫ এমবিপিএস ইন্টারনেট প্যাকেজ এর মূল্য করবে ১ হাজার টাকা। ৩০ এমবিপিএস ব্রডব্যান্ড তারবিহীন ইন্টারনেট সার্ভিসটির মূল্য পড়বে ১৩০০ টাকা। ৪০ এমবিপিএস তারবিহীন ইন্টারনেট সেবার মূল্য পড়বে ১৯০০ টাকা।
গ্রামীণফোন কর্তৃপক্ষ জানিয়েছে গ্রাহকরা চাইলে যে কোন সময় তার বিহীন ব্রডব্যান্ড ইন্টারনেট প্যাকেজটি পরিবর্তন করতে পারবে। যেহেতু এটা সবে মাত্র উদ্বোধন করা হয়েছে তাই প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও রাজশাহীর অঞ্চলের শহরে বসবাস করা গ্রাহকরা এই জিপিফাই সংযোগ নিতে পারবেন।
গ্রামীনফোনের তারবিহীন ব্রডব্যান্ড সংযোগ জিপিফাইয়ের মাধ্যমে একসঙ্গে টিভি, ফোন, সিসিটিভি সহ ১০ থেকে ৩২টি ডিভাইস কোন ধরনের ঝামেলা ছাড়া ব্যবহার করতে পারবেন। এমনটা জানানো হয়েছে গ্রামীনফোনের মোবাইল অপারেটর কর্তৃপক্ষের পক্ষ থেকে। এই ইন্টারনেট সেবাটি ব্যবহার করার জন্য দুই ধরনের রাউটার ব্যবহার করতে হবে। যার এক প্রকারের দাম প্রায় ৪ হাজার টাকা এবং অন্য আরেক প্রকারের দাম প্রায় ৭ হাজার টাকা।
গ্রামীনফোনের তারবিহীন ব্রডব্যান্ড সেবা জিপিফাই নেওয়ার জন্য গ্রাহকদের শুধুমাত্র একটি মডেম বা রাউটার এবং অপারেটরদের কাছ থেকে সাবস্ক্রিপশন নিতে হবে বলে জানিয়েছে জিপি কর্তৃপক্ষ।
দেশে প্রথম তার বিহীন ব্রডব্যান্ড সেবা চালু করলো গ্রামীণফোন জিপিফাই
গ্রামীণফোনের তারবিহীন ওয়াইফাই সেবা গ্রহণ করতে হলে গ্রাহকদের প্রথমে গ্রামীণফোনের জিপিফাই রাউটার কিনতে হবে। প্রাথমিক দিকে গ্রামীণফোন দুই ধরনের রাউটার প্রদান করছেন। সেই রাউটারের সাথে একটি পোস্টপেইড সিম কার্ড প্রদান করা হবে যে সিমের মাধ্যমে মূলত ইন্টারনেট প্যাকেজ ক্রয় করতে হবে এবং ইন্টারনেট ব্যবহার করা যাবে।
যে সকল এলাকায় এই সার্ভিসটি পাওয়া যাচ্ছে সেই সকল এলাকার যে কোন গ্রাহক গ্রামীণফোনের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিস জিপিফাইয়ের জন্য অর্ডার করতে পারবেন। অনলাইনে অর্ডার করার পর গ্রামীনফোনের কাস্টমার সার্ভিস থেকে লোক এসে সমস্ত রাউটার এবং প্যাকেজ সেট করে দিয়ে যাবেন।
প্রাথমিকভাবে গ্রামীণফোন প্রথম এক মাসের সাবস্ক্রিপশন প্যাকেজ ফ্রিতে দিচ্ছে। অর্থাৎ প্রথম একমাস আপনি ফ্রিতে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। পরের মাস থেকে আপনার পছন্দ অনুযায়ী প্যাকেজেে দাম পরিশোধ করতে হবে।
যেহেতু এটি একটি তারবিহীন ব্রডব্যান্ড সেবা তাই এটি ব্যবহারকে তেমন কোন ঝামেলা নেই। আমরা যারা তারের মাধ্যমে ব্রডব্যান্ড সেবা ব্যবহার করি তাদের অনেক সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। লাইনে কাজ করার সময় নেট থাকে না আবার ঝড় বৃষ্টি কিংবা প্রাকৃতিক দুর্যোগেও নেট সংযোগ বিচ্ছিন্ন থাকে। যেহেতু গ্রামীণফোন একটি তারবিহীন ইন্টারনেট সেবা প্রদান করছে তাই এতে সে ধরনের কোন ঝামেলা নেই।
তাই আপনি যদি তার বিহীন ব্রডব্যান্ড ইন্টারন্যাশনাল ব্যবহার করতে চান তাহলে যেমন ফোনে জিপিফাই প্যাকেজটি অর্ডার করতে পারেন।
ল্যাপটপ নাকি ডেক্সটপ কোনটি কেনা উচিত বিস্তারিত জানতে এখানে প্রবেশ করুন।